Vivo X90 এবং X90 Pro লঞ্চ হল ভারতে, একটির দাম 59,999 টাকা, অপরটি 84,999 টাকায়

Vivo X90 ফোনে রয়েছে 50MP VCS ট্রু কালার মেইন ক্যামেরা, প্রো ইমেজিং চিপ V2, ডুয়াল ফ্ল্যাগশিপ চিপ ডাইমেনসিটি 9200। ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 59,999 টাকা। Vivo X90 Pro-তে রয়েছে একটি 50MP পোর্ট্রেইট ক্যামেরা, যাতে লার্জ সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনটির দাম 84,999 টাকা।

Vivo X90 এবং X90 Pro লঞ্চ হল ভারতে, একটির দাম 59,999 টাকা, অপরটি 84,999 টাকায়
সেরার সেরা ফ্ল্যাগশিপ ফোন নিয়ে হাজির Vivo।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 27, 2023 | 9:15 AM

Vivo X90 And X90 Pro Launched: গত বছর নভেম্বরে চিনে লঞ্চ করেছিল। আর এবার ভারতে চলে এল Vivo-র ফ্ল্যাগশিপ X90 সিরিজ়। এই সিরিজ়ে রয়েছে দুটি ফোন- Vivo X90 এবং X90 Pro। বুধবার এই দুটি ফোনই ভারতে হাজির হয়েছে। সেই Vivo X90 এবং X90 Pro ফোন দুটির দাম, ফিচার ও স্পেসিপিকেশন সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নেওয়া যাক।

Vivo X90 ফোনে রয়েছে 50MP VCS ট্রু কালার মেইন ক্যামেরা, প্রো ইমেজিং চিপ V2, ডুয়াল ফ্ল্যাগশিপ চিপ ডাইমেনসিটি 9200। ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 59,999 টাকা। অন্য দিকে এই ফোনের প্রো ভ্যারিয়েন্ট অর্থাৎ Vivo X90 Pro-তে রয়েছে একটি 50MP পোর্ট্রেইট ক্যামেরা, যাতে লার্জ সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনটির দাম 84,999 টাকা।

প্রিমিয়াম লাইন আপ অর্থাৎ Vivo X90 Pro ফোনে রয়েছে ZEISS ক্যামেরা প্রযুক্তি, যা অন্ধকারেও একটা ছবির দুর্দান্ত স্বচ্ছতা প্রদান করতে পারবে। স্মার্টফোনটি প্যাক করা রয়েছে নাইট সিন মোডের সঙ্গে। ক্যামেরার অতিরিক্ত ফিচারের মধ্যে রয়েছে লাইভ ফটো, যা অনেকটাই Apple-এর লাইভ ফটো-র মতোই। এর সাহায্যে ব্যবহারকারীরা শাটার প্রেস করার 1.5 সেকেন্ড আগে ও পরে মেমোরি ক্যাপচার করতে পারবেন।

Vivo X90 Pro ফোনে পারফরম্যান্সের জন্য রয়েছে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 9200 প্রসেসর। ফোনটিতে রয়েছে 120Hx কার্ভড AMOLED ডিসপ্লে, যা 1260 পিক্সেল রেজ়োলিউশন সাপোর্ট করে। অত্যন্ত শক্তিশালী একটি 4,870mAh ব্যাটারি রয়েছে, যা 120W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা, যার একটি 50MP মেইন সেন্সর এবং বাকি দুটির একটি 50MP টেলিফটো ক্যামেরা ও আর একটি 12MP আলট্রাওয়াইড ইউনিট।

এদিকে আবার Vivo X90 স্মার্টফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9200 প্রসেসর। সফটওয়্যার হিসেবে ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক Funtouch OS 13 অপারেটিং সিস্টেম। 6.78 ইঞ্চির 120Hz কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যাতে একটি ফিঙ্গারপ্রিন্ট রিডার রয়েছে। এই ফোনেরও পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। মেইন সেন্সর হিসেবে রয়েছে 50MP ক্যামেরা, যা OIS সাপোর্ট করবে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 12MP টেলিফটো সেন্সর, 12MP আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে দেওয়া হয়েছে একটি 32MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

Vivo-র অফিসিয়াল সাইট থেকেই এই ফোনগুলি বুক করতে পারবেন। ICICI এবং HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা এই ফোন ক্রয় করলে পেয়ে যাবেন 8,000 টাকা অতিরিক্ত ছাড়।