AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nothing Phone (1)-এ 6,500 টাকা ডিসকাউন্ট দিচ্ছে Flipkart, এখনই না কিনলে আর কখন?

Flipkart Offer On Nothing Phone (1): Flipkart-এ এই মুহূর্তে Nothing Phone (1)-এর 8GB+128GB মডেলটির ছাড়ের পরে দাম  27,499 টাকা। আবার ফোনটির 8GB+256GB এবং 12GB+256GB স্টোরেজ মডেল দুটির দাম যথাক্রমে 30,400 টাকা এবং 32,499 টাকা।

Nothing Phone (1)-এ 6,500 টাকা ডিসকাউন্ট দিচ্ছে Flipkart, এখনই না কিনলে আর কখন?
এমন ছাড় কিন্তু পরে আর পাবেন না!
| Edited By: | Updated on: Nov 20, 2022 | 5:51 PM
Share

Nothing Phone (1) Discount: এই তো কবে লঞ্চ হল। এর মধ্যেই আবার দামও কমে গেল Nothing Phone (1)-এর। Flipkart থেকে আপনি যদি ফোনটি ক্রয় করেন, তাহলে 1,500 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন। এমনিতে এই ফোনের দাম 33,999 টাকা (বেস প্রাইস)। এখন সেই ফোনই আপনি ফ্লিপকার্টে পেয়ে যাবেন 27,499 টাকায়। আপনি যদি Nothing Phone (1) ক্রয় করার পরিকল্পনা করে থাকেন, তাহলে এর থেকে ভাল সময় আর আসবে না!

এক্সচেঞ্জ অফার

Flipkart-এ এই মুহূর্তে Nothing Phone (1)-এর 8GB+128GB মডেলটির ছাড়ের পরে দাম  27,499 টাকা। আবার ফোনটির 8GB+256GB এবং 12GB+256GB স্টোরেজ মডেল দুটির দাম যথাক্রমে 30,400 টাকা এবং 32,499 টাকা। তবে ছাড়ের এখানেই শেষ নয়। এরপরেও আবার থাকছে এক্সচেঞ্জ অফার। পুরনো ফোন বদলে আপনি যদি নিজেকে একটি নতুন Nothing Phone (1)-এ আপগ্রেড করিয়ে নিয়ে চান, তাহলে পেয়ে যাবেন 16,799 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট। ফলে, তিনটে ভ্যারিয়েন্টের দাম দাঁড়াবে যথাক্রমে 10,700 টাকা, 13,601 টাকা এবং 15,700 টাকা।

ব্যাঙ্ক অফার

এতসব অফারের পরেও আবার রয়েছে ব্যাঙ্কের তরফে ডিসকাউন্ট। ফেডার‌্যাল ব্যাঙ্কের ক্রেডিট অথবা ডেবিট কার্ড ব্যবহার করে এই ফোন ক্রয় করলে আপনি পেয়ে যাবে 10% বা 1,500 টাকা পর্যন্ত ছাড়। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারে আপনি পেয়ে যাবেন 1250 টাকা পর্যন্ত ছাড়। শুধু তাই নয়। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড ব্যবহারকারীরাও মোটা টাকা ক্যাশব্যাক হিসেবে পেয়ে যাবেন।

EMI অপশন

এছাড়াও এই স্মার্টফোন আপনি খুব সহজ কিছু EMI অপশনে ক্রয় করতে পারেন। যার মধ্যে স্ট্যান্ডার্ড ও নো কস্ট- দুই ধরনের EMI অপশনই রয়েছে। নো কস্ট EMI অপশনে এই ফোনটি আপনি প্রতি মাসে 4,584 টাকা খরচ করে ক্রয় করতে পারবেন। পাশাপাশি যাঁরা Nothing Phone (1) ক্রয় করবেন, তাঁরা ডিসকভারি প্লাস সাবস্ক্রিপশনে 25% ছাড় পেয়ে যাবেন।

Nothing Phone (1): কেন কিনবেন

Nothing Phone (1)-এর দুটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে- সাদা এবং কালো। অত্যাধুনিক গ্লিফ ইন্টারফেস দেওয়া হয়েছে ফোনটিতে। 6.55 ইঞ্চির ফুল HD+ OLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 60Hz থেকে 120 Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনের স্ক্রিনটি HDR10+ এবং কর্নিং গোরিলা গ্লাস 5 দ্বারা সুরক্ষিত।

এই Nothing স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778+ অক্টা-কোর প্রসেসর। ফোনের পিছনে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা আবার ফ্ল্যাগশিপ Sony IMX766 সেন্সর রয়েছে। নাইট মোড এবং সিন ডিটেকশন দুই ফিচারই রয়েছে ফোনের ক্যামেরা সেটআপে।

সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটির সামনে রয়েছে একটি 16MP ফ্রন্ট ফেসিংসেন্সর। চমৎকার একটি ব্যাটারি রয়েছে, যার সাহায্যে একবার চার্জেই Nothing Phone (1) লাগাতার 18 ঘণ্টা ব্যবহার করা যেতে পারে এবং দুই দিনের স্ট্যান্ডবাই টাইম দিতে পারে। ফাস্ট চার্জিং সাপোর্টেড এই ফোনটি মাত্র আধ ঘণ্টার চার্জে 50% চার্জড আপ হয়ে যায়।