AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Realme GT Neo 2: স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর এবং ১২ জিবি র‍্যাম থাকতে পারে এই ফোনে, দেখুন অন্যান্য সম্ভাব্য ফিচার

রিয়েলমির আসন্ন ফোনে থাকতে পারে একটি ৬.৬২ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হতে পারে ১২০Hz। এছাড়াও একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস থাকার সম্ভাবনা রয়েছে।

Realme GT Neo 2: স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর এবং ১২ জিবি র‍্যাম থাকতে পারে এই ফোনে, দেখুন অন্যান্য সম্ভাব্য ফিচার
রিয়েলমি জিটি নিও ২ স্মার্টফোনে থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
| Edited By: | Updated on: Sep 11, 2021 | 8:26 PM
Share

রিয়েলমি সংস্থার আসন্ন স্মার্টফোন হতে চলেছে রিয়েলমি জিটি নিও ২। সংস্থার তরফেই এই ফোন লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। চিনের জনপ্রিয় Weibo সাইটে একটি টিজার শেয়ার করে জানানো হয়েছে ফোন লঞ্চের কথা। তবে কবে রিয়েলমি জিটি নিও ২ ফোন লঞ্চ হবে তার নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও জানা যায়নি। সম্প্রতি জানা গিয়েছে, Geekbench বেঞ্চমার্কিং ওয়েবসাইটে দেখা গিয়েছে এই ফোন। সেখানে রিয়েলমি জিটি নিও ২ ফোনের বেশ কিছু ফিচারও প্রকাশ হয়েছে। শোনা গিয়েছে, এই ফোনে থাকতে পারে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে আবার একটি ৬৪ মেগাপিক্সেলের মেন ক্যামেরা থাকতে পারে। ফোনের ফ্রন্ট ডিসপ্লেতে থাকতে পারে একটি হোল-পাঞ্চ ডিজাইন। এর পাশাপাশি আবার এও শোনা গিয়েছে যে Mercedes-AMG সঙ্গে গাঁটছড়া বেঁধেছে রিয়েলমি সংস্থা। আর তার জন্যই স্পেশ্যাল একটি সবুজ রঙের শেডে লঞ্চ হতে পারে রিয়েলমি জিটি নিও ২ স্মার্টফোন।

রিয়েলমি জিটি নিও ২ স্মার্টফোন Geekbench 4 benchmarking সাইটের তালিকায় দেখা গিয়েছে। সেখানে এই ফোনের মডেল নম্বর RMX3370। কয়েকদিন আগে এই একই মডেল নম্বর সমেত একটি ফোনের হদিশ পাওয়া গিয়েছে চিনের 3C certification সাইটে। Geekbench listing অনুসারে জানা গিয়েছে, রিয়েলমি জিটি নিও ২ ফোনে থাকতে পারে একটি Qualcomm Snapdragon ৮৭০ প্রসেসর। এছাড়াও এই ফোনে ১২ জিবি র‍্যাম থাকার সম্ভাবনা রয়েছে। আর ফোন পরিচালিত হতে পারে অ্যানড্রয়েড ১১ সফটওয়্যারের সাহায্যে। শোনা গিয়েছে, ১২ জিবি র‍্যামের পাশাপাশি রিয়েলমি জিটি নিও ২ ফোনের একটি ৮ জিবি র‍্যামের ভ্যারিয়েন্টও লঞ্চ হতে পারে।

রিয়েলমির আসন্ন ফোনে থাকতে পারে একটি ৬.৬২ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হতে পারে ১২০Hz। এর মধ্যে এই ফোনের যে ছবি ফাঁস হয়েছে অনলাইনে, সেখানে দেখা গিয়েছে ফ্রন্ট ডিসপ্লের উপরে বাঁদিকের কোণে থাকতে পারে হোল-পাঞ্চ কাট আউট ডিজাইন। সেখানে সেট করা থাকতে পারে সেলফি ক্যামেরা সেনসর। ফোনের ব্যাক প্যানেল বা পিছনের অংশে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস থাকতে পারে। একটি আয়তাকার মডিউলে সেট করা থাকতে পারে বিভিন্ন ক্যামেরা সেনসর। এর মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের দুটো ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও শোনা গিয়েছে রিয়েলমি জিটি নিও ২ স্মার্টফোনে থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনের ব্যাটারি হতে পারে ৫০০০mAh। তার সঙ্গে থাকতে পারে ৬৫W ফাস্ট চার্জিং সাপোর্ট। এমনটাই আভাস দিয়েছে চিনের 3C certification ওয়েবসাইট।

আরও পড়ুন- Samsung Galaxy Wide 5: ভারতে স্যামসাংয়ের নতুন মডেল লঞ্চ করতে চলেছে, কত দাম হবে এই ফোনের?