AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

10,999 টাকায় হাজির Realme C55, প্রথম Android ফোন, যাতে Apple-এর ডায়নামিক আইল্যান্ড ফিচার

Realme C55 সান-শাওয়ার ডিজ়াইন দেওয়া হয়েছে এবং ফোনটি 7.89mm পাতলা। ভারতে এই প্রথম কোনও অ্যান্ড্রয়েড ফোনে মিনি-ক্যাপসুল ফিচার দেওয়া হল, যা Apple-এর ডায়নামিক আইল্যান্ডের মতো।

10,999 টাকায় হাজির Realme C55, প্রথম Android ফোন, যাতে Apple-এর ডায়নামিক আইল্যান্ড ফিচার
কম বাজেটে এক অভাবনীয় ফোন নিয়ে এল Realme।
| Edited By: | Updated on: Mar 21, 2023 | 10:39 PM
Share

Realme ভারতে একটি নতুন বাজেট হ্যান্ডসেট নিয়ে হাজির হল। সংস্থার সেই লেটেস্ট ফোনের নাম Realme C55। সংস্থার C-Series লাইনআপে এটাই প্রথম ফোন, যাতে কিছু স্ট্র্যাটেজিক আপগ্রেড দেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল 64MP ক্যামেরা এবং 128GB স্টোরেজ। মিনি-ক্যাপসুলও ফিচার করছে ফোনটি, যা অনেকটাই Apple-এর ডায়নামিক আইল্যান্ডের মতো। মঙ্গলবার দিল্লিতে একটি ইভেন্টে এই ফোনটি নিয়ে আসা হয়। চলতি মাসের শুরুতেই ভারতে Realme C33 ফোনটি লঞ্চ করা হয়েছিল।

Realme C55: কত দাম, কবে থেকে কোথায় পাওয়া যাবে

Realme C55 ফোনের দাম শুরু হচ্ছে 10,999 টাকা থেকে। এই দাম ফোনটির 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের জন্য রাখা হয়েছে। আরও দুটি স্টোরেজ মডেল রয়েছে এই ফোনের। Realme C55-এর 6GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম 11,999 টাকা। এছাড়াও রয়েছে আর একটি 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট, যার দাম 12,999 টাকা। ফ্লিপকার্ট এবং রিয়েলমি-র ওয়েবসাইট থেকে ফোনটি এখনই প্রি-অর্ডার করা যাবে। 28 মার্চ থেকে এই ফোন ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

Realme C55: ফিচার ও স্পেসিফিকেশন

Realme C55 ফোনে রয়েছে 6.72 ইঞ্চির ডিসপ্লে, যার রেজ়োলিউশন 1080×2400 পিক্সেলস এবং ব্রাইটনেস 680 নিটস। এটাই সংস্থার প্রথম C-সিরিজ় মডেল, যা 90 Hz রিফ্রেশ রেট অফার করছে। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি Mediatek Helio G88 প্রসেসরের সাহায্যে। সফটওয়্যার হিসেবে রয়েছে Android 13 ভিত্তিক কোম্পানির নিজস্ব কাস্টম স্কিন Realme UI 4.0।

64MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে Realme C55 ফোনে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 2MP ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেন্স। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর। ফোনটির ক্যামেরায় বেশ কিছু ইমেজ সেটিংস রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল নাইট মোড, স্ট্রিট ফটোগ্রাফি মোড, বোকেহ পোর্ট্রেইট, AI কালার পোর্ট্রেইট, স্ট্যারি মোড-সহ অন্য আরও।

5000mAh ব্যাটারি রয়েছে এই রিয়েলমি স্মার্টফোনে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। একবার চার্জে ফোনটি 27 দিনের স্ট্যান্ডবাই লাইফ এবং নাগাড়ে 27.8 ঘণ্টার টকটাইম দিতে পারে। তার থেকেও বড় কথা হল, Realme C55 ফোনে রয়েছে ফাইভ-কোর প্রোটেকশন সিস্টেম, যাতে ওভারচার্জ, ওভারভোল্টেজ, ওভারকারেন্ট, ওভারটেম্পারেচার এবং এক্সট্রিম কেস প্রোটেকশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি যোগ করা হয়েছে।

Realme C55 সান-শাওয়ার ডিজ়াইন দেওয়া হয়েছে এবং ফোনটি 7.89mm পাতলা। ভারতে এই প্রথম কোনও অ্যান্ড্রয়েড ফোনে মিনি-ক্যাপসুল ফিচার দেওয়া হল, যা Apple-এর ডায়নামিক আইল্যান্ডের মতো। ফোনের আর একটি গুরুত্বপূর্ণ ফিচার হল তার 200% আলট্রা বুম স্পিকার্স।