OnePlus 9RT: ভারতে দ্রুত লঞ্চের সম্ভাবনা এই স্মার্টফোনের, BIS সার্টিফিকেশন সাইটে দেখা গেল নাম
আগামী অক্টোবর মাসে ভারত এবং চিনে একসঙ্গে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস ৯আরটি ফোন। হয়ত চলতি বছর এটিই ওয়ানপ্লাসের শেষ ফোন যা লঞ্চ হবে।

ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস ৯আরটি। সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটের তালিকায় এই ফোনের নাম পাওয়া গিয়েছে। আর তার থেকেই অনুমান করা হচ্ছে যে, ওয়ানপ্লাস সংস্থা ভারতে তাদের নতুন স্মার্টফোন ওয়ানপ্লাস ৯আরটি লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। এর আগে একটি রিপোর্টে শোনা গিয়েছিল যে, আগামী অক্টোবর মাসে ভারত এবং চিনে একসঙ্গে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস ৯আরটি ফোন। এর পাশাপাশি এও শোনা গিয়েছে যে, চলতি বছর হয়তো ওয়ানপ্লাসের লঞ্চ করা শেষ ফোন হতে চলেছে এই ‘৯আরটি’ মডেল।
বিভিন্ন রিপোর্ট সূত্রে শোনা গিয়েছে, ওয়ানপ্লাস টি সিরিজের আগামী ফোন ওয়ানপ্লাস ৯আরটি মডেলে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৭৮০ প্রসেসর এবং ৮ জিবি পর্যন্ত র্যাম ও একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও এই ফোনের ব্যাটারিতে ৬৫W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মার টুইট থেকে জানা গিয়েছে যে, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটের তালিকায় ওয়ানপ্লাস ৯আরটি ফোনের নাম দেখা গিয়েছে। ওই তালিকায় রি ফোনের মডেল নাম্বার MT2111। তবে এই মডেল নম্বর ছাড়া বিআইএস- এর তালিকা থেকে এই ফোন সংক্রান্ত আর কোনও অতিরিক্ত তথ্য পাওয়া যায়নি। তবে একটা ব্যাপার স্পষ্ট যে ভারতে ওয়ানপ্লাস ৯আরটি ফোন লঞ্চ হবে।
ওয়ানপ্লাস ৯আরটি ফোন ভারতে দু’টি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। একটি ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। অন্যটি ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। প্রথম স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৪ হাজার টাকার আশপাশে হতে পারে। আর দ্বিতীয় স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে প্রায় ৩৭,৪০০ টাকা।
ওয়ানপ্লাস ৯আরটি ফোনের সম্ভাব্য ফিচার-
- এই ফোনে ৬.৫৫ ইঞ্চির একটি স্যামসাং E3 ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে থাকতে পারে। রিফ্রেশ রেট হতে পারে ১২০ Hz। স্ক্রিন প্রোটেক্টর হিসেবে থাকতে পারে Corning Gorilla Glass 5 protection।
- ওয়ানপ্লাস ৯আরটি ফোনের ব্যাটারিতে ৬৫W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনের ব্যাটারি হতে পারে ৪৫০০mAh।
- ওয়ানপ্লাস ৯ সিরিজের নতুন ফোনে স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর থাকতে পারে।
- ওয়ানপ্লাস ৯আরটি ফোনে ওয়ানপ্লাস নর্ড ২- এর মতো ৫০ মেগাপিক্সেলের সোনি IMX766 সেনসর থাকতে পারে। এর পাশাপাশি ১৬ মেগাপিক্সেলের সোনি IMX481 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেনসর থাকতে পাত্র। এছাড়াও ফ্রন্ট ডিসপ্লেতে ১৬ মেগাপিক্সেলের সোনি IMX471 সেনসর থাকতে পারে।
- এই ফোনের ব্যাটারি হতে পারে ৪৫০০mAh। এই ফোনের ব্যাক কভারেও থাকতে পারে frosted Corning Gorilla Glass। এছাড়া অ্যালুমিনিয়াম বডির এই ফোনে ডুয়াল স্পিকার (ডলবি অ্যাটমোস সাপোর্ট সমেত) থাকতে পারে।
আরও পড়ুন- ভারতে একসঙ্গে দাম বাড়ল রিয়েলমির পাঁচটি স্মার্টফোনের! দেখে নিন তালিকায় রয়েছে কোন কোন মডেল
