Flipkart Sale: ১৪,০০০ টাকা সস্তা হল অ্যাপল আইফোন ১২ মিনি, ২১ নভেম্বর পর্যন্ত মিলবে অফার

iPhone 12 Mini Offers: ফ্লিপকার্ট সেলে খুবই সস্তা হল অ্যাপল আইফোন ১২ মিনি। আর দাম কমার ফলে এই ফোনটি আপনি কত কম দামে কিনতে পারবেন, জেনে নিন।

Flipkart Sale: ১৪,০০০ টাকা সস্তা হল অ্যাপল আইফোন ১২ মিনি, ২১ নভেম্বর পর্যন্ত মিলবে অফার
ব্যাপক ছাড়ে আইফোন ১২ মিনি!
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2021 | 11:46 AM

ফ্লিপকার্ট মোবাইল বোনানজ়া সেল লাইভ হয়ে গিয়েছে। বাজেট সেগমেন্ট থেকে প্রিমিয়াম – হরেক ব্র্যান্ডের স্মার্টফোনে থাকছে আকর্ষণীয় অফার! তালিকায় রয়েছে অ্যাপল, স্যামসাং, রিয়েলমি, ওপ্পো-সহ আরও বিভিন্ন সংস্থার হ্যান্ডসেট। পাশাপাশি এই প্ল্যাটফর্মে স্ক্রিন কেয়ার প্ল্যান, নো কস্ট ইএমআই ইত্যাদি মিলিয়ে ডিসকাউন্টের লম্বা ফিরিস্তি জুড়ে দেওয়া হয়েছে। তবে এই সবের মধ্যেই চমৎকার ছাড় পাওয়া যাচ্ছে অ্যাপল আইফোন ১২ মিনি (Apple iPhone 12 Mini) ফোনে। ২১ নভেম্বর পর্যন্ত এই সেল চালু থাকবে।

অ্যাপল আইফোন ১২ মিনি-র এক্কেবারে বেস মডেল অর্থাৎ ৬৪জিবি স্টোরেজ ক্যাপাসিটির দাম ছাড় দিয়ে ৪৪,৯৯৯ টাকা হয়ে যাচ্ছে। ফোনের অন্যান্য আর দুই স্টোরেজ মডেল অর্থাৎ ১২৮জিবি ও ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে ডিসকাউন্টেড পরে দাম হচ্ছে যথাক্রমে ৪৯,৯৯৯ টাকা ও ৫৯,৯৯৯ টাকা। অ্যাপল এই মুহূর্তে মার্কেটে যত হ্যান্ডসেট লঞ্চ করেছে, তাদের মধ্যে সবথেকে ছোট হল এই অ্যাপল আইফোন ১২ মিনি। ২০২১ সালে এই ফোনটি লঞ্চ হয়েছিল। সে সময়ে ফোনটির দাম রাখা হয়েছিল ৬৯,৯০০ টাকা। কোনও ডিসকাউন্ট ছাড়া কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটির দাম এই মুহূর্তে ৫৯,৯০০ টাকা।

যদিও এই প্রাইস কাট ২১ নভেম্বর পর্যন্ত উপলব্ধ হলেও, এই আইফোন ১২ মিনি ফোনটি আপনি যদি পরবর্তীতে ফ্লিপকার্ট থেকেই কিনতে আগ্রহ প্রকাশ করেন, তাহলে এই ই-কমার্স প্ল্যাটফর্মের তরফ থেকে ২,০০০ টাকা ছাড় দেওয়া হবে। এই ২,০০০ টাকা ছাড় পাওয়া যাবে যে কোনও নামজাদা ব্যাঙ্কের ডেবিট অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করে। পাশাপাশি গ্রাহকরা ৫ শতাংশ অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড-এর মাধ্যমে। অফারের এখানেই শেষ নয়। এর পরেও আপনি যদি পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে নিজেকে একটি iPhone 12 Mini মডেলে আপগ্রেড করে নিতে চান, তাহলে আরও অতিরিক্ত ১৪,২৫০ টাকা ছাড় পেয়ে যাবেন।

আইফোন ১২ মিনি স্পেসিফিকেশনস, ফিচার্স –

  • ২০২১ সালের অক্টোবরে এই ছোট্ট ফোনটি লঞ্চ করেছিল অ্যাপল। ৫.৪ ইঞ্চির একটি OLED সুপার রেটিনা XDR ডিসপ্লে রয়েছে ফোনটিতে। পারফরম্যান্সের জন্য রয়েছে একটি A14 Bionic চিপসেট, যা আইফোন ১২ লাইন-আপের প্রায় প্রতিটি ফোনেই দিয়েছে অ্যাপল।
  • ব্যাক ক্যামেরায় থাকছে একটি ১২ মেগাপিক্সেল সেন্সর, যাতে অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা OIS ফিচার দেওয়া হয়েছে। এই প্রাইমারি ক্যামেরার অ্যাপার্চার এফ/১.৮ এবং এটি 2X অপ্টিক্যাল জুম সাপোর্ট করবে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে একটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, যার অ্যাপার্চার এফ/২.২। এই সেলফি সেন্সর ট্রু ডেপথ ফিচার সাপোর্ট করে।
  • ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্টের জন্য ফোনটি IP68 রেটিং পেয়েছে। সফ্টওয়্যারের দিক থেকে লেটেস্ট iOS 15 অপারেটিং সিস্টেম সাপোর্ট করবে ফোনটি। আইফোন ১২ মিনি-র মোট ছয়টি কালার অপশন রয়েছে – নীল, সবুজ, বেগুনি, কালো, লাল এবং সাদা।

আরও পড়ুন: Apple iPad: ভয়ংকর প্লেন ক্র্যাশ! আইপ্যাড-এর সিগন্যালে প্রাণ বাঁচল বাবা-মেয়ের

আরও পড়ুন: ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, রিভার্স চার্জিং সাপোর্ট-সহ দুর্দান্ত ৫জি স্মার্টফোন লঞ্চ করল ভিভো, দাম ও ফিচার্স জেনে নিন

আরও পড়ুন: ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং-এর দুর্ধর্ষ ওপ্পো ৯৫ লঞ্চ হল, দাম কত?