Samsung Galaxy: স্যামসাং গ্যালাক্সি এম৩৩, গ্যালাক্সি এ৩৩ এবং গ্যালাক্সি এ৫৩… এই তিনটি ৫জি ফোন দ্রুত ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে

স্যামসাং গ্যালাক্সির এই তিনটি স্মার্টফোনের নাম ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) সাইটে দেখা গিয়েছে।

Samsung Galaxy: স্যামসাং গ্যালাক্সি এম৩৩, গ্যালাক্সি এ৩৩ এবং গ্যালাক্সি এ৫৩... এই তিনটি ৫জি ফোন দ্রুত ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে
ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সির তিনটি নতুন স্মার্টফোন। Photo Credit: Digit
Follow Us:
| Edited By: | Updated on: Jan 17, 2022 | 9:48 AM

স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি (Samsung Galaxy M33 5G), স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি (Samsung Galaxy A33 5G) এবং স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি (Samsung Galaxy A53 5G) ফোনের নাম ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে। আর তার থেকেই অনুমান করা হচ্ছে যে, স্যামসাং গ্যালাক্সির এই তিনটি স্মার্টফোন খুব তাড়াতাড়ি হয়তো ভারতে লঞ্চ হতে চলেছে। চলতি বছর অর্থাৎ ২০২২ সালে স্যামসাং গ্যালাক্সি ‘এম’ সিরিজ এবং স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের স্মার্টফোন হতে চলেছে এই তিনটি মডেল। স্যামসাংয়ের তরফে অবশ্য এই স্মার্টফোনগুলির কোনও বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি। তবে এর আগে এই ফোনগুলির সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন প্রকাশ হয়েছিল। সেখানে একটি রিপোর্টে বলা হয়েছিল যে স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোনে Exynos ১২০০ প্রসেসর থাকতে পারে।

প্রযুক্তি সংক্রান্ত খবর প্রকাশ্যে আনে MySmartPrice। সেই সূত্রেই জানা গিয়েছিল যে, স্যামসাং গ্যালাক্সির এই তিনটি স্মার্টফোনের নাম বিআইএস সাইটে দেখা গিয়েছে। স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনের মডেল নম্বর SM-M336BU/DS। স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি ফোনের মডেল নম্বর SM-A336E/DS এবং স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোনের মডেল নম্বর SM-A536E/DS।

স্যামসাং গ্যালাক্সি এম৫৩ ৫জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন- এই ফোন আসলে স্যামসাং গ্যালাক্সি এ৫২ ৫জি ফোনের সাকসেসর মডেল। স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোনে রয়েছে একটি অ্যামোলেড ডিসপ্লে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। ফোনের পিছনের থাকতে পারে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। এই ফোনে একটি ৫০০০এমএএইচ ব্যাটারি থাকতে পারে।

স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন- এই ফোনে থাকতে পারে Exynos ১২০০ প্রসেসর। গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সার্টিফিকেশ ওয়েবসাইটের লিস্টিংয়ে তেমনটাই বলা হয়েছিল। এই ফোনের মডেল নম্বর SM-M336BU। ৬ জিবি র‍্যাম থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে। আগের রিপোর্টে বলা হয়েছিল ৬০০০এমএএইচ ব্যাটারি থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনে।

স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন- এ বছর ফেব্রুয়ারি মাসে লঞ্চ হতে পারে এই ফোন। স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি ফোনে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লের উপর একটি হোল পাঞ্চ কাট আউট থাকতে পারে। সেখানে সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে। এই ফোনের পিছনের অংশে একটি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৪৮ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেনসর থাকতে পারে।

আরও পড়ুন- Redmi K50 Gaming Edition: একনজরে দেখে নিন রেডমি কে৫০ গেমিং এডিশনের সম্ভাব্য একগুচ্ছ স্পেসিফিকেশন

আরও পড়ুন- Realme 9 Pro: রিয়েলমি ৯ প্রো স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন এবং স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে অনলাইনে, দেখে নিন