AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আইফোন ১৩ সিরিজ লঞ্চের নতুন তারিখ প্রকাশ, কবে থেকে শুরু হবে প্রি-অর্ডার এবং সেল?

অ্যাপেলের আইফোন ১৩ সিরিজে মোট চারটি মডেল---- আইফোন ১৩, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স এবং আইফোন ১৩ মিনি— লঞ্চের সম্ভাবনা রয়েছে।

আইফোন ১৩ সিরিজ লঞ্চের নতুন তারিখ প্রকাশ, কবে থেকে শুরু হবে প্রি-অর্ডার এবং সেল?
আইফোন ১৩ সিরিজে চারটি ফোন লঞ্চ হয়েছে।
| Edited By: | Updated on: Sep 01, 2021 | 10:18 PM
Share

সেপ্টেম্বর মাসেই লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে আইফোন ১৩ সিরিজের। অ্যাপেলের এই ফোন লঞ্চের দিনক্ষণ নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। একাধিক তারিখ এর মধ্যেই প্রকাশ্যে এসেছে। মাঝে শোনা গিয়েছিল ১৭ সেপ্টেম্বর লঞ্চ হবে আইফোন ১৩ সিরিজ। তবে এবার নতুন করে আইফোন ১৩ সিরিজের লঞ্চের দিন প্রকাশ হয়েছে। শোনা যাচ্ছে, আগামী ১৪ সেপ্টেম্বর সম্ভবত নতুন আইফোন ১৩ সিরিজ লঞ্চ করতে চলেছেন অ্যাপেল কর্তৃপক্ষ।

অ্যাপেলের আইফোন ১৩ সিরিজে মোট চারটি মডেল—- আইফোন ১৩, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স এবং আইফোন ১৩ মিনি— লঞ্চের সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, এই চারটি মডেলের জন্য প্রি-অর্ডার শুরু হতে পারে ১৭ সেপ্টেম্বর থেকে। আর ফোনের সেল বা বিক্রি শুরু হতে পারে ২৪ সেপ্টেম্বর থেকে। বিশেষজ্ঞদের একাংশের মতে এইসব তথ্য সঠিক হলে ৭ সেপ্টেম্বর হয়তো অ্যাপেল কর্তৃপক্ষ তাঁদের আগামী লঞ্চ ইভেন্ট, যা ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে পারে- সেই ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করতে পারেন।

FrontPageTech- এর রিপোর্ট অনুসারে, আইফোন ১৩ সিরিজের প্রি-অর্ডার শুরু হবে ১৭ সেপ্টেম্বর। আর ফোনের সেল শুরু হবে ২৪ সেপ্টেম্বর। এমনটাই জানা গিয়েছে সম্প্রতি। এর আগে অবশ্য চিনের এক টিপস্টার সেখানকার জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট Weibo- তে জানিয়েছিলেন যে ১৭ সেপ্টেম্বর আইফোন ১৩ সিরিজ লঞ্চের সম্ভাবনা রয়েছে। ওই টিপস্টার আরও জানিয়েছেন যে, ৩০ সেপ্টেম্বর থার্ড জেনারেশন এয়ারপডস লঞ্চেরও সম্ভাবনা রয়েছে। হালফিলে একে এয়ারপডস ৩ বলা হলেও অ্যাপেলের এই অডিয়ো ডিভাইসের আনুষ্ঠানিক নাম এখনও ঠিক করা হয়নি বলেই শোনা গিয়েছে।

অ্যাপেলের এই থার্ড জেনারেশন এয়ারপডসে IPX4 water resistance ফিচার থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ জলে এই ডিভাইস রেসিসট্যান্ট হতে পারে। জল লাগলে নষ্ট হবে না অ্যাপেলের এই অডিয়ো ডিভাইস। অন্যদিকে শোনা যাচ্ছে, সানসেট গোল্ড রঙে লঞ্চ হতে পারে আইফোন ১৩। সেখানে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ডিসপ্লেতে থাকতে পারে একটি নচ ডিজাইন। সেখানে সেট করা থাকতে পারে সেলফি ক্যামেরা।

এছাড়াও শোনা গিয়েছে আইফোন ১৩ সিরিজের ক্ষেত্রে নাকি দাম বৃদ্ধি না করার সিদ্ধান্ত নিয়েছেন অ্যাপেল কর্তৃপক্ষ। আইফোন ১২ সিরিজের থেকে উন্নত ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে এবং অন্যান্য আধুনিক ফিচার থাকা সত্ত্বেও আইফোন ১২ সিরিজের দামেই নাকি লঞ্চ হতে পারে আইফোন ১৩ সিরিজের চারটি মডেল। এছাড়াও শোনা গিয়েছে, নতুন আইফোনের সিরিজে থাকতে পারে ফাস্টেস্ট চার্জিং সাপোর্ট। এর আগে অ্যাপেল আইফোনের কোনও সিরিজেই নাকি এতটা ফাস্ট চার্জিং সাপোর্ট ফিচার যুক্ত হয়নি, যতটা আইফোন ১৩ সিরিজে হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হতে পারে জিওফোন নেক্সটের প্রি-বুকিং!