5G ফোন এত কমে! 17,999 টাকার Motorola স্মার্টফোন এখন মাত্র ₹6,649

Affordable 5G Smartphone: এই ফোনটি কিনতে আপনাকে বেশি টাকা খরচ করতে হবে না। তাই যদি কম দামে একটি দুর্দান্ত স্মার্টফোন কেনার প্ল্যান করেন, তাহলে এর থেকে ভাল সুযোগ আর পাবেন না। আপনি এতে অনেক দুর্দান্ত ফিচারও পাবেন। এছাড়াও ফোনটির ডিজাইন, ডিসপ্লে ও ক্যামেরা সব কিছু দেখে নিন। কেনার আগে এতে কী কী অফার পাবেন, তা জেনে নিন।

5G ফোন এত কমে! 17,999 টাকার Motorola স্মার্টফোন এখন মাত্র ₹6,649
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2023 | 12:12 PM

কয়েকদিন আগেই ভারতের বাজারে পা রেখেছে Motorola G54 5G। লঞ্চের পর থেকে ফোনটির উপর বিশেষ কোনও অফার দেওয়া হয়নি। তবে এবার আপনি ফোনটি অনেক কম দামে কিনতে পারবেন। এই ফোনটি কিনতে আপনাকে বেশি টাকা খরচ করতে হবে না। তাই যদি কম দামে একটি দুর্দান্ত স্মার্টফোন কেনার প্ল্যান করেন, তাহলে এর থেকে ভাল সুযোগ আর পাবেন না। আপনি এতে অনেক দুর্দান্ত ফিচারও পাবেন। এছাড়াও ফোনটির ডিজাইন, ডিসপ্লে ও ক্যামেরা সব কিছু দেখে নিন। কেনার আগে এতে কী কী অফার পাবেন, তা জেনে নিন।

ফোনটিতে কী কী অফার রয়েছে?

আপনি Flipkart থেকে Motorola G54 5G (128GB+8GB RAM) অর্ডার করতে পারেন। এই ফোনের আসল দাম 17,999 টাকা এবং আপনি 22% ছাড়ের পরে 13,999 টাকায় এটি কিনতে পারবেন। এছাড়াও আপনি ব্যাঙ্ক অফারে আলাদা ডিসকাউন্ট পাচ্ছেন। HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ইএমআই লেনদেনে 10% ছাড় পাওয়া যাচ্ছে। PNB ক্রেডিট কার্ডেও আলাদা ডিসকাউন্টও পেয়ে যাবেন। আর এই সবের পরে ফোনের দাম অনেকটাই কমে যাবে।

এছাড়াও এই ফোনে আপনি এক্সচেঞ্জ অফার পেয়ে যাবেন। সেই এক্সচেঞ্জ অফারের অধীনে আপনি ফোনটিতে 11,350 টাকা ছাড় পাবেন। এতে আপনাকে আপনার পুরনো ফোনটিকে ফ্লিপকার্টে দিতে হবে। তারপরেই আপনি এই নতুন ফোন পাবেন। কিন্তু তার জন্য একটি শর্ত মেনে চলতে হবে। আপনি তখনই এই পুরো টাকাটা ছাড় পাবেন, যখন আপনার পুরনো ফোনটির অবস্থা ভাল হবে। এছাড়াও, এটি পুরনো ফোনের মডেলের উপরও নির্ভর করে। তবে যে কোনও ফোন কেনার আগে অনলাইনে বিভিন্ন জায়গার অফার দেখে তবেই কিনবেন। এতে যেখানে কমে পাবেন, সেখান থেকে কিনে নেওয়া ভাল।

কেনার আগে ফিচার দেখে নিন:

ফোনটির 1 বছরের ওয়ারেন্টি কোম্পানির পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আপনার স্পেসিফিকেশন সম্পর্কে চিন্তা করার দরকার নেই। এটিতে একটি 6.5 ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে রয়েছে। আপনি ডুয়াল রিয়ার ক্যামেরাও পাবেন, যার প্রাথমিক ক্যামেরা 50MP। একটি 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। 6000 mAh ব্যাটারির কারণে ব্যাটারি ব্যাকআপও ভাল। ফোনে ডাইমেনসিটি 7020 প্রসেসর ব্যবহার করা হয়েছে।