Redmi A2+ নাকি Realme Narzo N53, 9000 টাকার কমে কোন ফোন কিনলে আপনার লাভ?
Redmi A2+ Price: দু'টি ফোনই 5,000 mAh ব্যাটারি রয়েছে। কিন্তু এখন প্রশ্ন হল এই দু'টি ফোনের মধ্যে কার ফিচার বেশি ভাল? চলুন দেখে নেওয়া যাক।
Realme Narzo N53 Price: ভারতীয় বাজারে Redmi হোক বা Realme, একে অপরকে টেক্কা দেওয়ার জন্য একের পর এক স্মার্টফোন এনে চলেছে। Redmi এবং Realme তাদের দুটি দুর্দান্ত স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করেছে। কোম্পানির স্মার্টফোন দু’টি কম বাজেটের সেগমেন্টে আনা হয়েছে। দাম 9,000 টাকার কম। দু’টি ফোনই 5,000 mAh ব্যাটারি রয়েছে। কিন্তু এখন প্রশ্ন হল এই দু’টি ফোনের মধ্যে কার ফিচার বেশি ভাল? চলুন দেখে নেওয়া যাক।
কার ডিসপ্লে ও প্রসেসর ভাল?
Realme Narzo N53-এ একটি 6.74-ইঞ্চি FHD + IPS ডিসপ্লে রয়েছে। এই ফোনের ডিসপ্লেতে রয়েছে ওয়াটারড্রপ নচ ডিজাইন। ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। যেখানে Redmi A2+ এ 6.52-ইঞ্চি HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটিতে রেজোলিউশন 720 x 1600 পিক্সেল এবং 60Hz রিফ্রেশ হার রয়েছে। আর Realme Narzo N53-এ Unisoc T612 4G প্রসেসর দেওয়া হয়েছে, যার সঙ্গে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট রয়েছে। ফোনে RAM 6GB পর্যন্ত এবং স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যাবে। একই সময়ে, Redmi A2+ ফোনে MediaTek Helio G36 প্রসেসর রয়েছে, যা 4GB RAM এবং 64GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। দুটি স্মার্টফোনেই Android 13 সাপোর্ট করে।
ব্যাটারির দিক থেকে কে এগিয়ে?
Redmi A2+ এবং Realme Narzo N53 উভয়েরই 5000mAh ব্যাটারি রয়েছে। Redmi এর ফোন 10W চার্জিং সাপোর্ট করে, অন্যদিকে Realme এর ফোনে 33W USB Type C চার্জিং সাপোর্ট রয়েছে।
ক্যামেরার পার্থক্য:
দু’টি স্মার্টফোনেই ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। Redmi A2+ এর একটি 8MP প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশ লাইটও রয়েছে। সেলফি তোলার জন্য ফোনটিতে রয়েছে 5MP ক্যামেরা। Realme N53 কে একটি 50MP প্রাইমারি এবং একটি AI ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে একটি 8MP ক্যামেরা রয়েছে।
কার দাম কত দেখে নিন:
Redmi A2+ স্মার্টফোনটি সিঙ্গেল স্টোরেজ 4GB + 64GB-তে পাওয়া যাচ্ছে, যার দাম 8,499 টাকা। Realme N53 দু’টি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে রয়েছে। যার মধ্যে রয়েছে 4GB + 64GB এবং 6GB + 128GB। ফোনের বেস ভ্যারিয়েন্টের দাম 8,999 টাকা এবং টপ ভ্যারিয়েন্টের দাম 10,999 টাকা। Redmi A2+ এর বিক্রি 23 মে থেকে শুরু হবে এবং Realme Narzo N53 এর বিক্রি 22 মে থেকে Amazon-এ শুরু হবে।