AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সুখবর! JioCinema-র প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান এলেও IPL ফ্রি-তেই দেখতে পাবেন দর্শকরা

JioCinema খুব শীঘ্রই পেইড প্ল্যান নিয়ে হাজির হচ্ছে। তবে সুখবরটি হল, IPL ম্যাচ কিন্তু ফ্রি-তেই দেখতে পাবেন দর্শকরা। মুম্বইয়ের স্ট্রিমিং প্ল্যাটফর্মটি তার দর্শকদের জন্য থ্রি-টায়ার সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে আসতে চলেছে।- ডেইলি, গোল্ড এবং প্ল্যাটিনাম।

সুখবর! JioCinema-র প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান এলেও IPL ফ্রি-তেই দেখতে পাবেন দর্শকরা
বড় প্ল্যান নিয়ে আসছে JioCinema।
| Edited By: | Updated on: May 01, 2023 | 2:30 PM
Share

JioCinema Premium Subscription: বিগত কয়েক মাসে জনপ্রিয় OTT প্ল্যাটফর্ম হিসেবে উঠে এসেছে JioCinema। দর্শকদের সম্পূর্ণ বিনামূল্যে য়েব-সিরিজ় এবং সিনেমা দেখিয়ে চলেছে তারা। তবে জনপ্রিয়তা শিখরে পৌঁছে যায় গত বছরের শেষ দিকে যখন তারা ফুটবল বিশ্বকাপ স্ট্রিম করে এবং চলতি বছরে IPLও সম্পূর্ণ বিনামূল্যে চাক্ষুষ করতে পারছেন দর্শকরা। তবে ফ্রি-তে কনটেন্ট দেখার ভাল দিন কিন্তু বেশি দিন থাকবে না। কারণ, JioCinema খুব শীঘ্রই পেইড প্ল্যান নিয়ে হাজির হচ্ছে। তবে সুখবরটি হল, IPL ম্যাচ কিন্তু ফ্রি-তেই দেখতে পাবেন দর্শকরা।

এই Paid Plan নিয়ে আসার JioCinema-র চিন্তাভাবনা আসলে এই মুহূর্তের নামজাদা এবং জনপ্রিয় OTT প্লেয়ার যেমন নেটফ্লিক্স, অ্যামাজ়ন প্রাইম ভিডিয়ো এবং ডিজ়নি প্লাস হটস্টারের সঙ্গে টক্কর দেওয়া। সেই লক্ষ্যেই JioCinema সম্প্রতি তাদের প্ল্যাটফর্মে 100-রও বেশি নতুন সিনেমা এবং ওয়েবসিরিজ় যোগ করেছে। Jio-র মিডিয়া অ্যান্ড কনটেন্ট বিজ়নেস প্রেসিডেন্ট জ্যোতি দেশপাণ্ডে সংবাদমাধ্যম ব্লুমবার্গের কাছে বলেছেন, তাদের প্ল্যাটফর্ম 100টিরও বেশি সিনেমা এবং টিভি সিরিজ় যোগ করেছে, যা তাদের অন্যান্য ওটিটি ও স্ট্রিমিং প্ল্যাটফর্মের সঙ্গে জোরদার টক্কর দিতে সাহায্য করবে। পাশাপাশি তিনি এ-ও জানিয়েছেন যে, Jio তাদের ট্যারিফ প্ল্যানগুলি সাধারণ মানুষের জন্য খুব সহজ ও সাধারণ রাখবে।

JioCinema Paid Plan

JioCinema-র পেইড প্ল্যানগুলির খরচ ও অন্যান্য অফার সম্পর্কে কোম্পানির তরফ থেকে নিশ্চিত করে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে সম্প্রতি এক রেডিট ব্যবহারকারী JioCinema-র এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যানগুলি সম্পর্কে জানতে পেরেছেন একটি টেস্ট ওয়েবসাইট দেখার পরে। সেখান থেকেই জানা গিয়েছে, জিওসিনেমা তার দর্শকদের জন্য থ্রি-টায়ার সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে আসতে চলেছে।- ডেইলি, গোল্ড এবং প্ল্যাটিনাম।

তাদের মধ্যে সবথেকে কম খরচের একটি ডেইলি ডিলাইট প্ল্যান থাকছে, যার জন্য দর্শকদের 29 টাকা খরচ করতে হবে। একদিনের প্ল্যানের খরচ 2 টাকা, তাই একত্রে এক মাসের জন্য করলে অফারে মাত্র 29 টাকা খরচ হবে। এই পরিমাণ খরচে একজন দর্শক দুটি ডিভাইস ব্যবহার করতে পারবেন।

তার ঠিক পরেই রয়েছে একটি গোল্ড স্ট্যান্ডার্ড প্ল্যান। সেটি তুলনামূলক ভাবে একটু দামি প্ল্যান হতে চলেছে। 299 টাকার সেই প্ল্যানে প্রাথমিক ভাবে কাস্টমারদের 99 টাকা খরচ করতে হবে। তিন মাসের এই প্ল্যানেও আপনি দুটি ডিভাইস থেকে কনটেন্ট স্ট্রিম করতে পারবেন।

আর একটি প্ল্যাটিনাম পাওয়ার প্ল্যান থাকছে। সেই প্ল্যানের জন্য 1,199 টাকা খরচ হবে। প্রাথমিক ভাবে অফারে সেই প্ল্যানে কাস্টমারদের মাত্র 599 টাকা করে খরচ করতে হবে। এক বছরের জন্য প্রিমিয়াম কনটেন্ট অফার করবে প্ল্যানটি। তার থেকেও বড় কথা হল, অ্যাড-ফ্রি কনটেন্ট দেখার অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন দর্শকরা।

JioCinema-য় এবার Hotstar শো

JioCinema তার স্ট্রিমিং লাইব্রেরির সম্প্রসারণে Warner Bros Discovery-র সঙ্গে জুটি বেঁধেছে। HBO কনটেন্ট থেকে শুরু করে Warner Bros শো যেমন, গেম অফ থ্রোনস, সাকসেশন এবং আসন্ন হ্যারি পটার সিরিজ় ইত্যাদির সবকিছুই দেখতে পাবেন দর্শকরা। এছাড়াও এখানে Hotstar শোগুলিও দেখার সুযোগ পেয়ে যাবেন ব্যবহারকারীরা।