Oppo F23 5G লঞ্চ হয়ে গেল 32MP ফ্রন্ট ক্যামেরা ও 64MP ব্যাক ক্যামেরা নিয়ে, দাম মাত্র 24,999 টাকা
Oppo F23 5G Price And Specifications: 18 মে থেকে এই ফোন ক্রয় করতে পারবেন কাস্টমাররা। একটাই মাত্র স্টোরেজ অপশনে ফোনটি নিয়ে আসা হয়েছে। সেই 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 28,999 টাকা। তবে ফোনটি বাড়ি নিয়ে আসতে আপনাকে এত টাকা খরচ করতে হবে না। ইন্ট্রোডাক্টারি অফারে এই ফোনই আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন 24,999 টাকায়।

Oppo F23 5G ফোনটি ভারতে লঞ্চ করে গেল। Oppo-র ‘F’ সিরিজ়ের ফোনগুলি মূলত ফোকাস করে তাদের দুর্ধর্ষ ক্যামেরার দিকে। এই Oppo F23 5G-র ক্ষেত্রেও তার অন্যথা হচ্ছে না। হ্যান্ডসেটটির ব্যাটারি ক্যাপাসিটিও দুরন্ত। এই ফোনটি দেখতে অনেকটাই Oppo Reno 8 Series-এর মতো। তবে তার ক্যামেরা ডেকে কিছু পরিবর্তন রয়েছে। ফোনটির 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ অপশন রয়েছে। কত দাম এই ফোনের, কী-কী ফিচার্স রয়েছে, সেই সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।
Oppo F23 5G: ভারতে দাম ও অফার
Oppo F23 5G ফোনটি ভারতে দুটি রঙে পাওয়া যাবে- বোল্ড গোল্ড ও কুল ব্ল্যাক। 18 মে থেকে এই ফোন ক্রয় করতে পারবেন কাস্টমাররা। একটাই মাত্র স্টোরেজ অপশনে ফোনটি নিয়ে আসা হয়েছে। সেই 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 28,999 টাকা। তবে ফোনটি বাড়ি নিয়ে আসতে আপনাকে এত টাকা খরচ করতে হবে না। ইন্ট্রোডাক্টারি অফারে এই ফোনই আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন 24,999 টাকায়। একাধিক ব্যাঙ্কের অফার রয়েছে এই ফোনের সঙ্গে। সেই সঙ্গে আবার নো-কস্ট ইএমআই অফারও রয়েছে। সেই অফারে Oppo F23 5G কিনতে প্রতি মাসে কাস্টমারদের 4,167 টাকা খরচ করতে হবে।
Oppo F23 5G: স্পেসিফিকেশন, ফিচার
বাজেট সেগমেন্টের মধ্যেই এই Oppo F23 5G ফোনটি ডিজ়াইনে তাক লাগাবে। স্লিম বডির এই ফোনে রয়েছে 6.7 ইঞ্চির LCD ডিসপ্লে, যা ফুল HD+ রেজ়োলিউশন সাপোর্ট করে। ডিসপ্লেটির রিফ্রেশ রেট 120Hz এবং ভিভিড মোডে ফোনটি 96% কালার গ্যামুট দিতে পারে। রয়েছে অলওয়েজ় অন ডিসপ্লে ফিচারও।
পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 695 প্রসেসরের সাহায্যে। রয়েছে শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি। ফোনটির ব্যাটারি 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। মাত্র 18 মিনিটের মধ্যে 50 শতাংশ চার্জ করতে পারে ফোনটি। কোম্পানি জানিয়েছে, 67W SuperVOOC ফ্ল্যাশ চার্জিং থাকার ফলেই এমনটা সম্ভব হবে। ফোনটা একবার 100% চার্জ হয়ে গেলে টানা 39 ঘণ্টার ফোন কল এবং 16 ঘণ্টার ইউটিউব ভিডিয়ো ভিউয়িং অভিজ্ঞতা দিতে পারে।
অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশন সাপোর্ট করে এই ফোন। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে AI সক্রিয় 64MP সেন্সর। ফোনের পিছনেও রয়েছে আরও দুটি 2MP ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে 32MP ফ্রন্ট ফেসিং সেন্সর। Oppo F23 5G-র ক্যামেরা সেটআপ পোর্ট্রেইট মোড, এআই পোর্ট্রেইট রিটাচিং, সেলফি HDR এবং AI কালার পোর্ট্রেইট সাপোর্ট করে সমস্ত পরিস্থিতিতে ‘হাই কোয়ালিটি’ ছবি ডেলিভার করতে।
