iPhone 14 Series: আইফোন ১৩ সিরিজ লঞ্চের আগেই আইফোন ১৪ সিরিজ লঞ্চের গুঞ্জন!
iPhone 14 Series: আগামী ১৪ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে আইফোন ১৩ সিরিজ। তার আগেই আইফোন ১৪ সিরিজ লঞ্চ নিয়ে গুঞ্জন। কবে আসতে পারে অ্যাপেলের আরও একটি নতুন স্মার্টফোন সিরিজ?
আগামী ১৪ সেপ্টেম্বর আইফোন ১৩ সিরিজ লঞ্চ করতে চলেছে অ্যাপেল কর্তৃপক্ষ। কিন্তু এর মাঝেই শোনা গেল নতুন খবর। আগামী বছর অর্থাৎ ২০২২ সালে নাকি লঞ্চ হতে পারে আইফোন ১৪ সিরিজ। আর সেই সিরিজে থাকতে পারে আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোন। এই ফোনের সম্ভাব্য ফিচার নিয়ে এর মধ্যেই অনলাইনে আলোচনা শুরু করে দিয়েছেন এক টিপস্টার। জানা গিয়েছে, ওই টিপস্টারের নাম জন প্রোসের।
এখানেই শেষ নয়। শোনা গিয়েছে, আইফোন ১৪ প্রো ম্যাক্স নিয়ে যা আলোচনা হচ্ছে তা নাকি কনসেপ্ট ডিজাইনার Ian Zelbo প্রকাশ করেছেন। সূত্রের খবর, অ্যাপল থেকে সংগৃহীত ছবি এবং পরিকল্পনার ভিত্তিতে কনসেপ্ট ডিজাইনার Ian Zelbo এই সমস্ত রেন্ডার তৈরি করেছেন। আর আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলের ডিজাইন সুনির্দিষ্ট করেছেন। যদিও এই প্রসঙ্গে অ্যাপেল সংস্থার তরফে এখনও কিছুই জানানো হয়নি। এমনকি আইফোন ১৩ সিরিজে যে চারটি মডেল লঞ্চ হতে পারে, সেই প্রসঙ্গেও নিশ্চিত ভাবে এখনও কিছু জানাননি অ্যাপেল কর্তৃপক্ষ।
আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেল সম্পর্কে কী কী তথ্য অনলাইনের মাধ্যমে প্রকাশ্যে এসেছে, সেগুলো দেখে নেওয়া যাক-
- আইফোন ১৪ সিরিজে অর্থাৎ আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলে ডিসপ্লে নচের পরিবর্তে থাকতে পারে হোল-পাঞ্চ ডিজাইন। এই সিরিজে আইফোন ১৪ প্রো মডেলও থাকারও সম্ভাবনা রয়েছে। আইফোন ১৪ সিরিজের ফোনে আন্ডার ডিসপ্লে ফেস আইডি টেকনোলজি থাকতে পারে। বায়োমেট্রিক অথেনটিকেশনের জন্য এই ফিচার থাকার সম্ভাবনা রয়েছে আইফোন ১৪ সিরিজের স্মার্টফোনে।
- আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলের ব্যাক প্যানেলে কোনও ক্যামেরা বাম্প না থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে অনলাইনে ফাঁস হওয়া রেন্ডার থেকে। এক্ষেত্রে সংস্থা পুরু chassis ব্যবহার করতে পারে। যার সাহায্যে ফোনের পিছনের অংশের সঙ্গে ক্যামেরা মডিউলে সামঞ্জস্য বজায় থাকবে। আইফোন ৪- এর সঙ্গে ডিজাইনে মিল থাকতে পারে এই ফোনের।
- আইফোন ৪ এবং আইফোন ৫- এ ছিল রাউন্ডেড বা গোলাকার ভলিউম বাটন। সেই রকমই ভলিউম বাটন আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলেও দেখা যেতে পারে।
- আইফোন ১৪ সিরিজে রেগুলার আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ ম্যাক্স, আইফোন ১৪ প্রো ম্যাক্স— এই চারটি মডেল থাকতে পারে। এর মধ্যেই আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স— এই দুই ফোনে আন্ডার ডিসপ্লে ফেস আইডি টেকনোলজি থাকতে পারে। অন্যদিকে, রেগুলার আইফোন ১৪ এবং আইফোন ১৪ ম্যাক্স ফোনে ফেস আইডি অথবা টাচ আইডি সাপোর্ট থাকতে পারে। আইফোন ১৪ ম্যাক্স মডেলে ৬.৭ ইঞ্চির ডিসপ্লেও থাকার সম্ভাবনা রয়েছে।
- আইফোন ১২ এবং ১৩— দুই সিরিজেই রয়েছে ‘মিনি’ ভ্যারিয়েন্ট। সম্ভবত আইফোন ১৪ সিরিজই প্রথম যেখানে ‘মিনি’ মডেল থাকবে না।
আরও পড়ুন- লঞ্চের আগে একনজরে দেখে নিন আইফোন ১৩ সিরিজের সম্ভাব্য বিভিন্ন ফিচার