ভারতে খুব তাড়াতাড়ি রেডমি নোট ১০এস ফোনের নতুন র্যাম ভ্যারিয়েন্ট লঞ্চের সম্ভাবনা রয়েছে। শাওমির এই ফোন বর্তমানে ৬ জিবি র্যাম সমেত পাওয়া যায়। কসমিক পার্পল, ডিপ সি ব্লু, ফ্রস্ট হোয়াইট এবং শ্যাডো ব্ল্যাক রঙে লঞ্চ হয়েছিল রেডমি নোট ১০এস ফোনের ৬ জিবি র্যাম ভ্যারিয়েন্ট। মে মাসে ভারতে লঞ্চ হয়েছিল এই ফোন। এখানে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর। এছাড়াও এই ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ, ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এবং একটি হোল-পাঞ্চ কাটআউট রয়েছে ডিসপ্লের উপর। সেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর সেট করা থাকবে।
MySmartPrice- এর রিপোর্ট অনুসারে রেডমি নোট ১০এস ফোন খুব তাড়াতাড়ি ভারতে আসতে চলেছে ৮ জিবি র্যাম ভ্যারিয়েন্টে। এই মডেলে আবার ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে রেডমি নোট ১০এস ফোনের ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১৪,৪৯৯ টাকা। অন্যদিকে, ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ছিল ১৬,৪৯৯ টাকা। শোনা যাচ্ছে, এই ফোনের ৮ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা থেকে ১৮,৪৯৯ টাকার মধ্যে হতে পারে। তবে শাওমির সাব-ব্র্যান্ড রেডমির তরফে এখনও রেডমি নোট ১০এস ফোনের নতুন র্যাম ভ্যারিয়েন্ট লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি।
রেডমি নোট ১০এস ফোনের স্পেসিফিকেশন
আরও পড়ুন- Nokia 3310: এই ফোন এবার আপনি ছুরি দিয়ে কেটে খেয়েও নিতে পারবেন!