Samsung Galaxy A52s 5G: ভারতে কবে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন? দামই বা কত হতে পারে
ব্রিটেনে ইতিমধ্যেই এই ফোন লঞ্চ হয়েছে। সেখানে Awesome White, Awesome Violet, Awesome Mint- এর পাশাপাশি কালো রঙেও লঞ্চ হয়েছিল এই ফোন। অনুমান হয়তো ভারতেও এই রঙেই পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি ফোন।

ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি ফোন। স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের এই ৫জি স্মার্টফোনের সম্ভাব্য দাম প্রকাশ হয়েছে অনলাইনে। গত সপ্তাহেই ব্রিটেনে লঞ্চ হয়েছে এই ফোন। ভারতেও দ্রুত এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। দুটো র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি ফোন। যদিও ব্রিটেনে মাত্র একটি র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে (৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ) লঞ্চ হয়েছিল এই ফোন। স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ফোনের ব্রিটেন ভ্যারিয়েন্টে রয়েছে একটি Qualcomm Snapdragon 778G প্রসেসর এবং ৪৫০০mAh ব্যাটারি। এছাড়াও রয়েছে একটি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা সেনসর রয়েছে। অনুমান, বৈশিষ্ট্যের দিক থেকে স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ফোনের ব্রিটেনে লঞ্চ হওয়া মডেল এবং ভারতে লঞ্চ হতে চলা মডেলের মধ্যে বিশেষ ফারাক থাকবে না।
ভারতে স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ফোনের সম্ভাব্য দাম এবং লঞ্চের দিন-
টিপস্টার অভিষেক যাদবের দাবি, স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে আগামী ৩ সেপ্টেম্বর। ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ- এই দুই কনফিগারেশনে ভারতে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি ফোনের দু’টি ভ্যারিয়েন্ট। ৬ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৩৫,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৩৭,৪৯৯ টাকা। ব্রিটেনে ইতিমধ্যেই এই ফোন লঞ্চ হয়েছে। সেখানে Awesome White, Awesome Violet, Awesome Mint- এর পাশাপাশি কালো রঙেও লঞ্চ হয়েছিল এই ফোন। অনুমান হয়তো ভারতেও এই রঙেই পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি ফোন।
স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি ফোনের সম্ভাব্য ফিচার- (ব্রিটেন ভ্যারিয়েন্ট অনুসারে এই অনুমান করা হয়েছে)
- এই ফোনে ৬.৫ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস সুপার AMOLED Infinity-O ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট হতে পারে ১২০Hz।
- অ্যানড্রয়েড ১১ বেসড One UI 3- এর সাহায্যে পরিচালিত হতে পারে এই ফোন।
- স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ফোনে থাকতে পারে একটি অক্টা-কোর Qualcomm Snapdragon 778G প্রসেসর।
- এই ফোনের পিছনের অংশ বা ব্যাক প্যানেলে থাকতে পারে একটি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ৬৪ মেগাপিক্সেলের মেন ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা, একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং একটি ৫ মেগাপিক্সেলের টেলিফটো শুটার থাকতে পারে।
- স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি স্মার্টফোনের ফ্রন্ট ডিসপ্লেতে থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা।
- এই ফোনে ৪৫০০mAh ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ২৫W সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়া থাকতে পারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
- কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে ৫জি, ৪জি এলটিই, ব্লুটুথ, জিপিএস/এ-জিপিএস, এনএফসি এবং একটাইপ সি ইউএসবি পোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- আইফোন ১৩ সিরিজ লঞ্চের নতুন তারিখ প্রকাশ, কবে থেকে শুরু হবে প্রি-অর্ডার এবং সেল?
