Realme 9 Series: রিয়েলমি ৯আই ফোন ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমি নারজো ৯আই হিসেবে
রিয়েলমি ৯আই ফোন কবে লঞ্চ হবে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। আর এই ফোনের রিব্র্যান্ডেড ভার্সান রিয়েলমি নারজো ৯আই ফোন কবে লঞ্চ হবে, সেটাও জানা যায়নি নিশ্চিত ভাবে।
রিয়েলমি ৯ সিরিজের চারটি ফোন রিয়েলমি ৯, রিয়েলমি ৯আই, রিয়েলমি ৯ প্রো এবং রিয়েলমি ৯ প্রো প্লাস/ ম্যাক্স— এই মডেলগুলি নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন গুজব শোনা যাচ্ছে। এর মধ্যে সম্প্রতি আবার শোনা গিয়েছে, রিয়েলমি ৯আই ফোন ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমি নারজো ৯আই হিসেবে। মূলত রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চের সম্ভাবনা রয়েছে এই ফোনের। যদিও রিয়েলমি সংস্থা আনুষ্ঠানিক ভাবে এই প্রসঙ্গে কিছু জানায়নি। কিন্তু রিয়েলমি নারজো ৯আই ফোনের সম্ভাব্য র্যাম, স্টোরেজ এবং রঙের অপশন ইতিমধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে।
রিয়েলমি নারজো ৯আই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশনগুলো একনজরে দেখে নিন-
- জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা ৯১মোবাইলসের সঙ্গে সংযুক্ত হয়ে এই ফোনের রঙের অপশন সম্পর্কে তথ্য দিয়েছেন। এছাড়াও জানিয়েছেন রিয়েলমি নারজো ৯আই ফোনের সম্ভাব্য র্যাম ও স্টোরেজের পরিমাণ।
- আগামী বছরের শুরুর দিকে রিয়েলমি ৯আই ফোনে লঞ্চের সম্ভাবনা রয়েছে। আনুষ্ঠানিক লঞ্চের পর এই ফোন রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে রিয়েলমি নারজো ৯আই নামে লঞ্চ হতে পারে ভারতে।
- এখনও পর্যন্ত যেটুকু তথ্য ফাঁস হয়েছে তার থেকে জানা গিয়েছে যে, রিয়েলমি নারজো ৯আই ফোনে ভারতে লঞ্চ হতে পারে প্রিজম ব্লু এবং প্রিজম ব্ল্যাক— এই দুই রঙের অপশনে।
- এছাড়াও শোনা গিয়েছে ভারতে এই ফোন আসতে পারে ৪ জিবি র্যাম ও ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ অপশনে।
- রিয়েলমি নারজো ৯আই ফোনে থাকতে পারে ৬.৬ ইঞ্চির একটি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ।
- এছাড়াও এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।
- রিয়েলমির এই ফোনের ফ্রন্ট ডিসপ্লেতে ১৬ মেগাপিক্সেলের সেলফি শুটার থাকতে পারে।
- এছাড়াও এই ফোনের পিছনের অংশে একটি ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, একটি ৮ মেগাপিক্সেলের সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
- রিয়েলমি নারজো ৯আই ফোনে ৫০০০mAh ব্যাটারি এবং তার সঙ্গে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
রিয়েলমি ৯আই ফোন কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি। আর এই ফোনের রিব্র্যান্ডেড ভার্সান রিয়েলমি নারজো ৯আই ফোন কবে লঞ্চ হবে, সেটাও জানা যায়নি নিশ্চিত ভাবে। তবে আগামী বছর অর্থাৎ ২০২২ সালের শুরুর দিকে রিয়েলমি ৯আই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। এর পরে রিব্র্যান্ডেড ভার্সান রিয়েলমি নারজো ৯আই রূপে লঞ্চ হতে পারে।
আরও পড়ুন- iQoo Neo 5S: লঞ্চ হয়েছে আইকিউওও নিও ৫এস ফোন, দেখে নিন দাম ও স্পেসিফিকেশন