Realme C33 স্মার্টফোনে মিলছে বাম্পার ডিসকাউন্ট, অর্ডার করুন মাত্র 550 টাকায়

Realme C33 Price: Realme C33 (128GB+4GB RAM) ফোনটি Flipkart থেকে অর্ডার করতে পারবেন। এই ফোনের দাম 13,999 টাকা এবং আপনি 25% ছাড়ের পরে এটি 10,499 টাকায় কিনতে পারবেন।

Realme C33 স্মার্টফোনে মিলছে বাম্পার ডিসকাউন্ট, অর্ডার করুন মাত্র 550 টাকায়
Follow Us:
| Edited By: | Updated on: Jun 17, 2023 | 3:02 PM

Realme C33 Offers: Realme স্মার্টফোনগুলির উপর কোম্পানি একের পর এক ছাড় দিয়ে চলেছে। ভারতীয় বাজারে কোম্পানিটির জনপ্রিয়তা তুঙ্গে। শুধুই পুরনো মডেলে অফার দেওয়া নয়, বরং সেই সঙ্গে নতুন নতুন ফোনও বাজারে আনছে। কম দাম থেকে অনেক বেশি দাম, সব ধরনের ফোনই রয়েছে। এমনকি কোম্পানির প্রিমিয়াম ফোনগুলোও বাজারে বেশ জনপ্রিয়। সেই জনপ্রিয়তাকে বজায় রাখতেই Realme বিভিন্ন ফোনের উপর অফার দেয়। সেই সব অফার অনলাইনেই পাওয়া যায়। তাই আপনি যদি অনেক দিন ধরে একটি ফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এর থেকে ভাল সুযোগ আর পাবেন না। চলুন দেখে নেওয়া যাক আপনি Realme-এর কোন ফোনের উপর ছাড় পাচ্ছেন। এমনকি কোথায় সমস্ত অফার পাওয়া যাচ্ছে।

Realme C33 কিনুন কম দামে:

Realme C33 (128GB+4GB RAM) ফোনটি Flipkart থেকে অর্ডার করতে পারবেন। এই ফোনের দাম 13,999 টাকা এবং আপনি 25% ছাড়ের পরে এটি 10,499 টাকায় কিনতে পারবেন। এছাড়াও আপনি এতে অনেক ব্যাঙ্ক অফারও পাবেন। ICICI ব্যাঙ্ক ক্রেডিট এবং ডেবিট কার্ড থেকে পেমেন্ট করলে আপনি সরাসরি 1 হাজার টাকা ছাড় পেয়ে যাবেন। এখানেই শেষ নয়, আপনি এই ফোনের উপর আরও অনেক অফার পাবেন।

Realme C33-এ আপনি এক্সচেঞ্জ অফারও পাবেন। এক্সচেঞ্জ অফারের অধীনে আপনি আলাদা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আপনি যদি আপনার পুরনো স্মার্টফোন Flipkart-এ ফেরত দেন, তাহলে আপনি এর পরিবর্তে 9,950 টাকা ছাড় পেতে পারেন। কিন্তু এই ধরনের ছাড় পেতে হলে আপনার পুরনো স্মার্টফোনের কন্ডিশন ঠিক থাকতে হবে। এমনকি কখনও কখনও সেই টাকার পরিমাণ পুরনো ফোনের মডেলের উপরও নির্ভর করে।

ফোনটিকে কী এমন রয়েছে?

এতে 4GB RAM এবং 128GB স্টোরেজ রয়েছে। এছাড়াও আপনি এতে একটি ডুয়াল রিয়ার ক্যামেরাও পাবেন। যার প্রাইমারি ক্যামেরা 50MP এর। এই ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই কারণেই আপনি এতে দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন। বার বার চার্জ দেওয়ার ঝামেলা থাকবে না। এই ফোনে Unisoc T612-এর প্রসেসর ব্যবহার করা হয়েছে।