তাইল্যান্ডে লঞ্চ হয়েছে ভিভো ভি২৩ই স্মার্টফোন। ভিভো ‘ভি’ সিরিজের এই ফোনে রয়েছে MediaTek Dimensity ৮১০ প্রসেসর। তার সঙ্গে রয়েছে ৮ জিবি র্যাম। এছাড়াও ৪ জিবি এক্সটেন্ডেড র্যামও রয়েছে এই ফোন। অ্যানড্রয়েড ১১ বেসড FunTouch OS ১২- র সাহায্যে পরিচালিত হয় এই ফোন। এছাড়াও এই ফোনে রয়েছে ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জ সাপোর্ট। আগামী পয়লা ডিসেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। দুটো রঙে লঞ্চ হয়েছে ভিভো ভি২৩ই ফোন।
ভিভো ভি২৩ই ৫জি ফোনের দাম এবং উপলব্ধতা
ভিভো ‘ভি’ সিরিজের এই স্মার্টফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম তাইল্যান্ডে THB ১২,৯৯৯ (ভারতীয় মুদ্রায় প্রায় ২৯,২০০ টাকা)। সানশাইন কোস্ট এবং মুনলাইট শ্যাডো, এই দুই রঙে তাইল্যান্ডে লঞ্চ হয়েছে ভিভো ভি২৩ই ফোন। লঞ্চের দিন থেকে অর্থাৎ ২৩ নভেম্বর থেকে এই ফোনের প্রি-বুকিং শুরু হয়েছে। আর বিক্রি শুরু হবে ১ ডিসেম্বর থেকে।
ভিভো ভি২৩ই ৫জি ফোনের স্পেসিফিকেশন
আরও পড়ুন- OnePlus RT: গুগল সার্চে অ্যামাজন ইন্ডিয়ার ওয়ানপ্লাস আরটি ফোনের বিজ্ঞাপন, দেশে দ্রুত লঞ্চের সম্ভাবনা
আরও পড়ুন-Redmi Note 11T 5G: রেডমি নোট ১১টি ৫জি ফোনে থাকতে পারে ৩৩ ওয়াটের প্রো ফাস্ট চার্জিং সাপোর্ট
আরও পড়ুন- Moto G31: নভেম্বরের শেষে ভারতে লঞ্চ হতে পারে মোটোরোলা ‘জি’ সিরিজের এই স্মার্টফোন, ফাঁস সম্ভাব্য দাম