স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের সম্ভাব্য ফিচার এর মধ্যে বহুবার বিভিন্ন সাইটে ফাঁস হয়েছে। সম্প্রতি এই স্মার্টফোন সিরিজ সম্পর্কে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। শোনা গিয়েছে, ভারতে স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের যেসব ফোন লঞ্চ হবে সেখানে Snapdragon ৮৯৮ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের তিনটি ফোন লঞ্চের কথা রয়েছে। সেগুলি হল- স্যামসাং গ্যালাক্সি এস২২, স্যামসাং গ্যালাক্সি এস২২ প্লাস এবং স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা।
ভারতে লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের ফোনের সঙ্গে প্রসেসরের দিক থেকে আমেরিকায় লঞ্চ হওয়া মডেলের মিল থাকবে না বলেই শোনা যাচ্ছে। মার্কিন বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের যেসব ফোন লঞ্চ হবে সেখানে Qualcomm প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোনের যে ফোন সেখানে Exynos প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ ভারত, আমেরিকা এবং আন্তর্জাতিক বাজারে তিন ধরনের চিপসেট নিয়ে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের ফোন।
জনপ্রিয় টিপস্টার Max Weinbach (@MaxWinebach) টুইট করে জানিয়েছেন যে, ভারতে লঞ্চ হতে চলা স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের ফোনে স্ন্যাপড্রাগন প্রসেসর থাকতে পারে। অন্যদিকে আবার Android Police- এর একটি রিপোর্ট অনুসারে এশিয়া, আফ্রিকা এবং আমেরিকায় Snapdragon ৮৯৮ স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোন লঞ্চ হতে পারে। আবার ব্রিটেন, ইউরোপ এবং বিশ্বের অন্যান্য অংশে Exynos ২২০০ প্রসেসর সমেত স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের ফোন লঞ্চ হতে পারে। এশিয়া এবং আফ্রিকায় আবার ভিন্ন ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে। এক্ষেত্রে মডেল নম্বর হতে পারে SM-S901E, SM-S906E এবং SM-S908E। আর দু’দেশের ফোনেই থাকতে পারে Exynos ২২০০ এবং স্ন্যাপড্রাগন ৮৯৮ চিপসেট থাকতে পারে।
প্রথমে শোনা গিয়েছিল যে আগামী বছর জানুয়ারি মাসে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজ। পরে অবশ্য শোনা গিয়েছে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এই সিরিজের স্মার্টফোন লঞ্চ হতে পারে। সম্ভবত ৮ ফেব্রুয়ারি এই ফোন লঞ্চ হতে পারে। প্রি-অর্ডার শুরু হবে লঞ্চের দিন থেকেই। আর ফোনের বিক্রি শুরু হবে ১৮ ফেব্রুয়ারি থেকে। যদিও স্যামসাং কর্তৃপক্ষ এখনও এই ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করেননি।
আরও পড়ুন- Google Pixel 6: এই স্মার্টফোন যুক্ত হতে চলেছে হার্ট রেট এবং রেসপিরেটরি রেট ট্র্যাকিং ফিচার
আরও পড়ুন- Redmi Smartphone: ভারতে দাম বেড়েছে রেডমি ৯এ এবং রেডমি ৯এ স্পোর্ট, এই দুই স্মার্টফোনের