AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Moto Edge X30: বিশ্বের প্রথম স্মার্টফোন যেখানে থাকবে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর, লঞ্চের আগে প্রকাশ্যে ছবি

শোনা গিয়েছে, আগামী ৯ ডিসেম্বর চিনে লঞ্চ হবে মোটো এজ এক্স৩০ ফোন। আর বিক্রি শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে।

Moto Edge X30: বিশ্বের প্রথম স্মার্টফোন যেখানে থাকবে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর, লঞ্চের আগে প্রকাশ্যে ছবি
ভারতে এই ফোন লঞ্চ হবে কিনা তা জানা যায়নি।
| Edited By: | Updated on: Dec 06, 2021 | 2:18 PM
Share

বিশ্বের প্রথম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর যুক্ত স্মার্টফোন হতে চলেছে মোটো এজ এক্স৩০ ফোন। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহে এই ফোন লঞ্চ হতে চলেছে। আনুষ্ঠানিক লঞ্চের আগে মোটো এজ এক্স৩০ ফোনের ছবি প্রকাশ্যে এসেছে। GSM Arena জানিয়েছে, লেনোভো অধিকৃত সংস্থা মোটোরোলা তাদের আসন্ন ফোন মোটো এজ এক্স৩০ সম্পর্কে বিশেষ কিছু জানায়নি। তবে কোম্পানির এক আধিকারিক এই ফোনের লাইভ ছবি শেয়ার করেছেন বলে শোনা যাচ্ছে। সেখান থেকে মোটো এজ এক্স৩০ ফোনের ডিজাইন এবং লুকস সম্পর্কে কিছুটা আভাস পাওয়া গিয়েছে। slim bezels রয়েছে এই ফোনের ডিসপ্লের চারপাশে। আর ডিসপ্লের উপরের বর্ডার অংশের মাঝ বরাবর রয়েছে পাঞ্চ হোল ডিসপ্লে।

চিনের মাইক্রোব্লগিং সাইট উইবো- তে মোটরোলার আধিকারিক একটি ছোট ভিডিয়ো ক্লিপ শেয়ার করেছেন যেখানে মোটো এজ এক্স৩০ ফোনের স্ক্রিনের স্পেসিফিকেশন বোঝা গিয়েছে। বলা হচ্ছে, এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ। আর এখানে থাকতে পারে HDR10 সাপোর্ট। সেই সঙ্গে থাকতে পারে এক বিলিয়ন রঙ। মোটরোলা সংস্থা অবশ্য নতুন করে মোটো এজ এক্স৩০ ফোনের স্ক্রিন সাইজ বা রেসোলিউশন সম্পর্কে কিছু জানায়নি। তবে এর আগে একবার শোনা গিয়েছে যে এই ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি রেসোলিউশনের ডিসপ্লে থাকতে পারে।

মোটো এজ এক্স৩০ সিরিজের আলট্রা মডেল ছাড়া বাকি ফোন চিনের বাইরেও লঞ্চের সম্ভাবনা রয়েছে বলে শোনা গিয়েছে। এই ফোনের পিছনের অংশ বা ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে আবার ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর (OIS ফিচার সহ), ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর থাকতে পারে। আর ফোনের সামনের ডিসপ্লেতে ৬০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সাহায্যে ৪কে ভিডিয়োও রেকর্ডিং করা সম্ভব হবে।

শোনা গিয়েছে, আগামী ৯ ডিসেম্বর চিনে লঞ্চ হবে মোটো এজ এক্স৩০ ফোন। আর বিক্রি শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে। GSM Arena সূত্রে খবর মোটরোলার ফোন মোটো এজ এক্স৩০ গ্লোবাল মার্কেটে কবে লঞ্চ হবে, আদৌ লঞ্চ হবে কিনা, সে ব্যাপারে কিছু জানাননি মোটোরোলা কর্তৃপক্ষ। ভারতে মোটো এজ এক্স৩০ লঞ্চ হবে কিনা সেটাও জানা যায়নি।

আরও পড়ুন- Moto G31 First Sale: আজ থেকেই মোটো জি৩১ কেনা যাবে, মাত্র ১২৯৯৯ টাকায় সেরার সেরা ফিচার্স

আরও পড়ুন- Realme Smartphones: ফ্লিপকার্টের সেলে একাধিক রিয়েলমি ফোন পাওয়া যাচ্ছে আসলের তুলনায় অনেকটা কম দামে

আরও পড়ুন- iPhone SE (2022): আগামী বছর প্রথমভাগে লঞ্চ হতে পারে এই ফোন, থাকতে পারে ৫জি কানেক্টিভিটি