iPhone SE 2022: বছরের প্রথম আইফোনের দাম শুনলে অবাক হবেন! আসছে ৮ মার্চ…

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 28, 2022 | 2:48 PM

Most Affordable iPhone: এ যাবৎকালের সবথেকে কম দামের আইফোন লঞ্চ হতে চলেছে। সেই আইফোন এসই থ্রি মডেলের সম্ভাব্য দাম ও ফিচার্স সম্পর্কে জেনে নিন।

iPhone SE 2022: বছরের প্রথম আইফোনের দাম শুনলে অবাক হবেন! আসছে ৮ মার্চ...
প্রতীকী ছবি।

Follow Us

২০২০ সালে অ্যাপল তার দ্বিতীয় প্রজন্মের আইফোন এসই (iPhone SE) মডেল লঞ্চ করেছিল। দু’বছর হতে চলল। তারপর থেকে আইফোন এসই-র কোনও সাকসেসর মডেল এখনও পর্যন্ত ভারত-সহ বিশ্ববাজারে আসেনি। সেই অপেক্ষারই অবসান হতে চলেছে শেষমেশ। সূত্রের খবর, ৮ মার্চ একটি ইভেন্টের মাধ্যমে পরবর্তী প্রজন্মের আইফোন এসই মডেলের পর্দা উন্মোচিত হবে। আর সেই ফোনের নাম হতে পারে আইফোন এসই থ্রি (iPhone SE 3) বা আইফোন এসই ২০২২ (iPhone SE 2022)। তবে শুধু এই ফোনটিই নয়। সেই সঙ্গে ৮ মার্চ লঞ্চ হতে পারে নতুন আইপ্যাড এয়ার। এদিকে সম্প্রতি একটি নতুন লিক থেকে আইফোন এসই থ্রি মডেলের দাম সম্পর্কেও জানা গিয়েছে, যা শুনলে সত্যিই অবাক হতে হয়।

আইফোন এসই ২০২২ দাম (সম্ভাব্য)

অ্যানালিস্ট জন ডোনোভান জানিয়েছেন যে, আসন্ন এই আইফোন এসই ২০২২ বা আইফোন এসই থ্রি মডেলের দাম হতে পারে ৩০০ মার্কিন ডলার বা ২২,৬৮৭ টাকা। আর তাই যদি হয়, তাহলে আইফোন এসই (২০২০) মডেলের থেকেও সস্তা হতে চলেছে এই আইফোন এসই (২০২২) মডেলটি। যদিও অন্যান্য একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে যে, ভারতে সেই মডেলের দাম এতটা কম হওয়ার সম্ভাবনা প্রায় নেই। সূত্রের খবর, ভারতে সেই আইফোন এসই মডেলটির দাম ৪০,০০০ টাকা বা তার সামান্য কিছুটা কম হতে পারে। অন্য দিকে ডেটা অ্যানালিস্ট ড্যানিয়েল আইভস বিশ্বাস করেন যে, আসন্ন আইফোন এসই থ্রি মডেলটি বিশ্বের সমস্ত প্রান্তেই ৩০০ মার্কিন ডলার দাম রাখা হতে পারে অর্থাৎ ভারতে ২২,৬৮৭ টাকার আশপাশেই হবে তার দাম।

আইফোন এসই ২০২২ স্পেসিফিকেশনস (সম্ভাব্য)

নতুন আইফোন এসই মডেলের ডিজ়াইন অনেকটা আগের প্রজন্মের মতোই হতে চলেছে। সেই স্মার্টফোনে একটি ৪.৭ ইঞ্চির রেটিনা ডিসপ্লে দেওয়া হতে পারে। পাশাপাশি থাকছে একটি টাচআইডি হোম বাটন। পারফর্ম্যান্সের জন্য আইফোন এসই ২০২২ মডেলে অ্যাপলের নিজস্ব এ১৫ বায়োনিক চিপসেট দেওয়া হবে এবং সফ্টওয়্যারের দিক থেকে সেটি আইওএস ১৫ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে। জল্পনা এ-ও চলছে যে, নতুন আইফোন এসই ২০২২ মডেলে ৫জি কানেক্টিভিটিও দেওয়া হতে পারে।

আইপ্যাড এয়ার (পঞ্চম প্রজন্ম)

আইফোন এসই-র পাশাপাশিই কুপার্টিনোর এই কোম্পানিটি একটি নতুন আইপ্যাড এয়ারও লঞ্চ করতে পারে সেই ৮ মার্চের ইভেন্টে। আসন্ন সেই আইপ্যাড এয়ার সম্পর্কিত বেশির ভাগ তথ্যই অনেকের জানা। কারণ, আগের প্রজন্মের থেকে নতুন আইপ্যাড এয়ার মডেলটি সামান্য কিছু আপগ্রেডেশন পেতে চলেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল তার প্রসেসর – অ্যাপলের নিজস্ব এ১৫ বায়োনিক চিপসেট। সেই ট্যাবলেটে থাকতে পারে ৫জি কানেক্টিভিটিও।

আরও পড়ুন: ভারতে আসছে পোকো এম৪ প্রো ৪জি স্মার্টফোন, কবে লঞ্চ? কী কী ফিচার থাকতে পারে জেনে নিন

আরও পড়ুন: স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর যুক্ত কোন কোন ফোন ভারতে কিনতে পারবেন? রইল তালিকা

আরও পড়ুন: মার্চ মাসে ভারতে লঞ্চ হতে পারে কোন কোন স্মার্টফোন? রইল সম্ভাব্য তালিকা

Next Article