Vivo V11 Pro বনাম Oppo F9 Pro: দাম হোক বা ফিচার, এগিয়ে রয়েছে কে?
Vivo V11 Pro Price: বাজারে 25 হাজার টাকার মধ্য়ে Vivo V11 Pro এবং Oppo F9 Pro ফোন দু'টি বেশ জনপ্রিয় এবং দুর্দান্ত সব ফিচার রয়েছে। কোনটি বেশি ভাল দেখে নিন।
Oppo F9 Pro Price: ভারতীয় বাজারে প্রচুর স্মার্টফোন কোম্পানি রয়েছে। আর তার মধ্য়ে অনেক কোম্পানিই কম বাজেট থেকে বেশি বাজেট, সব ধরনেরই ফোন বাজারে আনে। তেমনই দু’টি চিনা কোম্পানি হল- Vivo এবং Oppo। বাজারে উভয় কোম্পানিরই বেশ রমরমা আছে। আর 25 হাজার টাকার মধ্য়ে তাদের Vivo V11 Pro এবং Oppo F9 Pro ফোন দু’টি বেশ জনপ্রিয় এবং দুর্দান্ত সব ফিচার রয়েছে। তবে বুঝে উঠতে পারছেন না যে, কোন ফোনটি ভাল হবে। তাহলে আপনাকে এই দু’টি ফোনের ফিচার থেকে শুরু করে ক্য়ামেরা, সব কিছুর তুলনা করে দেখানো হবে। যাতে আপনি নিজেই ঠিক করতে পারেন, কোন ফোনটি আপনার জন্য় সেরা।
Vivo V11 Pro বনাম Oppo F9 Pro-এর ডিসপ্লের তুলনা:
Vivo V11 Pro-তে একটি 6.41 ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে রয়েছে। ফোনের ডিসপ্লেতে 2340×1080 পিক্সেল রেজোলিউশন দেওয়া হয়েছে। স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও দেওয়া হয়েছে 19:5:9। এর স্ক্রিন-টু-বডি রেশিও 91.27 শতাংশ।
Oppo F9 Pro-তে 2280×1080 পিক্সেল রেজোলিউশন সহ একটি 6.3-ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও দেওয়া হয়েছে 19.5:9। কোম্পানির দাবি অনুযায়ী, এই ফোনের স্ক্রিন-টু-বডি রেশিও 90 শতাংশ।
প্রসেসরের তুলনা:
Vivo V11 Pro-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 SoC প্রসেসর দেওয়া হয়েছে। এর প্রসেসর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিন সাপোর্ট করে। এতে রয়েছে 6GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত বাড়ানো যাবে। এর অপারেটিং সিস্টেম Android Oreo 8.1-এ কাজ করে।
Oppo F9 Pro-এর প্রসেসর 12nm MediaTek Helio P60 এ চলে। ফোনটিতে 6GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ 256GB পর্যন্ত বাড়ানো যাবে। এর অপারেটিং সিস্টেম Android Oreo 8.1-এ কাজ করে।
কার ক্যামেরা বেশি ভাল?
Vivo V11 Pro-এ রয়েছে 12 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। একই সময়ে, সেলফির জন্য এটিতে একটি 25-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এর ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে।
Oppo F9 Pro-এর 16 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে। অন্যদিকে সেলফি ক্যামেরার কথা বললে, এতে একটি 25-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারির তুলনা দেখে নিন:
Vivo V11 Pro-তে একটি 3400mAh ব্যাটারি দেওয়া হয়েছে। একই সময়ে, Oppo F9 Pro-তে একটি 3500mAh ব্যাটারি রয়েছে।
এই দুই ফোনের দাম:
Vivo V11 Pro-এর দাম 25,990 টাকা।
Oppo F9 Pro-এর দাম 23,990 টাকা।