Redmi ভক্তদের জন্য সুখবর! মিলল অনুমোদন, চিনের পরই ভারতে Redmi Note 13 সিরিজ়
X বা টুইটারে একজন ইউজ়ার জানাচ্ছেন, Redmi Note 13 ফোনটি সর্বপ্রথম দেখা যায় BIS বা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস লিস্টিংয়ে। ভারত সরকার এই রেগুলেটরি চালায়। এখান থেকে কোনও ফোন সার্টিফিকেশন পাওয়ার অর্থ হল, ভারতে তার লঞ্চ আসন্ন।
Redmi Note 13 India Launch: এই তো মাত্র হাতে গোনা কয়েক দিন আগে চিনে Redmi Note 13 সিরিজ় লঞ্চের ঘোষণা করে Xiaomi। সে দেশের মার্কেটে ফোনটি লঞ্চ করা হবে 21 সেপ্টেম্বর, বৃহস্পতিবার। এর মধ্যেই এল ভারতের Redmi ভক্তদের জন্য আর একটি সুখবর। জল্পনা চলছিলই, চিনের পর ভারতে আসবে Redmi Note 13 সিরিজ়ের ফোনগুলি। সেই জল্পনাই এবার সত্যি হতে চলেছে। তিনটি মডেল নিয়ে ভারতের বাজারেও হাজির হচ্ছে এই বহু চর্চিত সিরিজ়। মোট তিনটি ফোন থাকছে এই সিরিজ়ে- Redmi Note 13, Redmi Note 13 Pro এবং Redmi Note 13 Pro+।
X বা টুইটারে একজন ইউজ়ার জানাচ্ছেন, Redmi Note 13 ফোনটি সর্বপ্রথম দেখা যায় BIS বা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস লিস্টিংয়ে। ভারত সরকার এই রেগুলেটরি চালায়। এখান থেকে কোনও ফোন সার্টিফিকেশন পাওয়ার অর্থ হল, ভারতে তার লঞ্চ আসন্ন। ভারতে বিভিন্ন পণ্য, পরিষেবা, প্রক্রিয়া এবং সিস্টেমগুলির ইউনিফর্মিটি ও স্ট্যান্ডার্ডাইজ়েশন নিশ্চিত করে বিআইএস সার্টিফিকেশন। কোনও প্রোডাক্ট এই সার্টিফিকেশন পেলে তার গুণমান, নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতার জন্য ভারতীয় মান পূরণ করে।
ওই টুইটার ব্যবহারকারী জানাচ্ছেন, Redmi Note 13-র দুটি মডেল দেখা গিয়েছে BIS লিস্টিংয়ে। সেই দুটি মডেলেরই নম্বরই তিনি X-এ উল্লেখ করেছেন। যদিও কবে নাগাদ ফোন দুটি লঞ্চ করবে, নির্দিষ্ট করে তা জানা যায়নি। তবে ওই X ব্যবহারকারী জানিয়েছেন, নভেম্বর বা ডিসেম্বর নাগাদ ফোন দুটি লঞ্চ করা হতে পারে। এই সিরিজ়ের যে ফোন দুটি লঞ্চ করা হতে পারে, সেই দুটি হল Redmi Note 13 4G এবং 5G।
এই সিরিজ়ে আরও যে একটি চমৎকার ফোন থাকছে, সেটি হল Redmi Note 13 Pro+। এই ফোনে দেওয়া হচ্ছে কার্ভড ডিসপ্লে। সেরকমটা হলে এই প্রথম বার কোনও Redmi মোবাইলে ডিজ়াইনের দিক থেকে বড়সড় পরিবর্তন করা হচ্ছে। যে টিজ়ার ছবিগুলি প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গিয়েছে ভলিউম রকার, পাওয়ার বাটন এবং সামনে একটি পাঞ্চ-হোল্ড নচ।
Redmi Note 13 Pro+ ফোনে থাকতে পারে একটি 6.67 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। ফোনের ব্যাক প্যানেল লেদার ফিনিশ করা হচ্ছে। অন্য দিকে এই সিরিজ়ের অন্যান্য মডেলগুলি গ্লাস ব্যাক প্যানেল পেতে চলেছে। পারফরম্যান্সের দিক থেকে এই Redmi Note 13 চালিত হবে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 আলট্রা প্রসেসরের সাহায্যে। Redmi Note 13 এবং Note 13 Pro এই দুটি ফোনেও থাকতে পারে একই চিপসেট।
1TB পর্যন্ত একাধিক স্টোরে অপশন থাকতে পারে এই সিরিজ়ের ফোনগুলির। অত্যন্ত শক্তিশালী 5,120mAh ব্যাটারি দেওয়া হতে পারে, যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।