Samsung Galaxy M13 5G এবং 4G ফোন দুটি ভারতে লঞ্চ হয়ে গেল খুব কম দামে, স্পেসিফিকেশন দেখে নিন

Price And Specifications: স্যামসাং গ্যালাক্সি M13 সিরিজ় চলে এল ভারতে। এই সিরিজ়ে রয়েছে দুটি হ্যান্ডসেট। তার একটি 4G এবং অপরটি 5G। এদের দাম ও ফিচার্স সংক্রান্ত যাবতীয় তথ্য এক নজরে দেখে নিন।

Samsung Galaxy M13 5G এবং 4G ফোন দুটি ভারতে লঞ্চ হয়ে গেল খুব কম দামে, স্পেসিফিকেশন দেখে নিন
দুটি নতুন গ্যালাক্সি ফোন নিয়ে এল স্যামসাং।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 14, 2022 | 2:37 PM

Samsung Galaxy M13 সিরিজ়ের আগমন হল ভারতে। এই সিরিজ়ে রয়েছে মোট দুটি হ্যান্ডসেট- Samsung Galaxy M13 5G এবং Galaxy M13 4G। মোট তিনটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে এই স্মার্টফোনের- মিডনাইট ব্লু, অ্যাকোয়া গ্রিন এবং স্টারডাস্ট ব্রাউন। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, Galaxy M13 5G ফোনটির 4GB+64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 13,999 টাকা। অন্য দিকে ফোনটির 6GB+128GB স্টোরেজ মডেলের দাম 15,999 টাকা। আবার Galaxy M13 4G ফোনটির 4GB+64GB ভ্যারিয়েন্টের দাম 11,999 টাকা। আর ফোনটির হাই-এন্ড ভার্সন অর্থাৎ 6GB+128GB ভ্যারিয়েন্টের দাম 13,999 টাকা। বিশেষ লঞ্চ অফার হিসেবে ICICI ব্যাঙ্কের ব্যবহারকারীদের তৎক্ষণাৎ 1,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট, অ্যামাজ়ন এবং দেশের বিভিন্ন রিটেল দোকানে 23 জুলাই থেকেই ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

Samsung Galaxy M13 5G এবং Galaxy M13 4G স্পেসিফিকেশন

Galaxy M13 5G ফোনে পারফরম্যান্সের জন্য একটি Dimensity 700 প্রসেসর দেওয়া হয়েছে, যার ক্লক স্পিড 2.2GHz। ঝঞ্ঝাটহীন অ্যাপ নেভিগেশন থেকে শুরু করে গেমিং সমস্ত দিক থেকেই ব্যবহারকারীদের অভিজ্ঞতা যাতে চমৎকার হয়, তা নিশ্চিত করবে এই প্রসেসর। 12GB পর্যন্ত RAM রয়েছে এই ফোনের। তার সঙ্গে আবার রয়েছে RAM Plus নামক আর একটি গুরুত্বপূর্ণ ফিচার। এর সাহায্যে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী RAM বাড়িয়ে নিতে পারবেন। তবে স্টোরেজ নিয়ে গ্রাহকদের এক ফোঁটাও ভাবতে হবে না। কারণ, এক্সপ্যান্ডেবল স্টোরেজ ফিচারের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে।

এদিকে Galaxy M13 4G ফোনে একটি Exynos 850 প্রসেসর দেওয়া হয়েছে, যা পেয়ার করা থাকছে 12GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে। RAM Plus ফিচার রয়েছে এই ফোনটিতেও, যার দ্বারা 12GB পর্যন্ত RAM বাড়াতে পারবেন। এই মডেলে একটু বেশি শক্তিশালী 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনে, যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Galaxy M13 5G এবং Galaxy M13 4G দুটি ফোনেই রয়েছে একটি 50MP মেইন ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 5MP আলট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি ডেপথ-সেন্সিং ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই সিরিজ়ের 5G মডেলটিতে রয়েছে 8MP সেন্সর এবং 4G ফোনটিতে রয়েছে একটি 5MP সেন্সর।

Galaxy M13 সিরিজ়ে সেগমেন্ট-ফার্স্ট অটো ডেটা স্যুইচিং ফিচার দেওয়া হয়েছে। আপনার ফোনের প্রাথমিক সিমটি যদি নেটওয়ার্ক কভারেজের বাইরে চলে যায়, তাহলে এই অনন্য বৈশিষ্ট্যের মাধ্যমে ব্যবহারকারীরা দ্বিতীয় সিম ব্যবহার করেও ফোন কল করা বা রিসিভও করতে পারবেন। এই দুটি ফোনের বক্সের সঙ্গেই 15W অ্যাডাপ্টিভ ফাস্ট চার্জার দেওয়া হবে।

Galaxy M13 5G ফোনটির 11 5G ব্যান্ড সাপোর্টের সাহায্যে আপনি যে কোনও পরিস্থিতিতে, যে কোনও স্থানে কানেক্টেড থাকতে পারবেন। এমনই চমৎকার 5G কানেক্টিভিটির সাপোর্ট এই ফোনে রয়েছে, যা দ্রুততর ডাউনলোড এবং ঝঞ্ঝাটহীন ভিডিয়ো কনফারেন্সের অভিজ্ঞতা দিতে পারবে ব্যবহারকারীদের।

Galaxy M13 5G স্মার্টফোনে একটি 6.5 LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট 90Hz। Galaxy M13 4G ফোনে রয়েছে 6.6 ইঞ্চির ফুল HD+ LCD ডিসপ্লে, যার মাধ্যমে অনবদ্য দর্শন অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন ব্যবহারকারীরা।