দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি ফোন। এই মডেল আসলে স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই ফোনের সাকসেসর। নতুন স্মার্টফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে এবং ফোনের ব্যাক প্যানেল বা পিছনের অংশে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সর্বোচ্চ ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ফোনে। জানা গিয়েছে, এই ফোনে আগের মডেল অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই ফোনের তুলনায় উন্নত নাইট মোড ফিচার থাকবে।
একনজরে দেখে নিন স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন
শোনা যাচ্ছে, ভারতে স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই বা ফ্যান এডিশন লঞ্চ হবে খুব তাড়াতাড়ি। ভারতে লঞ্চ হওয়া মডেলে সম্ভবত Exynos ২১০০ প্রসেসর থাকবে। শোনা যাচ্ছে, এই ফোনের দাম ভারতে শুরু হতে পারে ৫২ হাজার টাকা থেকে। আবার জনপ্রিয় টিপস্টার যোগেশ বরার জানিয়েছেন, ভারতে স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ফোনের দাম আসলে হতে পারে ৪৮ থেকে ৪৯ হাজার টাকার মধ্যে।
আরও পড়ুন- Xiaomi 12 India Launch: ২০২২ সালের এপ্রিলে ভারতে আসছে শাওমি ১২
আরও পড়ুন- Realme GT 2 Series: অবশেষে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি ২ এবং রিয়েলমি জিটি ২ প্রো, দাম কত?
আরও পড়ুন- Vivo Y21T: ভারতে লঞ্চ হয়েছে ভিভো ‘ওয়াই’ সিরিজের নতুন ফোন ভিভো ওয়াই২১টি, দাম কত?