Vivo V23 Series: ভারতে আসছে ভিভো ভি২৩ সিরিজ, দেখে নিন নতুন ফোন লঞ্চের সম্ভাব্য দিনক্ষণ
বলা হচ্ছে, ভিভো ভি২৩ এবং ভিভো ভি২৩ প্রো, এই দুই ফোন ভিভো এস১২ এবং ভিভো এস১২ প্রো, এই দুই ফোনের রিব্র্যান্ডেড মডেল হতে চলেছে।
ভিভো ভি২৩ সিরিজের স্মার্টফোন যে খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে, সেই আভাস আগেই পাওয়া গিয়েছিল। কারণ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছিল। এবার জানা গিয়েছে যে, ভারতে কবে ভিভো ভি২৩ সিরিজ লঞ্চ হবে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ভিভো ভি২৩ সিরিজ লঞ্চ হতে পারে আগামী ৪ জানুয়ারি। প্রথমে ভিভো সংস্থা একটি ছোট টিজারের মাধ্যমের ভারতে তাদের নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চের কথা ঘোষণা করেছিল। তার কিছুক্ষণ পর প্রকাশ করা হয়েছে নির্দিষ্ট দিনক্ষণ।
শোনা যাচ্ছে, ভিভো ভি২৩ সিরিজে ভ্যানিলা মডেল ভিভো ভি২৩ এবং ভিভো ভি২৩ প্রো, এই দুটো ফোন লঞ্চ হবে। এর আগে যখন এই স্মার্টফোন সিরিজের সম্ভাব্য ফিচার প্রকাশ্যে এসেছিল, তখন বলা হয়েছিল যে ভিভো ভি২৩ সিরিজের ফোনে ডুয়াল সেলফি ক্যামেরা সেটআপ থাকতে পারে। ৯১মোবাইলস দাবি করেছে, ভিভো ভি২৩ সিরিজের ফোনের ডুয়াল ফ্রন্ট ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও একটি রিপোর্টে বলা হয়েছিল যে জানুয়ারি মাসেই সম্ভবত ভারতে লঞ্চ হবে ভিভো ভি২৩ সিরিজ।
শোনা যাচ্ছে সানশাই গোল্ড রঙে এবং আলট্রা স্লিম থ্রিডি কার্ভড ডিসপ্লে নিয়ে ২০২২ সালের প্রথম ভিভো ফোন হিসেবে ভারতে লঞ্চ হবে ভিভো ভি২৩ সিরিজ। এই সিরিজের ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকারও সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ভিভো ভি২৩ ফোনে মিডিয়াটেক Dimensity ১২০০ প্রসেসর থাকতে পারে। এছাড়াও তার সঙ্গে যুক্ত থাকতে পারবে ৮ জিবি র্যাম। এছাড়াও ভিভো ভি২৩ প্রো ফোনে রঙ পরিবর্তন হওয়া ব্যাক প্যানেল থাকতে পারে। সূর্যরশ্মি বা অতি বেগুনি রশ্মির প্রভাবে ফোনের পিছনের অংশের রঙ পরিবর্তন হওয়ার বিশেষ ফিচার থাকতে পারে এই ফোনে।
বলা হচ্ছে, ভিভো ভি২৩ এবং ভিভো ভি২৩ প্রো, এই দুই ফোন ভিভো এস১২ এবং ভিভো এস১২ প্রো, এই দুই ফোনের রিব্র্যান্ডেড মডেল হতে চলেছে। চিনে ইতিমধ্যেই ভিভো এস১২ এবং ভিভো এস১২ প্রো লঞ্চ হয়েছে। অন্যদিকে আবার শোনা গিয়েছে ভিভো এস১২ সিরিজের ফোনের সঙ্গে ডিজাইনে মিল থাকবে ভিভো ভি২৩ সিরিজের ফোনের। প্রসঙ্গত উল্লেখ্য, ভিভো এস১২ প্রো ফোনে মিডিয়াটেক Dimensity ১২০০ প্রসেসর এবং ৮ জিবি র্যাম রয়েছে। এই একই ফিচার ভিভো ভি২৩ প্রো ফোনে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে গ্লিকবেঞ্চ বেঞ্চমার্কিং লিস্টিং সাইট। তবে ভিভো এস১২ সিরিজের সঙ্গে ভিভো ভি২৩ সিরিজের ফোনের পার্থক্য থাকবে বলে অনুমান করা হচ্ছে। কারণ ভিভো এস১২ ফোনের রেয়ার ক্যামেরা সেটিংসে ১০৮ মেগাপিক্সেলের প্রামারি সেনসর রয়েছে। তবে ভিভো ভি২৩ প্রো ফোনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে বলে শোনা গিয়েছে।