ভারতে লঞ্চের আগে অনলাইনে প্রকাশ হল Vivo V21e 5G ফোনের দাম এবং স্টোরেজ কনফিগারেশন

শোনা যাচ্ছে, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হতে পারে ভিভো ভি২১ই ৫জি ফোন। আর এই ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২৪,৯৯৯ টাকা। 

ভারতে লঞ্চের আগে অনলাইনে প্রকাশ হল Vivo V21e 5G ফোনের দাম এবং স্টোরেজ কনফিগারেশন
২৪ জুন ভারতীয় সময় বিকে ৫টায় এই ফোন লঞ্চ হবে।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 21, 2021 | 1:17 PM

আগামী ২৪ জুন ভারতে লঞ্চ হতে চলেছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ভি২১ই ৫জি। এখনও পর্যন্ত এই ফোনের ফিচার বা দাম প্রসঙ্গে ভিভো সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে ভারতে ভিভোর এই নতুন স্মার্টফোন লঞ্চের আগে অনলাইনে প্রকাশ হয়েছে ভিভো ভি২১ই ফোনের দাম এবং স্টোরেজ কনফিগারেশন। শোনা যাচ্ছে, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হতে পারে ভিভো ভি২১ই ৫জি ফোন। আর এই ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২৪,৯৯৯ টাকা।

কিছুদিন আগে একটি পোস্টার অনলাইনে প্রকাশ হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল ভিভো ভি২১ই ৫জি ফোনের বিজ্ঞাপন করছেন বিরাট কোহলি। ২০ জুন, এই একই পোস্টার টুইটারে শেয়ার করেছেন ভিভো ইন্ডিয়া কর্তৃপক্ষ। যদিও সেখানে ফোন লঞ্চের দিনক্ষণ ছাড়া আর কিছু ঘোষণা করা হয়নি। ২৪ জুন ভারতীয় সময় বিকেল ৫টায় এই ফোন লঞ্চ হবে বলে জানানো হয়েছে ওই পোস্টারে।

ভিভো ভি২১ই ফোনের সম্ভাব্য ফিচার

  • এই ফোনে ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকতে পারে।
  • ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হতে পারে ভিভো ভি২১ই ৫জি ফোন।
  • octa-core MediaTek Dimensity ৭০০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে।
  • এই ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া একটি ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসরও থাকতে পারে।
  • ৩২ মেগাপিক্সেলের সেলফি শুটার থাকতে পারে এই ফোনের ফ্রন্ট ক্যামেরায়।
  • Android 11 based Funtouch OS 11.1 থাকতে পারে এই ফোনে।
  • ভিভো ভি২১ই ৫জি ফোনের ব্যাটারি হতে পারে ৪০০০mAh। তার সঙ্গে ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- ভারতে কী কী রঙে লঞ্চ করবে Mi 11 Lite? টুইটারে ভিডিয়ো প্রকাশ শাওমি ইন্ডিয়ার