Realme GT Neo 3 Launched: দু’রকম ব্যাটারি ব্যাকআপের রিয়েলমি জিটি নিও ৩ লঞ্চ হল, দাম ও স্পেসিফিকেশন জেনে নিন

Realme Latest Phone: রিয়েলমি জিটি নিও ৩ ফোনটি লঞ্চ হয়ে গেল। 4,500mAh এবং 5,000mAh এই দুই ব্যাটারি সহযোগে দুটি ভিন্ন মডেল লঞ্চ করা হয়েছে ফোনটির। সমগ্র ফিচার্স ও স্পেসিফিকেশনস জেনে নিন।

Realme GT Neo 3 Launched: দু'রকম ব্যাটারি ব্যাকআপের রিয়েলমি জিটি নিও ৩ লঞ্চ হল, দাম ও স্পেসিফিকেশন জেনে নিন
দুর্ধর্ষ লুুকের রিয়েলমি জিটি নিও ৩।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 23, 2022 | 7:00 AM

এসে গেল রিয়েলমি জিটি নিও থ্রি বা জিটি নিও ৩ (Realme GT Neo 3)। আপাতত এই ফোনটি লঞ্চ করা হয়েছে কেবল মাত্র চিনের মার্কেটের জন্য। গত বছর যে রিয়েলমি জিটি নি ২ হাজির হয়েছিল, তারই সাকসেসর মডেল হল এই লেটেস্ট রিয়েলমি জিটি নিও ৩। এই ফোনে রয়েছে একটি এইচডি প্লাস ডিসপ্লে (HD+ Display) এবং পারফর্ম্যান্সের জন্য একটি মিডিয়াটেক (MediaTek) প্রসেসর। সফ্টওয়্যারের দিক থেকে ফোনটি চালিত হবে একটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের সাহায্যে। শক্তিশালী একটি ৪,৫০০এমএএইচ ব্যাটারিও রয়েছে। এই রিয়েলমি জিটি নিও ৩ ফোনের দাম ও স্পেসিফিকেশনস সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।

দাম ও উপলব্ধতা

রিয়েলমি জিটি নিও ৩ ফোনটি দুটি ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে – তাদের মধ্যে একটিতে রয়েছে ৪,৫০০এমএএইচ ব্যাটারি যা ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং এবং অপরটি ৫,০০০এমএএইচ ব্যাটারি যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যেমনটা আমরা আগেই জানিয়েছি, ফোনটি কেবল মাত্র চিনের মার্কেটেই নিয়ে আসা হয়েছে আপাতত। সে দেশে এই ফোনের দাম শুরু হচ্ছে ১৯৯৯ ইউয়ান থেকে অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৩,৯৭৫ টাকা।

স্পেসিফিকেশনস ও ফিচার্স

এই রিয়েলমি জিটি নিও ৩ স্মার্টফোনে একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে যার রেজ়োলিউশন ১০৮০x২৪১২ পিক্সেলস। এই ডিসপ্লে ১২০হার্ৎজ় রিফ্রেশ রেট সাপোর্ট করছে। কর্নিং গোরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত এই লেটেস্ট রিয়েলমি স্মার্টফোনের ডিসপ্লে। পারফর্ম্যান্সের দিক থেকে এই ফোনে পাওয়ারের দিকটি নিশ্চিত করছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ চিপসেট, যা পেয়ার করা থাকছে ১২জিবি পর্যন্ত র‌্যামের সঙ্গে। এই ফোনের মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে – ১২৮জিবি ও ২৫৬জিবি।

ডুয়াল সিম সাপোর্টেড এই ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে, যাতে সংস্থার নিজস্ব লেয়ার রিয়েলমি ইউআই থাকছে। একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে রিয়েলমি জিটি নিও ৩ ফোনটিতে, যার প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেল। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে একটি ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর।

দুটি চমৎকার ও শক্তিশালী ব্যাটারি ভ্যারিয়েন্ট রয়েছে এই রিয়েলমি জিটি নিও ৩ ফোনের। তার একটি ৫০০০এমএএইচ এবং অপরটি ৪,৫০০এমএএইচ। এদের মধ্যে ৫০০০এমএএইচ ব্যাটারি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং ৪,৫০০০এমএএইচ ব্যাটারি সাপোর্ট করবে ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং। মাত্র ৫ মিনিটের মধ্যেই ৫০ শতাংশ চার্জ করে ফেলতে পারে দুর্ধর্ষ এই ব্যাটারি। এছাড়াও এই ফোনটি ৮০ ওয়াট, ৬৫ ওয়াট এবং ৫০ ওয়াট চার্জিংও সাপোর্ট করবে। অন্য দিকে ৮০ ওয়াট চার্জিং সাপোর্টের ব্যাটারি মাত্র ৩২ মিনিটেই ফোনটিকে ১০০ শতাংশ চার্জড আপ করে ফেলতে পারবে।

আরও পড়ুন: ওপ্পো ‘এ’ সিরিজের নতুন দুই ফোন ওপ্পো এ৯৬ এবং ওপ্পো এ৭৬ লঞ্চ হয়েছে ভারতে

আরও পড়ুন:ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোন, দেখুন দাম ও অন্যান্য স্পেসিফিকেশন

আরও পড়ুন: ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ১৬ই ফোন, দেখে নিন বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন