আর একটা সস্তার OnePlus মোবাইল! OnePlus Nord 3 লঞ্চের আগেই প্রকাশ্যে তার দাম
OnePlus Nord 3 ফোনটি ভারতে লঞ্চ হতে পারে দুটি স্টোরেজ ভার্সন হিসেবে। তাদের মধ্যে OnePlus Nord 3-এর 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম হতে পারে 32,999 টাকা। অন্য দিকে 16GB RAM + 256GB স্টোরেজ মডেলের এই ফোনের দাম হতে পারে 36,999 টাকা।
OnePlus-এর মোবাইল এক সময় তা মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে ছিল। 40,000 টাকার কমে কোম্পানির কোনও হ্যান্ডসেটই ছিল না বাজারে। কিন্তু সেই পরিস্থিতি কিছুটা পরিবর্তিত হয় যখন OnePlus বাজারে তার NORD Series নিয়ে আসে। এখন দেখতে-দেখতে সেই ওয়ানপ্লাস নর্ড সিরিজ়েরই তৃতীয় প্রজন্ম আসতে চলেছে বাজারে। শীঘ্রই ভারতে লঞ্চ করবে OnePlus Nord 3। সেই দীর্ঘ প্রতীক্ষিত লঞ্চের আগে জানা গেল OnePlus Nord 3 ভারতে কত দামে আসতে পারে। অভিষেক যাদব নামের এক টিপস্টার এই ওয়ানপ্লাস স্মার্টফোনের স্টোরেজ ভার্সন থেকে শুরু করে সেই ভার্সনগুলির দামও টুইট করে জানিয়েছেন।
টুইটারে অভিষেক যাদব জানিয়েছেন, OnePlus Nord 3 ফোনটি ভারতে লঞ্চ হতে পারে দুটি স্টোরেজ ভার্সন হিসেবে। তাদের মধ্যে OnePlus Nord 3-এর 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম হতে পারে 32,999 টাকা। অন্য দিকে 16GB RAM + 256GB স্টোরেজ মডেলের এই ফোনের দাম হতে পারে 36,999 টাকা। এখন এই লিক যদি সত্যি হয়, তাহলে প্রিমিয়াম ওয়ানপ্লাস ডিভাইসগুলির মধ্যে 16GB RAM যেন কমন ফ্যাক্টর হতে চলেছে।
চলতি মাসের শুরুতেই OnePlus Nord 3 ফোনটির ইউরোপিয়ান দাম সম্পর্কেও একটা ধারণা মিলেছিল। একটা রিপোর্ট থেকে লিক হয়েছিল ফোনটির ইউরোপিয়ান মডেলের দাম। রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, OnePlus Nord 3 ফোনের বেস মডেলের দাম হতে পারে EUR 449 বা ভারতীয় মুদ্রায় 37,800 টাকা এবং EUR 549 বা ভারতীয় মুদ্রায় প্রায় 48,700 টাকা। এখন তাই যদি হয়, তাহলে ওয়ানপ্লাস Nord 3-এর ভারতীয় ভার্সনের তুলনায় ইউরোপিয়ান কাউন্টারপার্টের দাম অনেকটাই বেশি হবে।
OnePlus Nord 3 নিয়ে বিগত বেশ কিছু মাস ধরে একাধিক জল্পনা শোনা গিয়েছে। একাধিক লিকস্টার ফোনটির একাধিক ফিচার ও স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস করেছেন। সেই সব লিক থেকে এই স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে যে তথ্যগুলি জানা গিয়েছে, তা হল:-
1) ওয়ানপ্লাসের এই স্মার্টফোনে 6.74 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হচ্ছে, যার রেজ়োলিউশন 2772×1240 পিক্সেলস এবং রিফ্রেশ রেট 120Hz।
2) ফোনের ক্যানেরা সেটআপে থাকতে পারে একটি 50MP প্রাইমারি সেন্সর। সেকেন্ডারি হিসেবে একটি 8MP আলট্রা ওয়াইড এবং 2MP ম্যাক্রো ক্যামেরা।
3) সফটওয়্যার হিসেবে এই ফোনে থাকতে পারে Android 13 ভিত্তিক একটি অপারেটিং সিস্টেম।
4) পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে MediaTek Dimensity 9000 অক্টা-কোর প্রসেসরের সাহায্যে।
5) অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি থাকতে পারে, যা 80W চার্জিং সাপোর্ট করবে। জানা গিয়েছে, এই ফোনটি মাত্র এক ঘণ্টারও কম সময়ে 0-100 শতাংশ চার্জ হয়ে যাবে।