এই প্রথম কোনও ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে আসছে ওপ্পো। কোম্পানির সেই প্রথম ফোল্ডেবল স্মার্টফোনের নাম ওপ্পো ফাইন্ড এন (Oppo Find N)। এই নতুন স্মার্টফোন কোম্পানির চতুর্থ বছরের R&D এবং ষষ্ঠ প্রজন্মের প্রোটোটাইপ। স্যামসাং গ্যালাক্সি জ়েড ফোল্ড সিরিজের মতো এই ওপ্পো ফাইন্ড এন ফোনেও রয়েছে ফোল্ডিং ডিজাইন। টিজারে দেখা গিয়েছে, এই ফোনে মেটাল ফিনিশ এবং দুটি ভিন্ন OLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার মধ্যে একটি প্রাইমারি হিসেবে কাজ করবে।
বৃহস্পতিবার ওপ্পোর তরফ থেকে একটি খোলা চিঠি লেখা হয়েছে। সেই চিঠিতেই ওপ্পোর চিফ প্রডাক্ট অফিসার এবং ওয়ানপ্লাস-এর প্রতিষ্ঠাতা পেট লাও ওপ্পো ফাইন্ড এন ফোনের ডেভেলপমেন্ট সম্পর্কে ঘোষণা করেছেন। ওপ্পোর এই নতুন ফোল্ডেবল ফোনের ডিজাইন খুবই সাধারণস ব্যবহারযোগ্য, যা খুব সহজ ভাবেই ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।
চিঠিতে এই স্মার্টফোন সম্পর্কে পেট লাও লিখছেন, “এর আগে অন্যান্য কোম্পানির ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে যা সমস্যা ছিল, সেই সব সমাধান নিয়েই হাজির হয়েছে ওপ্পো ফাইন্ড এন। তার মধ্যে উল্লেখযোগ্য হল, ফোনের ডিসপ্লে অন্যান্যদের তুলনায় অনেকটাই বড় এবং ডিভাইসের সামগ্রিক স্থায়িত্ব অপেক্ষাকৃত উন্নত। সম্ভবত ইদানিং কালের ফোল্ডেবল ফোনগুলির সেরা কব্জা এবং ডিজাইনে উদ্ভাবন নিয়েই লঞ্চ করা হচ্ছে ওপ্পো ফাইন্ড এন ফোনটি।”
কেমন দেখতে হয়েছে ওপ্পোর প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, তা নিয়ে একটি টিজারও প্রকাশ করেছে কোম্পানি। সেই ১৫ সেকেন্ডের ভিডিয়োতে ওপ্পো ফাইন্ড এন ফোনের ইনওয়ার্ড ফোল্ডিং ডিজাইনও দেখানো হয়েছে। আর সেখান থেকেই দেখা গিয়েছে, ফোনের কভার এবং ফোল্ডেবল ডিসপ্লেতে রয়েছে খুবই পাতলা বেজ়েল। ফোনের ফোল্ডেবল ডিসপ্লেতেই রয়েছে হোল-পাঞ্চ ডিজাইন। পাশাপাশি আবার এই ডিসপ্লে দেওয়া হয়েছে আন্ডার-ডিসপ্লে ক্যামেরা প্রযুক্তি।
ওপ্পো ফাইন্ড এন ফোনে থাকছে রাউন্ডেড মেটাল ডিজাইন, যা দেখতে অনেকটাই স্যামসাং গ্যালাক্সি ফোল্ড ফোনের মতো। টিজার ভিডিয়ো থেকে আরও দেখা গিয়েছে, একটি USB Type-C চার্জিং পোর্ট এবং একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
লাও আরও জানিয়েছেন যে, ফাইন্ড এন প্রোটোটাইপ মডেলের প্রথম প্রজন্মের ডিজাইনিংয়ের কাজটি শুরু হয়ে গিয়েছিল ২০১৮ সালের এপ্রিল মাসেই। কিন্তু তিনি ২০১৩ সালের ওপ্পো ছেড়ে ওয়ানপ্লাস প্রতিষ্ঠা করেন এবং ২০২০ সালে ফের ওপ্পো সংস্থায় ফিরে আসেন। তাঁর কথায়, “এই মুহূর্তে বাজারে একাধিক ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ হয়েছে। কিন্তু তাদের উপযোগিতা, স্থায়িত্ব এবং সর্বোপরি গ্রাহকের অভিজ্ঞতা নিয়ে একাধিক অভিযোগ শোনা গিয়েছিল এর আগে। তাই আমি যখন গত বছর ওপ্পোতে কামব্যাক করি, এই বড় প্রজেক্টটি হাতে নিতে খুবই আগ্রহী ছিলাম। তার পর টিমকে গাইড করে পরবর্তীতে সেই অনুযায়ী কাজও করেছি।”
তবে ওপ্পো ফাইন্ড এন ফোল্ডেবল স্মার্টফোনের বিস্তারিত ফিচার্স এবং স্পেসিফিকেশনস সম্পর্কে কোম্পানির তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। ১৫ ডিসেম্বর ওপ্পো ইনো ডে কনফারেন্সের সময়ই ফোনটি অফিসিয়ালি লঞ্চ হবে।
আরও পড়ুন: Realme 9i: ফের প্রকাশ্যে এই ফোনের রেন্ডার্স, হোল-পাঞ্চ ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ
আরও পড়ুন: Vivo Y55s 5G: বাজেট সেগমেন্টে ভিভোর নতুন ফোন, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ডাইমেনসিটি ৭০০ প্রসেসর
আরও পড়ুন: Redmi Note 11 4G: ভারতে দ্রুত লঞ্চ হতে পারে এই স্মার্টফোন, দেখে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন