Phone Hang Solution: কাজের সময় বারবার ফোন হ্যাং? ঝঞ্ঝাট থেকে মুক্তি মিলবে এই টিপসে
Mobile Hang Solution Tips: অনেক সময় অনলাইনে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রেও ফোনটি হঠাৎই হ্যাং (Hang) হয়ে যায়। আপনাকেও যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, তবে তা থেকে এখনই মুক্তি পাবেন এই বিশেষ কিছু টিপস (Tips) মেনে চললে।
Phone Hang Solution Tips: স্মার্টফোন হ্যাং হয়ে যাওয়ার সমস্যায় অনেককেই ভুগতে হয়। বিশেষ করে দরকারি কোনও কাজ করার সময় স্মার্টফোনটি কাজ করা বন্ধ করে দিলে, তার থেকে বিরক্তিকর আর কিই বা হতে পারে! আবার অনেক সময় অনলাইনে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রেও ফোনটি হঠাৎই হ্যাং (Hang) হয়ে যায়। আপনাকেও যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, তবে তা থেকে এখনই মুক্তি পাবেন এই বিশেষ কিছু টিপস (Tips) মেনে চললে। এর সাহায্যে আপনার স্মার্টফোন (Smartphone) হ্যাং হয়ে গেলেও তা চিরতরে ঠিক করা যায়। এর সাহায্যে আপনি ঘরে বসেই আপনার স্মার্টফোন ঠিক করতে পারবেন।
অ্যাপ আনইন্সটল করুন:
স্মার্টফোন হ্যাং হওয়ার পেছনে অ্যাপসই প্রধান কারণ। আপনি প্রয়োজনে অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাপ ইন্সটল করেন, কিন্তু দীর্ঘদিন ধরে সেই অ্যাপের কোন ব্যবহার করেন না। আবার ফোনে অনেক ধরনের অ্যাপ রেখে দেন যেগুলি কখনওই ব্যবহার করেন না, সেক্ষেত্রে আপনার স্মার্টফোনটির স্টোরেজ ক্ষমতা কমে যায় এবং ক্রমাগত হ্যাং হতে থাকে। তাই যে অ্যাপগুলি আপনি একেবারেই ব্যবহার করেন না, সেগুলিকে আনইন্সটল করে ফেলুন। এতে আপনার ফোনের হ্যাং হওয়ার সমস্যা মিটে যাবে।
অপ্রয়োজনীয় ডেটা মুছে ফেলুন:
যে কোনও ফোন হ্যাং হওয়ার প্রধান কারণ হতে পারে ডেটা। আপনি ফোনে অনেক অপ্রয়োজনীয় ডেটা রাখেন। সেই ডেটা গুলি আপনার ফোনের স্টোরেজ ক্ষমতাকে কমিয়ে দেয়। কখনও কখনও কিছু ডেটা আপনার প্রয়োজনীয় নয়। তার পরেও আপনি ফোনে রাখেন। এটি ফোনের কার্যক্ষমতার উপর সরাসরি প্রভাব ফেলে। তাই ফোন হ্যাং হওয়ার সমস্যা থেকে বাঁচতে চাইলে সেই অপ্রয়োজনীয় ডেটা গুলিকে ফোন থেকে মুছে ফেলুন।
মাদারবোর্ডের কারণেও ফোন হ্যাং হয়:
স্মার্টফোনের স্পিড সরাসরি মাদারবোর্ডের সঙ্গে যুক্ত থাকে। এমন পরিস্থিতিতে মাদারবোর্ডের যত্ন নেওয়া খুবই জরুরি। কারণ ফোনের মাদারবোর্ড যত ভাল হবে তার গতিও তত বেশি হবে। মাদারবোর্ডের যত্ন নেওয়ার সহজ উপায় হল, এটিকে আর্দ্রতা বা ভেজা জায়গা থেকে দূরে রাখা।
লাইভ ওয়ালপেপার রাখা থাকলে তা সরিয়ে দিন:
অনেক সময় স্মার্টফোনে লাইভ ওয়ালপেপার ব্য়বহার করেন, যা ফোনকে স্লো করে দেয়। দীর্ঘ সময় ফোনে লাইভ ওয়ালপেপার সেট থাকলে, ফোন হ্যাং করতে পারে। তাই ফোনে লাইভ ওয়ালপেপার রাখবেন না। তার পরিবর্তে ওয়ালপেপারে কোনও ছবি ব্যবহার করুন।