ওয়ানপ্লাস ৯আরটি ফোন ভারতে লঞ্চ হবে ওয়ানপ্লাস আরটি নামে। প্রথমে শোনা গিয়েছিল যে ডিসেম্বর মাসেই এই ফোন ভারতে লঞ্চ হবে। এবার দেশে ওয়ানপ্লাস আরটি ফোন লঞ্চের সম্ভাব্য দিন প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, ১৬ ডিসেম্বর ওয়ানপ্লাস আরটি ফোন লঞ্চ হতে পারে ভারতে। হ্যাকার ব্ল্যাক এবং ন্যানো সিলভার এই দুই রঙে ওয়ানপ্লাস আরটি ফোন লঞ্চ হতে পারে। শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস ৯আরটি আর ওয়ানপ্লাস আরটি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন ও ডিজাইনে অনেক মিল থাকতে পারে।
ওয়ানপ্লাস আরটি ফোনের সঙ্গেই ভারতে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস বাডস জেড২। এই ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারবাডস লঞ্চ হতে পারে Obsidian Black এবং Pearl White, এই দুই রঙে। অন্যদিকে আবার শোনা গিয়েছে, ওয়ানপ্লাস আরটি ফোনের দাম ভারতে ৪০ থেকে ৪৪ হাজার টাকার মধ্যে হতে পারে।
ওয়ানপ্লাস আরটি ফোনের স্পেসিফিকেশন
ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়েবসাইটে ইতিমধ্যেই ওয়ানপ্লাস আরটি ফোনের প্রচার বিজ্ঞাপন শুরু হয়েছে। সেখানে তৈরি হয়েছে আলাদা একটি মাইক্রোসাইট। অর্থাৎ ভারতে লঞ্চের পর অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে, এটা স্পষ্ট। চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস ৯আরটি ফোন। এবার সেই ফোনই ওয়ানপ্লাস আরটি নামে লঞ্চ হতে চলেছে ভারতে। অনুমান করা হচ্ছে চিনে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস ৯আরটি ফোনের সঙ্গে ভারতে লঞ্চ হতে চলা ওয়ানপ্লাস আরটি ফোনের অনেক মিল থাকতে পারে।
আরও পড়ুন- Moto G31: নভেম্বরেই ভারতে আসছে মোটোরোলা জি সিরিজের এই ফোন, কবে লঞ্চ?
আরও পড়ুন- Honor 60 Series: পয়লা ডিসেম্বর চিনে লঞ্চ হতে পারে Honor ৬০ সিরিজের তিনটি স্মার্টফোন