একাধিক সূত্র মারফৎ এটাই বোঝা গিয়েছে যে বর্তমানে মোটোরোলা কোম্পানি তাদের মোটো জি স্টাইলাস (Moto G Stylus) ফোনের সাকসেসর মডেল নিয়ে কাজ করছে। এই Moto G Stylus ফোনের সাকসেসর মডেল হল Moto G Stylus ২০২২। আগের ফোনের তুলনায় আরও অনেক উন্নত ও আধুনিক ফিচার নিয়ে তার সাকসেসর মডেল লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। ইতিমধ্যেই এই ফোনের একাধিক সম্ভাব্য স্পেসিফিকেশন অনলাইনে বিভিন্ন জায়গায় ফাঁস হয়েছে। সেই সঙ্গে এও শোনা গিয়েছে যে ভারতে কোনও দিন Moto G Stylus ফোন লঞ্চ হবে না।
এর আগে মোটো জি স্টাইলাস ২০২২ মডেলের যেসমস্ত স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে সেখানে বলা হয়েছে যে এই ফোনে খুব পাতলা bezels সমেত স্ক্রিন থাকবে। এছাড়াও ডিসপ্লের উপর থাকবে পাঞ্চ হোল কাটআউট। সেখানে সেলফি ক্যামেরা সেট করা থাকভে। ফোনের ডানদিকে থাকবে ভলিউম রকার। এর সাহায্যে শব্দের নিয়ন্ত্রণ সম্ভব। আর ফোনের পিছনের অংশে থাকবে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়াও স্টাইলাস পেনের সাপোর্ট থাকবে এই স্মার্টফোনে।
একনজরে মোটো জি স্টাইলাস ২০২২ ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন
আরও পড়ুন- OnePlus 10 Pro: ওয়ানপ্লাস ১০ প্রো ফোনের দাম কত হতে পারে? লঞ্চই বা কবে?
আরও পড়ুন- Moto G71 5G: ভারতে মোটো জি৭১ ৫জি ফোনের দাম কত হতে পারে? জানুন আনুষ্ঠানিক লঞ্চের আগে