iQoo Neo Series: নতুন ফ্ল্যাগশিপ সিরিজ নিয়ে আসছে আইকিউওও, ২০ ডিসেম্বর লঞ্চ হতে পারে নিও ৫এস, নিও ৫ এসই

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 10, 2021 | 6:44 PM

iQoo Neo 5s And iQoo Neo 5 SE: নতুন ফ্ল্যাগশিপ সিরিজ নিয়ে আসছে ভিভোর সাবব্র্যান্ড আইকিউওও। সেই সিরিজে থাকছে দুটি ফোন। তাদের ফিচার্স ও স্পেসিফিকেশনস জেনে নিন।

iQoo Neo Series: নতুন ফ্ল্যাগশিপ সিরিজ নিয়ে আসছে আইকিউওও, ২০ ডিসেম্বর লঞ্চ হতে পারে নিও ৫এস, নিও ৫ এসই
ছবি সৌজন্যে:ওয়েইবো

Follow Us

আইকিউওও নিও সিরিজ (iQoo Neo Series) খুব শিগগিরই লঞ্চ করতে চলেছে। চিনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে একটি পোস্ট থেকে এমনই খবর জানা গিয়েছে। তবে সেই দিন কোন কোন মডেল কোম্পানি লঞ্চ করবে, তা নিয়ে কোনও নিশ্চিত বার্তা এখনও পর্যন্ত মেলেনি।

তবে মনে করা হচ্ছে সেই দিন লঞ্চ হতে পারে আইকিউওও নিও ৫এস (iQoo Neo 5s)। আসন্ন এই ফ্ল্যাগশিপ সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফোন হতে পারে এটি। এই ফোনে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর এবং AMOLED ডিসপ্লে ও একটি পাঞ্চ-হোল ডিজাইন। নিও ৫এস ছাড়াও এই সিরিজে থাকতে পারে আইকিওও নিও ৫ এসই নামক আর একটি ফোন (iQoo Neo 5 SE)। তবে কোম্পানির তরফ থেকে নিশ্চিত ভাবে জানানো হয়েছে যে, এই ফ্ল্যাগশিপ সিরিজের প্রতিটি মডেলই লেটেস্ট OriginOS আউট অফ দ্য বক্স দ্বারা চালিত হবে।

ওয়েইবোতে একটি টিজার পোস্ট করা হয়েছে। সেই টিজারেই ভিভোর সাবব্র্যান্ড আইকিউওও-র তরফ থেকে ঘোষণা করা হয়েছে, চিনেই আপাতত লঞ্চ করা হবে এই iQoo ফোনটি। যদিও ডিভাইসগুলির নাম এখনও পর্যন্ত কোম্পানির তরফ থেকে কনফার্ম করা হয়নি। তবে সেই টিজারে আসন্ন ফোনগুলিতে OriginOS Ocean UI অপারেটিং সিস্টেমের উপস্থিতির কথা জানিয়েছে আইকিউওও কর্তৃপক্ষ। প্রসঙ্গত, এই কাস্টম স্কিন খুব সম্প্রতি লঞ্চ করা হয়েছে ভিভোর অরিজিনাল OriginOS-এর আপগ্রেডেড ভার্সন হিসেবে।

আইকিউওও নিও ৫এস স্পেসিফিকেশনস (সম্ভাব্য)

নতুন সিরিজের অন্যতম সেরা ফোন হতে চলেছে এটি। গত সপ্তাহেই এই ফোনটি হাজির হয়েছিল ওয়েইবোতে। সেখানে দেখা গিয়েছিল, ফোনে একটি হোল-পাঞ্চ ডিসপ্লে ডিজাইন রয়েছে। পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা হতে পারে ৮জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮জিবি পর্যন্ত স্টোরেজের সঙ্গে। এই iQoo Neo 5s ফোনে থাকছে একটি AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০Hz। অত্যন্ত শক্তিশালী একটি ৪,৫০০এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এই আইকিউওও ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে একটি ৪৮ মেগাপিক্সেল Sony IMX598 সেন্সর। এদিকে এর আগে একাধিক মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছিল, আইকিউওও নিও ৫এস ফোনে সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য দেওয়া হতে পারে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর।

আইকিউওও নিও ৫ এসই স্পেসিফিকেশন (সম্ভাব্য)

নিও ৫এস ফোনের পাশাপাশিই এই ফ্ল্যাগশিপ সিরিজে থাকতে পারে একটি আইকিউওও নিও ৫ এসই নামক আর একটি মডেল। জল্পনা চলছে, ২০ ডিসেম্বর এই ফোনটিও লঞ্চ হতে পারে। পারফরম্যান্সের জন্য এই ফোনে দেওয়া হতে পারে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন: Moto G51 5G: ১৪,৯৯৯ টাকায় ভারতে লঞ্চ হল মোটো জি৫১ ৫জি, ১২০Hz ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

আরও পড়ুন: Xiaomi MIX Fold 2: শাওমির ফোল্ডেড মডেলের কিছু তথ্য ফাঁস, লঞ্চ হতে পারে আগামী বছরেই…

আরও পড়ুন: iQoo Neo 5s: আসন্ন এই ফোনের ছবি, স্পেসিফিকেশনস লিক, স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, হোল-পাঞ্চ ডিসপ্লে

Next Article