Flipkart সেলে Samsung Galxy Z Flip 3 কিনুন মাত্র 36,840 টাকায়, যার আসল দাম 95,999 টাকা
Flipkart সেলে 37 শতাংশ ছাড়ে পেয়ে যাবেন Samsung Galxy Z Flip 3। এখন এই ফোনের দাম এমনিতে মার্কেটে 95,999 টাকা। কিন্তু ফ্লিপকার্ট দিওয়ালি সেলে এই ফোনই আপনি পেয়ে যাবেন মাত্র 59,999 টাকায়, তা-ও আবার 8GB RAM ও 128GB স্টোরেজ মডেলের জন্য এই অফার আপনি পাবেন।
Flipkart Diwali Sale: সুখবর রয়েছে সুখবর! খবরটা শুধুই ভারতের Samsung ব্যবহারকারীদের জন্য। কম দামে কেউ যদি একটি প্রিমিয়াম Samsung হ্যান্ডসেট ক্রয় করতে চান, তাহলে একটা ভাল সুযোগ এসে গিয়েছে। ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে ব্যাপক ছাড় পাওয়া যাচ্ছে Samsung Galaxy সিরিজ়ের একাধিক স্মার্টফোনে। তবে তাদের মধ্যে সবথেকে বড় ছাড়টি পাওয়া যাচ্ছে Samsung Galxy Z Flip 3 ফোনে, এক ধাক্কায় 37% ছাড়ে এই ফোনটি পেয়ে যাবেন কাস্টমাররা। আকর্ষণীয় এই ডিলের মধ্যে রয়েছে একাধিক ব্যাঙ্কের কার্ডের অফার, এক্সচেঞ্জ অফার সহ আরও অনেক কিছু। ফ্লিপকার্ট দিওয়ালি সেলে কত কম দামে আপনি Galxy Z Flip 3 ফোনটি পাবেন, তাই একবার দেখে নেওয়া যাক।
Samsung Galxy Z Flip 3 অফার
যেমনটা আমরা আগেই বললাম, Flipkart সেলে 37 শতাংশ ছাড়ে পেয়ে যাবেন Samsung Galxy Z Flip 3। এখন এই ফোনের দাম এমনিতে মার্কেটে 95,999 টাকা। কিন্তু ফ্লিপকার্ট দিওয়ালি সেলে এই ফোনই আপনি পেয়ে যাবেন মাত্র 59,999 টাকায়, তা-ও আবার 8GB RAM ও 128GB স্টোরেজ মডেলের জন্য এই অফার আপনি পাবেন। অফারের এখানেই শেষ নয়। এরপরেও আবার থাকছে কোটাক ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 1,250 টাকা ছাড়। পাশাপাশি SBI ক্রেডিট কার্ডেও থাকছে অফারটি। এর অর্থ হল ফোনটি আপনি পেয়ে যাবেন 58,749 টাকায়।
আর কী! আরও অনেক কিছু। অ্যামাজ়ন এই ফোনের উপরে আবার ট্রেড ইন ডিলে 21,900 টাকা ছাড় দিচ্ছে। এর অর্থ হল আপনি যদি পুরনো স্মার্টফোন বদলে নিজেকে একটা Samsung Galxy Z Flip 3-এ আপগ্রেড করে নিতে চান, তাহলে এক্সচেঞ্জ ডিলে ফোনটি ক্রয় করতে আপনার খরচ হবে মাত্র 36,840 টাকা। তবে এর মধ্যে এক্সচেঞ্জ ডিল, ব্যাঙ্ক অফার এবং বিরাট ছাড়ে অঙ্ক রয়েছে।
Samsung Galxy Z Flip 3 স্পেসিফিকেশন ও ফিচার
Samsung Galxy Z Flip 3-এ রয়েছে 6.7 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। এই ডিসপ্লে HDR10+ সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 5G প্রসেসর। IPX8 ওয়াটার রেজ়িস্ট্যান্স রেটেড এই ফোনের পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর 12MP। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে একটি 10MP ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে। এছাড়া রয়েছে একটি 3300mAh ব্যাটারি।