Vivo V27e: 12GB ব়্যাম, 64 MP ক্যামেরা দিয়ে লঞ্চ হল Vivo V27e স্মার্টফোন, দাম কত?
Vivo V27e Price: Vivo V27e এর 8GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম RM 1,299 (প্রায় 23,905 টাকা)। এই ফোনটি Vivo-এর অফিসিয়াল সাইটে পাওয়া যাচ্ছে।
Vivo V27e Features: স্মার্টফোনের বাজারে Vivo-এর জনপ্রিয়তা বেশ তুঙ্গে। বাজারে এই কোম্পানির সব বাজেটের স্মার্টফোন (Smartphone) রয়েছে। একের পর এক স্মার্টফোন লঞ্চ করে চলেছে কোম্পানিটি। সম্প্রতি Vivo তাদের নতুন V27 সিরিজ ভারতীয় বাজারে লঞ্চ করেছে। V27 সিরিজের অধীনে 2টি ফোন লঞ্চ করেছিল। একটির নাম Vivo V27 এবং অন্য মোবাইল ফোনটি Vivo V27 Pro। তবে Pro মডেলটি এই সিরিজের ভ্যানিলা মডেলের চেয়ে আরও বেশি শক্তিশালী। এই দু’টি ডিভাইসেই পরিবর্তনশীল কালার যুক্ত ব্যাক প্যানেল দেওয়া হয়েছে। যদিও V27e মডেলটি এই সিরিজের সঙ্গেই আসবে বলে মনে করা হয়েছিল। কিন্তু এটি লঞ্চ লাইভস্ট্রিমের (Launch Livestream) সময় চালু করা হয়নি। এখন এই মডেলটি মালয়েশিয়ায় মুক্তি পেয়েছে। আর খুব শীঘ্রই ভারতেও পা রাখবে বলে আশা করা হচ্ছে। V27e তে 6.62 ইঞ্চি AMOLED ডিসপ্লে, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার মতো ফিচার রয়েছে। তবে চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন।
Vivo V27e-এর দাম এবং কোথায় পাওয়া যাবে দেখুন:
দামের কথা বললে, Vivo V27e এর 8GB + 256GB স্টোরেজ ভ্য়ারিয়েন্টের দাম RM 1,299 (প্রায় 23,905 টাকা)। এই ফোনটি Vivo-এর অফিসিয়াল সাইটে পাওয়া যাচ্ছে।
Vivo V27e-এর ফিচার এবং স্পেসিফিকেশন:
এই নতুন স্মার্টফোনটিতে দুর্দান্ত সব ফিচার এবং স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। Vivo V27e স্মার্টফোনটিতে ফুল HD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.62-ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে MediaTek Helio G99 SoC দেওয়া হয়েছে। স্টোরেজ সম্পর্কে বললে, এই স্মার্টফোনটিতে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। V27e একটি 4,600mAh ব্যাটারি প্যাক করে, যা 66W দ্রুত চার্জিং সাপোর্ট করে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ভিত্তিক স্মার্টফোন।
ক্যামেরা সেটআপ প্রসঙ্গে বলতে গেলে, এর পিছনে 64-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 2-মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং 2-মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা দেওয়া হয়েছে। এর সামনে একটি 32-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে হাইব্রিড ডুয়াল সিম ট্রে (Hybrid Dual Sim Tray), IP54 ডাস্ট এবং স্প্ল্যাশ প্রতিরোধী (Splash Resistant) এবং স্টেরিও স্পিকার (Stereo Speakers)। এই মিড রেঞ্জের স্মার্টফোনটির ডিজাইনে অনেক জোর দিয়েছে। এর পিছনে একটি Aura লাইট রয়েছে, এতে LED আলোও দেওয়া হয়েছে।