Realme 9 Pro 5G: বিক্রি শুরু রিয়েলমি ৯ প্রো ৫জি ফোনের, দাম কত? কী কী অফার রয়েছে?

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Feb 23, 2022 | 1:12 PM

Realme 9 Pro 5G: দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ৯ প্রো ৫জি (Realme 9 Pro 5G) ফোন। কেনা যাবে ফ্লিপকার্ট (Flipkart) এবং রিয়েলমি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট (Realme.com) থেকে।

Realme 9 Pro 5G: বিক্রি শুরু রিয়েলমি ৯ প্রো ৫জি ফোনের, দাম কত? কী কী অফার রয়েছে?
এই ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর রয়েছে।

Follow Us

ভারতে প্রথমবারের জন্য রিয়েলমি ৯ প্রো ৫জি (Realme 9 Pro 5G) ফোনের বিক্রি শুরু হয়েছে। আজ অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি ভারতীয় সময় দুপুর ১২টা থেকে দেশে শুরু হয়েছে এই ফোনের (Realme Smartphone) বিক্রি। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) এবং রিয়েলমি কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট Realme.com থেকে এই ফোন (Realme 9Pro Series) কেনা যাবে। রিয়েলমি ৯ প্রো ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। এটিই বেস ভ্যারিয়েন্ট। এরপর ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২০,৯৯৯ টাকা।

দেখে নেওয়া যাক রিয়েলমি ৯ প্রো ৫জি ফোনে কী কী অফার রয়েছে

এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে রিয়েলমি ৯ প্রো ৫জি ফোন কিনলে সরাসরি দু’হাজার টাকা ছাড় পাওয়া যাবে। ফ্লিপকার্টও এই ফোনের উপর ৪০০০ টাকা ছাড় দিচ্ছে। এছাড়াও বাজাজ ফিনসার্ভ এবং নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে রয়েছে নো-কস্ট ইএমআই অপশন। এর পাশাপাশি ফ্লিপকার্টেও রয়েছে নো-কস্ট ইএমআই ফিচার। সেখানে ইএমআই শুরু হয়েছে তিন হাজার টাকা থেকে (প্রতি মাসে)।

রিয়েলমি ৯ প্রো ৫জি ফোনের স্পেসিফিকেশন

  • এই ফোন পরিচালিত হবে অ্যানড্রয়েড ১২ আউট-অফ-দ্য বক্স এবং রিয়েলমি UI 3.0- এর সাহায্যে।
  • এই ফোনে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি প্যানেল রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
  • এই ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর রয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি পর্যন্ত র‍্যাম।
  • রিয়েলমি ৯ প্রো ৫জি ফোনের পিছনের অংশে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে একটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এর সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল শুটার এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লেতে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
  • এই ফোনের অনবোর্ড স্টোরেজের পরিমাণ ১২৮ জিবি। কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.২, জিপিএস/এ-জিপিএস, টাইপ-সি ইউএসবি পোর্ট, ৩.৫ মিলিমিটারের একটি হেডফোন জ্যাক রয়েছে। আর ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
  • রিয়েলমি ৯ প্রো ৫জি ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ডার্ট চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনের ওজন ১৯৫ গ্রাম।

আরও পড়ুন- Samsung Galaxy S22 Series: ভারতে শুরু হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের প্রি-বুকিং, দেখে নিন বিভিন্ন অফার

আরও পড়ুন- Motorola Edge 30 Pro: স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর যুক্ত সবচেয়ে সস্তার ফোন হতে চলেছে মোটোরোলা এজ ৩০ প্রো! দাম কত হতে পারে?

আরও পড়ুন- iPhone 13 Flipkart Offer: একধাক্কায় ২০,৫০০ টাকা দাম কমল আইফোন ১৩- র, কোথায় কীভাবে পাবেন?

Next Article