Oppo F19 Pro plus স্মার্টফোন এখন আরও সস্তা, মিলছে 10 হাজার টাকার বাম্পার ছাড়

Oppo F19 Pro+ Offers: Flipkart-এর অফিসিয়াল ওয়েবসাইটে এই স্মার্টফোনটির আসল দাম 29,900 টাকা। তবে আপনাকে এত টাকা খরচ করতে হবে না। আপনি এটি মাত্র 19,990 টাকায় কিনতে পারবেন।

Oppo F19 Pro plus স্মার্টফোন এখন আরও সস্তা, মিলছে 10 হাজার টাকার বাম্পার ছাড়
Follow Us:
| Edited By: | Updated on: Jul 02, 2023 | 4:31 PM

Oppo F19 Pro Plus Price: একটি নতুন ফোন কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য একটি সুখবর রয়েছে। Oppo ব্র্যান্ডের স্মার্টফোনের উপর আপনি অনেক ছাড় পেয়ে যাবেন। বিশাল ডিসকাউন্টে Oppo F19 Pro+ 5G স্মার্টফোন কিনতে পারবেন। OPPO F19 Pro+ 5G ফোনটি বর্তমানে Flipkart-এ 33 শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে। এই ফোনটি ভারতীয় বাজারে বেশ জনপ্রিয়। আর সেই জনপ্রিয়তাকে ধরে রাখতেই কোম্পানিটি ফোনে একের পর এক ছাড় দেয়। বর্তমানে প্রচুর মানুষই অনলাইনে শপিং করতে ভালবাসেন। তারা এই ফোনটি অনলাইনে কিনে নিতে পারেন।

Oppo F19 Pro+ 5G স্মার্টফোনে কী কী অফার রয়েছে?

Flipkart-এর অফিসিয়াল ওয়েবসাইটে এই স্মার্টফোনটির আসল দাম 29,900 টাকা। তবে আপনাকে এত টাকা খরচ করতে হবে না। আপনি এটি মাত্র 19,990 টাকায় কিনতে পারবেন। এছাড়াও যদি আপনার কাছে IndusInd ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে, তাহলে আপনি EMI-এর মাধ্যমে 1,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। আপনি Flipkart Axis Bank কার্ডে 5 শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন। ফোনটি স্পেস সিলভার রঙে কিনতে পারবেন। এই ছাড় আপনি 128GB 8GB RAM ভ্য়ারিয়েন্টটিতে পেয়ে যাবেন।

OPPO F19 Pro+ 5G-এর স্পেসিফিকেশন:

OPPO F19 Pro+ 5G-এ একটি 6.43-ইঞ্চি সুপার অ্যামোলেড স্ক্রিন রয়েছে, যা 1080 x 2400 পিক্সেল স্ক্রিন রেজোলিউশন সাপোর্ট করে। Oppo-এর এই স্মার্টফোনটিতে বেজেল ডিসপ্লেতে রয়েছে। এতে একটি 48MP f/1.7 ওয়াইড-এঙ্গেল প্রাইমারি ক্যামেরা, একটি 8MP f/2.2 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি 2MP f/2.4 ম্যাক্রো ক্যামেরার পাশাপাশি একটি 2MP f/2.4 ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফির জন্য স্মার্টফোনের সামনে একটি 16MP f/2.4 ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে।

এতে আপনি 8GB RAM পাবেন এবং MediaTek Dimensity 800U MT6853V প্রসেসর দেওয়া হয়েছে। এটিতে একটি অক্টা-কোর CPU (2.4GHz Cortex A78 Dual-core + 2GHz Cortex A55, Hexa-core) এবং Mali-G57 MC3 GPU ব্যবহার করা হয়েছে। এই ফোনটি গেমারদের জন্যও একেবারে উপযুক্ত। এতে ইন-বিল্ড গেম ফোকাস মোড দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে 4310mAh Li-Po ব্যাটারি।