iQOO 9 Series Launched In India: চমৎকার তিনটি স্মার্টফোন নিয়ে ভারতে এল আইকিউওও ৯ সিরিজ়, দাম ও ফিচার্স জেনে নিন

iQOO 9, iQOO 9 Pro, iQOO 9 SE Price And Specifications: ভারতে লঞ্চ হল আইকিউওও ৯, আইকিউওও ৯ প্রো এবং আইকিউওও ৯ এসই। দাম ও ফিচার্স জেনে নিন।

iQOO 9 Series Launched In India: চমৎকার তিনটি স্মার্টফোন নিয়ে ভারতে এল আইকিউওও ৯ সিরিজ়, দাম ও ফিচার্স জেনে নিন
আইকিউওও ৯ প্রো।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 25, 2022 | 1:18 PM

এবার ভারতের বাজারেও চলে এল দীর্ঘ প্রতিক্ষিত আইকিউওও ৯ সিরিজ় (iQOO 9 Series)। এই প্রথম বা ভারতে আইকিউওও কোনও প্রিমিয়াম স্মার্টফোন সিরিজ় লঞ্চ করল, যার তিনটি ফোনই ভিন্ন প্রাইস ক্যাটেগরির। ভারতে আইকিউওও ৯ সিরিজ়ের দাম শুরু হচ্ছে ৩৩,৯৯০ টাকা থেকে। এই সিরিজ়ে মোট তিনটি স্মার্টফোন রয়েছে, যার মধ্যে সবথেকে কম দামের হল আইকিউওও ৯ এসই (iQOO 9 SE)। এই ফোনে দেওয়া হয়েছে একটি স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। এদের মধ্যে সবথেকে দামি ফোনটি হল, আইকিউওও ৯ প্রো (iQOO 9 Pro), যাতে পারফর্ম্যান্সের জন্য রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। ভারতে লঞ্চ হওয়া আইকিউওও ৯ সিরিজ়ের প্রতিটি ফোনের দাম ও ফিচার্স সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

আইকিউওও ৯ সিরিজ়ের ভারতে দাম

আইকিউওও ৯ সিরিজ়ে ভারতে যে তিনটি ফোন লঞ্চ করা হয়েছে, সেগুলি হল আইকিউওও ৯, আইকিউওও ৯ প্রো এবং আইকিউওও ৯ এসই। এদের মধ্যে আইকিউওও ৯ প্রো দুটি ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। ফোনটির ৮জিবি র‌্যাম ও ২৫৬জিবি স্টোরেজ মডেলের দাম ভারতে ৬৪,৯৯০ টাকা। আবার ফোনটির ১২জিবি র‌্যাম ও ২৫৬জিবি স্টোরেজ মডেলের দাম ভারতে ৬৯,৯০০ টাকা। অন্য দিকে আইকিউওও ৯ ফোনটির ৮জিবি র‌্যাম ও ১২৮জিবি সিঙ্গেল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে ৪২,৯৯০ টাকা। আবার আইকিউওও ৯ এসই ফোনটির দাম ৮জিবি র‌্যাম ও ১২৮জিবি স্টোরেজ মডেলের দাম ভারতে ৩৩,৯৯০ টাকা। ২৩ ফেব্রুয়ারি থেকে অ্যামাজনে এই তিনটি ফোনের প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে। কেবল আইকিউওও ৯ এসই ফোনটি প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হবে ২ মার্চ থেকে।

আইকিউওও ৯ এবং আইকিউওও ৯ প্রো ফিচার্স, স্পেসিফিকেশনস

আইকিউওও ৯ ফোনটি পারফর্ম্যান্সের দিক থেকে একটি স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস প্রসেসর দ্বারা চালিত হবে। আবার এই ফোনের প্রো ভার্সনে পারফর্ম্যান্সের জন্য একটি স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট দেওয়া হচ্ছে। এই স্ট্যান্ডার্ড মডেলে একটি ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি স্যামসাং ই৫ ওলেড ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্ৎজ়। প্রো ভার্সনেও রয়েছে একই ডিসপ্লে তবে তাতে কোয়াড এইচডি প্লাস ১০ বিট এলটিপিও ২.০ স্ক্রিন থাকছে যার টাচ স্যাম্পলিং রেট ৩৬০ হার্ৎজ়।

রিয়ার ক্যামেরা সেটআপের দিক থেকে দুটি ফোনে কিছু পার্থক্য রয়েছে। এদের মধ্যে আইকিউওও ৯ ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি সেন্সর ৪৮ মেগাপিক্সেল আইএমএক্স৫৯৮ এবং ওআইএস সাপোর্ট রয়েছে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং আর একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা যা পোর্ট্রেইট ছবি তোলার কাজে লাগবে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।

আইকিউওও ৯ প্রো ফোনেও রয়েছে তিনটি ব্যাক ক্যামেরা। প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে একটি ৫০ মেগাপিক্সেল জিএন৫ সেন্সর, যা গিম্বাল স্টেবিলাইজেশন সাপোর্ট করবে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একি ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং একটি ১৬ মেগাপিক্সেল পোর্ট্রেইট সেন্সর। স্ট্যান্ডার্ড মডেলের মতোই এই মডেলেও রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

রেগুলার আইকিউওও ৯ স্মার্টফোনে একটি ৪,৩৫০এমএএইচ ব্যাটারি। আবার আইকিউওও ৯ প্রো মডেলে একটি ৪,৭০০এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। দুটি ফোনের ব্যাটারিই ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে প্রো মডেলে সেই সঙ্গেই আবার ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিংও থাকছে। এছাড়াও দুটি ফোনে বায়োমেট্রিক সিকিওরিটির জন্য আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

আইকিউওও ৯ এসএই ফিচার্স, স্পেসিফিকেশনস

আইকিউওও ৯ সিরিজ়ের তৃতীয় মডেল অর্থাৎ আইকিউওও ৯এসই ফোনে একটি ৬.৬২ ইঞ্চির এফএইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্ৎজ় এবং টাচ স্যাম্পলিং রেট ৩০০ হার্ৎজ়। পারফর্ম্যান্সের জন্য এই ফোনে একটি স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপস্টে দেওয়া হয়েছে। রয়েছে ডুয়াল স্পিকার্স এবং একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। শক্তিশালী ৪,৫০০এমএএইচ ব্যাটারি রয়েছে এই ফোনে, যা ৬৬ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সফ্টওয়্যার হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্স।

অপ্টিক্সের দিক থেকে আইকিউওও ৯ এসই মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে রয়েছে একটি ৪৮ মেগাপিক্সেল আইএমএক্স৫৯৮ সনি সেন্সর, যা অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশন বা ওআইএস সাপোর্ট করবে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর এবং আর একটি ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ডুয়াল স্টিরিও স্পিকার্স এবং একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এই ফোনে।

আরও পড়ুন: হরেক ব্র্যান্ডের স্মার্টফোন ও স্মার্টটিভিতে কমপক্ষে ৫০০০ টাকা ছাড়! শুরু হল অ্যামাজনের বিশেষ সেল

আরও পড়ুন: অ্যামাজনে আইফোন ১৩- র দামে ১১ হাজার টাকা ছাড়! ভ্যানিলা মডেলের তিনটি স্টোরেজেই প্রযোজ্য এই অফার

আরও পড়ুন: ভারতে লঞ্চ হয়েছে মোটরোলা এজ ৩০ প্রো, ব্যবহার করা যাবে ওয়েবক্যাম হিসেবেও

দেশে একসঙ্গে চালু হবে ৩ সেমিকন্ডাক্টর কারখানা
দেশে একসঙ্গে চালু হবে ৩ সেমিকন্ডাক্টর কারখানা
বিচ্ছেদের জল্পনা উষ্কে দিল মালাইকার এই পোস্ট, কী এমন লিখলেন...
বিচ্ছেদের জল্পনা উষ্কে দিল মালাইকার এই পোস্ট, কী এমন লিখলেন...
আপনার ই-মেলের পাসওয়ার্ড হ্যাকাররা পেয়ে গেলে কী হবে ভাবুন তো
আপনার ই-মেলের পাসওয়ার্ড হ্যাকাররা পেয়ে গেলে কী হবে ভাবুন তো
সোশ্যাল মিডিয়ায় তাঁর স্তন ক্যানসারের খবর জানিয়েছিলেন অভিনেত্রী হিনা
সোশ্যাল মিডিয়ায় তাঁর স্তন ক্যানসারের খবর জানিয়েছিলেন অভিনেত্রী হিনা
ব্যাঙ্কিংয়ে মহাবিপদ, অ্যাকাউন্টে ‘আশঙ্কা’
ব্যাঙ্কিংয়ে মহাবিপদ, অ্যাকাউন্টে ‘আশঙ্কা’
রাত বিরেতে হাতে লাঠি নিয়ে অভিনেতা ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়,
রাত বিরেতে হাতে লাঠি নিয়ে অভিনেতা ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়,
বেহাল জনপদ, জবরদখল শহর! দায় কার? কী হবে হকারদের ভবিষ্যৎ?
বেহাল জনপদ, জবরদখল শহর! দায় কার? কী হবে হকারদের ভবিষ্যৎ?
লাদাখে দুর্ঘটনার কবলে 'অজেয়', মৃত্যু ৫ সেনা জওয়ানের
লাদাখে দুর্ঘটনার কবলে 'অজেয়', মৃত্যু ৫ সেনা জওয়ানের
চিকিৎসকের অকাল মৃত্যু, ময়নাতদন্ত না করেই তড়িঘড়ি দাহ করা হল কেন?
চিকিৎসকের অকাল মৃত্যু, ময়নাতদন্ত না করেই তড়িঘড়ি দাহ করা হল কেন?
কারা কারা এলেন রুক্মিনীর জন্মদিনের বিশেষ পার্টিতে?
কারা কারা এলেন রুক্মিনীর জন্মদিনের বিশেষ পার্টিতে?