MIUI 14 এসে গেল আপনার Xiaomi, Redmi ও Poco ফোনের ভোল বদলাতে, নতুন কী ফিচার?

Xiaomi, Redmi এবং Poco স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এসে গেল MIUI 14। কী-কী নতুন ফিচার দেওয়া হয়েছে, কোন-কোন ডিভাইসে সফটওয়্যারটি সাপোর্ট করবে তথা আপডেট পাবে, সেই সব তথ্যগুলি একনজরে দেখে নেওয়া যাক।

MIUI 14 এসে গেল আপনার Xiaomi, Redmi ও Poco ফোনের ভোল বদলাতে, নতুন কী ফিচার?
MIUI 14: একগুচ্ছ শাওমি ফোনের জন্য নতুন সফটওয়্যার আপডেট। প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2022 | 3:17 PM

Xiaomi MIUI 14: দীর্ঘ অপেক্ষার পর Xiaomi, Redmi এবং Poco স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এসে গেল MIUI 14। শাওমি তার এই লেটেস্ট কাস্টম Android স্কিনকে সবথেকে অপ্টিমাইজ় এবং স্ট্রিমলাইন করা MIUI বলে দাবি করছে। এর মধ্যে রয়েছে একাধিক নতুন ফিচার। MIUI 14 কাস্টম স্কিনে কী-কী নতুন ফিচার দেওয়া হয়েছে, কোন-কোন ডিভাইসে সফটওয়্যারটি সাপোর্ট করবে তথা আপডেট পাবে, সেই সব তথ্যগুলি একনজরে দেখে নেওয়া যাক।

MIUI 14: নতুন কী থাকছে এর মধ্যে

MIUI 14-এর আন্ডার-দ্য-হুড পরিবর্তনগুলির মধ্যে রয়েছে কার্নেল-লেভেল অপ্টিমাইজ়েশন, যা CPU এবং GPU কীভাবে কাজ করবে, তা নির্ধারণ করে। সেই সঙ্গেই আবার থাকছে একটু হাল্কা সিস্টেম ফার্মওয়্যার সাইজ় এবং কম পরিমাণে মেমোরি ইউসেজ, যা আমরা হালফিলের প্রায় প্রতিটি MIUI ভার্সনের সঙ্গে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছি।

Xiaomi আরও দাবি করছে, MIUI 14 তার পূর্ববর্তী প্রজন্মের থেকে অন্তত 60% স্মুদার পারফরম্যান্স দেখাতে সক্ষম হবে, ঠিক যেমনটা চায়না-এক্সক্লুসিভ Xiaomi 12S Ultra-এর ক্ষেত্রে দেখা গিয়েছে। তবে এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে, প্রতিটা Xiaomi ফোনের জন্য এমনতর পারফরম্যান্স দেখাতে পারবে না কাস্টম স্কিনটি। অন্যান্য গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে রয়েছে পার্মানেন্ট এবং বিরক্তিকর কিছু নোটিফিকেশন টার্ন অফ করার জন্য একটি বিশেষ টগল। এমন কিছু অ্যাপ থাকে ফোনে, যেগুলি আমরা কালেভদ্রে ব্যবহার করি। সেই অ্যাপগুলির জন্যও অটোমেটিক কম্প্রেশন করার ব্যবস্থা থাকছে এই MIUI 14-এ যাতে ফোনের স্টোরেজে অতিরিক্ত জায়গা খেয়ে না বসে থাকে।

নতুন ফিচারের মধ্যে থাকছে কাস্টমাইজ়েবল ফোল্ডার, যা লার্জার আইকন সাপোর্ট করে। এই বিষয়টি আমরা কিছু দিন আগেই লক্ষ্য করেছিলাম Nothing Phone 1-এ। এছাড়া ফুল এবং পোষ্যের থিমের কিছু ওয়ালপেপারও থাকবে। তবে সফটওয়্যারের গ্লোবাল ভার্সনে পরবর্তী ফিচারটি আসার সম্ভাবনা নেই। থাকছে ডুপ্লিকেট করা ফাইল ম্যানেজার এবং আগের থেকে অনেকটাই পরিণত টেক্সট রিকগনিশন।

Xiaomi আরও দাবি করছে, MIUI 14-এ আরও ভাল প্রাইভেসির জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন এবং লোকাল ডেটা প্রসেসিংয়ের সুবিধা থাকছে। একটি নতুন কন্ট্রোল সেন্টার টগল দেওয়া হচ্ছে, যা ব্যবহারকারীদের বিভিন্ন শাওমি ডিভাইস এবং অ্যাক্সেসারিজ়ের সঙ্গে খুব সহজেই কানেক্ট করতে সাহায্য করবে। এছাড়া এই সফটওয়্যারের চাইনিজ় ভার্সনটিতে ইউজারদের জন্য ফটো শেয়ার এবং 9 জন ব্যক্তির সঙ্গে সাবস্ক্রিপশন শেয়ার করারও অপশন থাকছে।

MIUI 14: কোন কোন ডিভাইস এই আপডেট পাবে

সর্বপ্রথম যে ফোন দুটি MIUI 14 আপডেট পাবে, তারা হল Xiaomi 13 এবং Xiaomi 13 Pro। চলতি সপ্তাহে 14 ডিসেম্বরেই ফোন দুটি লেটেস্ট সফটওয়্যার আপডেট পেয়ে যাবে।

Xiaomi-র অফিসিয়াল আপডেট শিডিউল থেকে জানা গিয়েছে, সমগ্র Xiaomi 12 সিরিজ় ও তার সঙ্গে Xiaomi MIX Fold 2 এই আপডেট পেতে চলেছে 2023 সালের জানুয়ারি মাসে। এই একই সময়ে আবার MIUI 14 আপডেট পেয়ে যাবে Redmi K50 সিরিজ়ও।

এদিকে 2023 সালের এপ্রিল মাসের মধ্যে Xiaomi Pad 5, Pad 5 Pro এবং Pad 5 Pro 12.4 ইঞ্চির ভ্যারিয়েন্টটিও MIUI 14 আপডেট পেয়ে যাবে। পাশাপাশি আরও কিছু সস্তার Redmi Pad-ও এই একই সময় আপডেটটি পেতে চলেছে। আরও একগুচ্ছ Redmi ও Poco স্মার্টফোনে এই লেটেস্ট সফটওয়্যার পৌঁছে যাবে, তবে তার সম্পূর্ণ তালিকা এবং টাইমলাইন সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি।