AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এবার UPI Lite থেকে অফলাইনে একবারে 500 টাকা পাঠানো যাবে, কীভাবে?

এতদিন আপনি UPI Lite থেকে একবারে মাত্র 200 টাকাই পাঠাতে পারতেন। কিন্তু এবার সেই অঙ্কটাই বেড়ে 500 টাকা হয়ে গেল। যদিও দিনে সামগ্রিক টাকা পাঠানোর পরিমাণ 2,000 টাকাই আছে। অফলাইনে কোনও পিন নম্বর ছাড়া UPI Lite এর মাধ্যমে কীভাবে টাকা পাঠাবেন, জেনে নিন।

এবার UPI Lite থেকে অফলাইনে একবারে 500 টাকা পাঠানো যাবে, কীভাবে?
UPI Lite থেকে টাকা পাঠানোর সীমা বাড়ল!
| Edited By: | Updated on: Aug 11, 2023 | 4:44 PM
Share

UPI Lite ব্যবহারকারীরা এবার আরও একটি বড় সুবিধা পেতে চলেছেন। এখন আর টাকা পাঠানোর সর্বাধিক সীমা 200 টাকা থাকছে না। এখন ব্যবহারকারীরা চাইলে 500 টাকা পর্যন্ত পাঠাতে পারেন। গত 10 অগস্ট রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI পিন নম্বর ছাড়া টাকা পাঠাতে অর্থাৎ UPI Lite এর ক্ষেত্রে লেনদেনের সীমা বাড়ানোর প্রস্তাব করেছিল। বর্তমানে, ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড (NCMC) এবং ইউপিআই লাইট সহ অফলাইন মোডে ছোট মূল্যের ডিজিটাল পেমেন্টের জন্য প্রতি লেনদেনের 200 টাকা এবং পেমেন্ট যন্ত্র প্রতি 2,000 টাকার সামগ্রিক সীমা নির্ধারণ করেছে RBI।

অর্থাৎ এতদিন আপনি UPI Lite থেকে একবারে মাত্র 200 টাকাই পাঠাতে পারতেন। কিন্তু এবার সেই অঙ্কটাই বেড়ে 500 টাকা হয়ে গেল। যদিও দিনে সামগ্রিক টাকা পাঠানোর পরিমাণ 2,000 টাকাই আছে। তবুও 500 টাকা যদি একবারে টাকা পাঠানোর পরিমাণ হয়, তাহলে গ্রাহকদের 2000 টাকা পাঠাতে চার বারের বেশি ট্রানজ়াকশন করতে হবে না।

UPI Lite কী

আসল UPI পেমেন্ট সিস্টেমের সহজতম ভার্সন হল UPI Lite। গত সেপ্টেম্বরে এই পরিষেবাটি নিয়ে আসে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং আরবিআই। ছোটখাটো পেমেন্ট পাঠানোর জন্য এটি একটি ঝক্কিহীন ট্রানজ়াকশন পরিষেবা। এই পেমেন্ট পরিষেবার মাধ্যমে টাকা পাঠাতে আপনাকে পিন নম্বর দিতে হবে না। পাশাপাশি দরকার হবে না কোনও ইন্টারনেট কানেকশনেরও।

UPI Lite কীভাবে ব্যবহার করবেন

UPI পেমেন্ট সাপোর্ট করে এমন সব অ্যাপেই এই UPI Lite ফিচারটি রয়েছে। Paytm, PhonePe এবং Gpay এই তিনটি অ্যাপ থেকেই পরিষেবাটি পাবেন। ফিচারটি সক্রিয় করতে আপনাকে অ্যাপের সেটিংসে গিয়ে নেভিগেট করতে হবে। তারপরে UPI Lite অপশনটি লোকেট করে পেমেন্ট সিস্টেম অ্যাক্টিভেট করতে হবে। UPI Lite কীভাবে ব্যবহার করবেন, পদ্ধতিটা জেনে নিন –

1) প্রথমে আপনাকে UPI Lite সক্রিয় অ্যাপটি খুলতে হবে।

2) আপনার UPI Lite সেট করে নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হবে।

3) এবার আপনার UPI Lite ওয়ালেটে কিছু টাকা অ্যাড করে নিন।

4) পেমেন্ট করতে সহজেই আপনাকে UPI পেমেন্ট অ্যাপটি খুলতে হব, ঠিক যে ভাবে অন্যান্য সময় ফোনপে বা জিপে-র মাধ্যমে টাকা পাঠান, সেই ভাবেই বাকি প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

5) রিসিপ্টের কিউআর কোড স্ক্যান করে মোবাইল নম্বর অ্যাড করে দিন।

6) যত টাকা পাঠাতে চাইছেন, অ্যামাউন্টটা দিয়ে দিন। (এই মুহূর্তে 500 টাকা বা তার কম)

7) সবশেষে UPI Lite অপশনটি সিলেক্ট কর নিন।