Apple Award: কী এমন রয়েছে! এই ছবি তুলেই অ্যাপলের কাছ থেকে পুরস্কার জিতলেন ভারতীয় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 14, 2022 | 2:30 PM

Shot On iPhone Challenge: আইফোনে ছবি তুলে তাক লাগালেন কোলাপুরের এক সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। অ্যাপলের কাছ থেকে জিতে নিলেন পুরস্কার। কী এমন ছিল সেই ছবিতে, একবার দেখেই নিন।

Apple Award: কী এমন রয়েছে! এই ছবি তুলেই অ্যাপলের কাছ থেকে পুরস্কার জিতলেন ভারতীয় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার
কোলাপুরের ইঞ্জিনিয়ার প্রজ্জ্বল ছোগুলে এবং তাঁর তোলা সেই ছবি।

Follow Us

চোখের সামনে অনবদ্য কিছু ধরা দিলে যে ভাবে রোজ আমরা ছবি তুলি, ঠিক সে ভাবেই একটা সাদামাটা ছবি তুলেছিলেন কোলাপুরের এক ব্যক্তি। আমাদের সঙ্গে তাঁর ফারার ছিল স্রেফ কয়েকটা জায়গায়। প্রথমত, তিনি ছবি তুলেছিলেন একটি আইফোন (iPhone) ব্যবহার করে। দ্বিতীয়ত, তাঁর ছবিটি পাঠিয়ে দিয়েছিলেন ‘শট অন আইফোন চ্যালেঞ্জ’-এ (Shot On iPhone Challenge)। আর তারই দৌলতে তিনি জিতে নিলেন পুরস্কারও। সম্প্রতি ‘শট অন আইফোন চ্যালেঞ্জ’-এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে অ্যাপল। চলতি বছরের শুরুতেই আয়োজিত হয়েছিল সেই প্রতিযোগিতা। আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স ব্যবহারকারীদের জন্যই প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছিল। আর সেখানে তুলে ধরা হয়েছে ব্যবহারকারীদের ম্যাক্রো ফটোগ্রাফি স্কিলস (Photography Skills)।

মোট ১০টি ছবিকে বাছাই করে নিয়েছেন আন্তর্জাতিক বিচারকদের একটি প্যানেল। আর সেই ছবিগুলি ফিচার করা হবে অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট, বিলবোর্ডস এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। বিশ্বের বেশ কিছু শহরে ফিচার করা হবে ছবিগুলি, তার মধ্যে রয়েছে বিজয়ীদের হোমটাউনও। যে দশটি দেশের বিজয়ীদের বেছে নেওয়া হয়েছে, সেই তালিকায় রয়েছে চিন, হাঙ্গেরি, ভারত, ইতালি, স্পেন, থাইল্যান্ড এবং আমেরিকা।

আইফোনের সেই ম্যাক্রো চ্যালেঞ্জে ভারত থেকে যিনি জিতেছেন, তাঁর নাম প্রজ্জ্বল ছোগুলে। কোলাপুরের সেই ব্যক্তি পেশায় একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। শট অন আইফোন চ্যালেঞ্জে তাঁর একটা ছবি সিলেক্ট হওয়ার পর আনন্দে উচ্ছ্বসিত হয়ে প্রজ্জ্বল বলছেন, “আমি একজন প্রকৃতি প্রেমী। সাতসকালে উঠে হাঁটতে বেরিয়ে ফটোগ্রাফি করতে আমার খুবই ভাল লাগে। আর আইফোন ১৩ প্রো কেনার পর থেকে আমি তা নিয়েই ছবি তুলছি। এমন একটা সময়ের ছবি আমি তুলেছিলাম, তা ফটোগ্রাফার অর্থাৎ আমারই দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। মাকড়সার জালে পড়ে থাকা শিশির বিন্দু আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। কী ভাবে একটা শুকনো মাকড়সার রেশম নেকলেস গঠন করতে পারে, তা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। ঠিক যেন মুক্তোর মতো দেখাচ্ছিল ছবিটা। প্রকৃতির ক্যানভাসে মনে হচ্ছিল যেন অনবদ্য একটা ছবি।”

প্রজ্জ্বল ছোগুলের তোলা সেই ছবি।

প্যানেলের বিচারকদের মধ্যে ছিলেন দুজন ভারতীয় ফটোগ্রাফার। তাঁদের একজন ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপ্লোরার আনন্দ বর্মা এবং অন্যজন পুরস্কারপ্রাপ্ত ফটোগ্রাফার অপেক্ষা মেকার। মুম্বইয়ের কমার্শিয়াল ফটোগ্রাফি ফার্ম দ্য হাউস অফ পিক্সেলস-এরও প্রতিষ্ঠাতা অপেক্ষা। অন্য দিকে আনন্দ বর্মা এখন পাকাপাকি আমেরিকাতেই থাকেন।

প্রজ্জ্বলের তোলা যে ছবিটি অ্যাপলের পুরস্কার জিতে নিয়েছে, সেটি সম্পর্কে অপেক্ষা মেকার বললেন, “ছবিটা এতই সুন্দর যে, সেটিকে দেখতে যেন অলঙ্করণের মতোই মনে হচ্ছিল। ছবিতে মাকড়সার জালে পড়া জলের ফোঁটাগুলি নিখুঁত ভাবে ফুটে উঠেছে। এতটাই ডিটেলে ছবিটা তোলা হয়েছে যা অনেকেই এক নজরে মিস করে যাবেন। জলের ফোঁটার মধ্যেও একরকম সাদৃশ্য রয়েছে। প্রথম নজরে দর্শকের মনে হতে পারে, এটা কী। কিন্তু ছবিটা খুঁটিয়ে দেখলেই তিনি তা ধরতে পারবেন। ছবির ডিটেলিং তুলে ধরার জন্য আইফোনের বিকল্প নেই।”

অ্যাপল, আইফোন প্রডাক্ট মার্কেটিং ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট কাইয়ান ড্র্যান্স বলছেন, “ম্যাক্রো ছবি তুলে পাঠানোর জন্য আমরা সারা বিশ্বের মানুষদের আমন্ত্রণ জানিয়েছিলাম। অনবদ্য কিছু ছবি আমরা চাক্ষুষ করেছি। স্পাইডার ওয়েবে জলের ফোঁটা, একটি কুকুরের লোমের উপরে তুষারপাত এবং দিনের আলোতে একটি চকচকে গ্লাস – এই ছবিগুলি আমাদের অবাক করেছে। আর এই ছবিগুলিই আমাদের ইঙ্গিত দিয়েছে যে, আইফোনের মাধ্যমে কত সুন্দর ছবি উঠতে পারে।”

আরও পড়ুন: মধু থেকে তৈরি হচ্ছে কম্পিউটার চিপ! বিস্ময়কর আবিষ্কার বিজ্ঞানীদের

আরও পড়ুন: খুব সাবধান! হোয়াটসঅ্যাপে এই মেসেজ পাঠালেই আপনাকে জেলে যেতে হতে পারে

আরও পড়ুন: এই প্রথম ফোল্ডেবল ফোন নিয়ে এল ভিভো, ছোট-বড় মিলিয়ে দুই ডিসপ্লে, দাম ও ফিচার্স জেনে নিন

Next Article