Google Pixel 7 Pro স্মার্টফোন ফ্লিপকার্টে মিলবে জলের দরে, ফিচার সামনে আসতেই হুড়োহুড়ি ক্রেতাদের
Google Pixel 7 Pro Price: Google Pixel 7 Pro-তে এই অফারটি দেওয়া হচ্ছে। আপনি ই-কমার্স সাইট Flipkart থেকে কম দামে কিনতে পারবেন। এতে আপনি ক্যাশব্যাক অফারও পাবেন। ফলে Google Pixel 7 Pro ফোনটি মাত্র 24,900 টাকায় কিনতে পারবেন।
Google চলতি বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে Pixel 8 সিরিজ চালু করার প্রস্তুতি নিচ্ছে। আর তার আগেই কোম্পানি তার Pixel 7 Pro ফোনে বিশাল ডিসকাউন্ট দিচ্ছে। এতে আপনি অর্ধেকেরও কম দামে Google Pixel 7 Pro কিনতে পারবেন। Google Pixel 7 Pro-তে এই অফারটি দেওয়া হচ্ছে। আপনি ই-কমার্স সাইট Flipkart থেকে কম দামে কিনতে পারবেন। এতে আপনি ক্যাশব্যাক অফারও পাবেন। ফলে Google Pixel 7 Pro ফোনটি মাত্র 24,900 টাকায় কিনতে পারবেন। Google Pixel 7 Pro-তে কী কী অফার রয়েছে জেনে নেওয়া যাক।
Google Pixel 7 Pro-এ অফার:
Google Pixel 7 Pro ই-কমার্স সাইট Flipkart-এ 74,999 টাকার উপর সরাসরি 14,000 টাকার ডিসকাউন্ট দিয়ে তালিকাভুক্ত করা হয়েছে। আপনি যদি এই ফোনটি HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে কিনতে চান, তবে 500 টাকার ক্যাশব্যাক অফার পাবেন। এক্সচেঞ্জ অফারে আপনি Google Pixel 7 Pro-তে 37,100 টাকা ছাড়ও পাবেন, যার পরে Google Pixel 7 Pro ফোনটির দাম হবে মাত্র 37,300 টাকা।
এর পাশাপাশি, আপনি যদি Google ইয়ারবাডসও কেনেন, তাহলে Google Pixel 7 Pro-তে 25 শতাংশেরও বেশি ডিসকাউন্ট পাবেন। তারপরে এই ফোনটি মাত্র 27,975 টাকায় কিনতে পারবেন। এই অফার ছাড়াও, আপনি HDFC ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে EMI করলে 5000 টাকা ছাড় পেয়ে যাবেন। তারপরে আপনি Google Pixel Pro কিনতে পারবেন মাত্র 22,975 টাকায়।
Pixel 7 Pro-এর ফিচার:
Pixel 7 Pro একটি 6.7 ইঞ্চি ডিসপ্লে সহ একটি ট্রিপল ক্যামেরা রয়েছে। Pixel 7 Pro একটি আপগ্রেড টেলিফটো ক্যামেরা রয়েছে। Pixel 7 এবং Pixel 7 Pro এর ফ্রন্ট ক্যামেরা ফেস আনলক ফিচার পাবেন। এই দু’টি ফোনেই ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।
Google Pixel 7 Pro-এর ক্যামেরা সেটআপের কথা বললে, এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপের প্রথম ক্যামেরা 50MP, দ্বিতীয় ক্যামেরা 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং তৃতীয় ক্যামেরা 48MP টেলিফটো সেন্সর সহ। সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনটিতে 10.8MP ফ্রন্ট ক্যামেরাও রয়েছে। Pixel 7 Pro-তে একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।