Vivo S12 Price: লঞ্চের আগেই প্রকাশ্যে ভিভো এস১২ ফোনের দাম ও ফিচার্স, থাকছে দুটি সেলফি ক্যামেরা
Vivo S12 Specifications, Price: শীঘ্রই আসছে ভিভো এস১২। তবে তারই আগে ফোনের দাম ও একাধিক গুরুত্বপূর্ণ ফিচার্স লিক হয়ে গেল।
২২ ডিসেম্বর চিনে লঞ্চ করতে চলেছে ভিভো এস১২ এবং ভিভো এস১২ প্রো (Vivo S12 And Vivo S12 Pro)। আর সেই লঞ্চের আগেই এই সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ ভিভো এস১২ (Vivo S12) ফোনটি দেখা গেল চায়না টেলিকম লিস্টিংয়ে। সেখান থেকে ফোনের একাধিক স্পেসিফিকেশনস সম্পর্কেও জানা গেল। জুলাই মাসে যে ভিভো এস১০ লঞ্চ হয়েছিল, তার সঙ্গে এই ভিভো এস১২ ফোনের অনেকাংশেই মিল রয়েছে। ভিভো এস১২ ফোনে থাকছে একটি ৯০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং ১০৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। তিনটি কালার মডেলে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন।
ভিভো এস১২ দাম
সম্প্রতি গিজ়মোচায়নার একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, ভিভো এস১২ ফোনটি চায়না টেলিকমের প্রডাক্ট লাইব্রেরিতে দেখা গিয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে, এই ফোনে থাকছে ৮জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ। আর এই ভ্যারিয়েন্টের দাম হতে চলেছে CNY ২,৯৯৯ বা ৩৫,৭০০ টাকা। অন্য দিকে এই ফোনের হাই-এন্ড ভ্যারিয়েন্ট অর্থাৎ ১২জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ মডেলের দাম CNY ৩,৩৩৯ বা ৩৯,৭০০ টাকা। ভিভোর তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে, এই ভিভো এস১২ সিরিজের ফোনগুলির তিনটি কলার মডেল থাকবে – আইল্যান্ড ব্লু, শাইনিং ব্ল্যাক এবং ওয়ার্ম গোল্ড।
ভিভো এস১২ স্পেসিফিকেশনস
রিপোর্ট থেকে জানা গিয়েছে, ভিভো এস১২ ফোনে থাকছে একটি ৬.৪৪ ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০Hz। পারফরম্যান্সের জন্য এই ফোনে থাকছে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১১০০ প্রসেসর। এই একই প্রসেসর আবার ভিভো এস১২ ফোনেও দেওয়া হয়েছিল। দুটি র্যাম এবং একটি স্টোরেজ মডেল থাকছে এই ফোনের – ৮জিবি ও ১২জিবি র্যাম এবং ২৫৬জিবি অনবোর্ড স্টোরেজ। সফ্টওয়্যারের দিক থেকে এই ভিভো মডেল অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক হতে চলেছে।
ভিভো এস১২ ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি সেন্সর ১০৮ মেগাপিক্সেল। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে একটি ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং আর একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হচ্ছে। দুটি সেলফি ক্যামেরা থাকবে এই ফোনের – একটি ৪৪ মেগাপিক্সেল এবং অপরটি ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড। এই ফোনে একটি অত্যন্ত শক্তিশালী ৪,২০০এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
এছাড়াও এই ফোনে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একটি USB টাইপ-সি চার্জিং পোর্ট থাকছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। দেওয়া হচ্ছে একটি ৩.৫mm অডিও জ্যাক। ফোনটির ওজন হতে চলেছে ১৮১ গ্রাম এবং আয়তন ১৫৭.২X৭২.৪২X৭.৫৫mm।
আরও পড়ুন: Honor Play 30 Plus 5G: দুর্দান্ত এই স্মার্টফোন লঞ্চ হল ১৪ হাজার টাকারও কম দামে, দেখে নিন ফিচার্স