আনুষ্ঠানিক লঞ্চের আগে ফের অনলাইনে ফাঁস হল নোকিয়া জি৫০ ৫জি স্মার্টফোনের সম্ভাব্য দাম, ফিচার এবং ডিজাইন। শোনা যাচ্ছে, নোকিয়ার এই ফোনে থাকতে পারে ৬.৮২ ইঞ্চির একটি IPS panel। এছাড়াও শোনা গিয়েছে, নোকিয়া জি৫০ ৫জি ফোনে একটি স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর থাকতে পারে। এই স্মার্টফোনে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকারও সম্ভাবনা রয়েছে। অ্যানড্রয়েড ১১ দ্বারা পরিচালিত হতে পারে নোকিয়া জি৫০ ৫জি স্মার্টফোন। এর পাশাপাশি এই ফোনে থাকতে পারে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ।
টিপস্টার Roland Quandt দাবি করেছেন যে এই ফোনের ইউরোপের বাজারে দাম হতে পারে EUR ২৫৯ বা EUR ২৬৯। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২২,৫০০ কিংবা ২৩,৪০০ টাকা। ওশান ব্লু আর মিডনাইট সান— এই দুই রঙে লঞ্চ হতে পারে নোকিয়া জি৫০ ৫জি ফোন। নোকিয়া জি সিরিজে এ যাবৎ দুটো ফোন নোকিয়া জি১০ এবং নোকিয়া জি২০ লঞ্চ হয়েছে। এবার আসতে চলেছে নোকিয়া জি৫০। শোনা যাচ্ছে নোকিয়ার ‘মোস্ট অ্যাফোর্ডেবল’ ৫জি স্মার্টফোন হতে চলেছে এই মডেল।
আরও পড়ুন- Tecno Spark 8: ভারতে লঞ্চ হয়েছে চিনা সংস্থার অ্যাফোর্ডেবল স্মার্টফোন, দাম কত?
আরও পড়ুন- Realme GT Neo 2: সেপ্টেম্বরেই লঞ্চ হবে রিয়েলমি জিটি নিও ২, ফোন লঞ্চের দিনক্ষণ ঘোষণা করল সংস্থা
আরও পড়ুন- শাওমির গ্লোবাল ইভেন্ট, লঞ্চ হতে পারে শাওমি ১১টি, ১১টি প্রো এবং ১১ লাইট ৫জি NE স্মার্টফোন