Samsung-এর এই দুই ফোনে 22,250 টাকা পর্যন্ত ছাড়, সুযোগ হাতছাড়া করলেই লস

Samsung Galaxy A23 5G Offers: Amazon-এ Samsung Galaxy A23 5G-এর দাম কমানো হয়েছে। আপনি মাত্র 23999 টাকায় 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি কিনতে পারবেন। এর আসল দাম 30,990 টাকা। এই ফোনটিতে আপনি 23 শতাংশ ছাড় পাবেন।

Samsung-এর এই দুই ফোনে 22,250 টাকা পর্যন্ত ছাড়, সুযোগ হাতছাড়া করলেই লস
Follow Us:
| Edited By: | Updated on: Jun 22, 2023 | 9:15 AM

Samsung Smartphones Offer: একটি নতুন ফোন কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য একটি সুখবর রয়েছে। Amazon-এ Samsung Galaxy A23 5G-এর দাম কমানো হয়েছে। আপনি মাত্র 23999 টাকায় 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি কিনতে পারবেন। এর আসল দাম 30,990 টাকা। এই ফোনটিতে আপনি 23 শতাংশ ছাড় পাবেন। এখানেই শেষ নয়, আপনি চাইলে এর পরেও এই ফোনে টাকা বাঁচাতে পারবেন। Samsung Galaxy A23 5G-এ ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার পেয়ে যাবেন। এক্সচেঞ্জ অফারে আপনাকে একটি শর্ত মেনে চলতে হবে। আপনার পুরনো ফোনটি কোম্পানিকে দিকে, আপনি এই নতুন ফোনে 22,250 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। তবে আপনার পুরনো ফোনের অবস্থা ভাল থাকতে হবে।

শুধু এই একটা ফোনই নয়। আপনি Samsung-এর আরও একটি ফোনের উপর ছাড় পেয়ে যাবেন। আরেকটি Samsung স্মার্টফোন, SAMSUNG Galaxy A34 5Gও সস্তা দামে কিনতে পারবেন। তবে তা Amazon থেকে নয়। আপনি এই ফোনটি Flipkart থেকে কিনতে পারবেন। আপনি বর্তমানে 32,999 টাকায় 16 শতাংশ ছাড়ে 8 GB RAM-এর হ্যান্ডসেটটি কিনে ফেলতে পারবেন। Flipkart-এ এর আসল দাম 39,499 টাকা। আপনি এই ফোনে আরও ছাড় পেয়ে যাবেন। HDFC ব্যাঙ্ক ক্রেডিট কার্ড বা স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে আরও অনেক ছাড় পাবেন।

উভয় ফোনেরই ফিচার ও স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক:

Samsung Galaxy A23 5G-তে রয়েছে 6.6 ইঞ্চি ফুল HD, 120Hz রিফ্রেশ রেট সহ ইনফিনিটি ডিসপ্লে, 5000mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিং সিস্টেম। এতে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা সেট আপ রয়েছে। আর SAMSUNG Galaxy A34 5G-এর স্পেসিফিকেশনের কথা বললে, এও কোনও দিক থেকে পিছিয়ে নেই। SAMSUNG Galaxy A34 5G-তে রয়েছে 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। 48MP + 8MP + 5MP রিয়ার ক্যামেরা এবং 13MP ফ্রন্ট ক্যামেরা সেট আপ। 8 জিবি র‍্যাম এবং 256 জিবি রম পেয়ে যাবেন। এতে 5000mAh ব্যাটারি রয়েছে।