চুপিসাড়ে Vivo Y02 এর আগমন, মাত্র 7,785 টাকায় কিছু জম্পেশ ফিচার্স
Vivo Y02 Specifications: এই ফোনে 2 GB / 3 GB পর্যন্ত RAM এবং 32 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারিও দেওয়া হয়েছে এই ফোনে। Vivo Y02 ফোনের দাম ও ফিচার সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।
Vivo Y02 Launched: চুপিসাড়ে একটি এন্ট্রি-লেভেল স্মার্টফোন লঞ্চ করে দিল Vivo। বাজেট সেগমেন্টের সেই ফোনের নাম Vivo Y02। নাম শুনেই বোঝা যাচ্ছে, এই ফোনটি আসলে Vivo Y01-এর সাকসেসর মডেল, যা গত বছর লঞ্চ করা হয়েছিল। নতুন ফোনটির গুরুত্বপূর্ণ ফিচারের দিক থেকে রয়েছে অক্টা-কোর প্রসেসর, খুব সম্ভবত তা মিডিয়াটেক হেলিও P22 চিপসেট। রয়েছে একটি 8MP ক্যামেরা। এছাড়া এই ফোনে 2 GB / 3 GB পর্যন্ত RAM এবং 32 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারিও দেওয়া হয়েছে এই ফোনে। Vivo Y02 ফোনের দাম ও ফিচার সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।
Vivo Y02: দাম ও উপলব্ধতা
Vivo Y02 ফোনটি আপাতত লঞ্চ করা হয়েছে কেবল মাত্র ইন্দোনেশিয়ার মার্কেটের জন্য। সে দেশে এই ফোনের দাম IDR 1,499,000 বা ভারতীয় মুদ্রায় প্রায় 7,785 টাকা। অর্কিড ব্লু এবং কসমিক গ্রে এই দুই রঙে ফোনটি পাওয়া যাবে। ভারত-সহ এশিয়ার অন্য আরও মার্কেটে ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে।
Vivo Y02: স্পেসিফিকেশন ও ফিচার
Vivo Y02-এ রয়েছে 6.51 ইঞ্চির IPS LCD ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, যার রেজ়োলিউশন 720 X 1600 পিক্সেলস এবং অ্যাসপেক্ট রেশিও 20:9। রাউন্ড মডিউলের ক্যামেরা সেট-আপ রয়েছে, যেখানে একটাই মাত্র 8MP সেন্সর দেওয়া হয়েছে। অন্য দিকে সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে একটি 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর।
এই ফোনের প্রসেসর সম্পর্কে নিশ্চিত তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি। তবে অফিসিয়াল লিস্টিং থেকে জানা গিয়েছে, Vivo Y02 ফোনে রয়েছে একটি অক্টা-কোর প্রসেসর। কয়েক দিন আগেই ফোনের ফাঁস হওয়া তথ্য থেকে জানা গিয়েছিল মিডিয়াটেক হেলিও P22 চিপসেট থাকতে পারে এতে।
এই প্রসেসর পেয়ার করা থাকছে 2 GB / 3 GB পর্যন্ত RAM এবং 32 GB পর্যন্ত বিল্ট-ইন স্টোরেজের সঙ্গে। অতিরিক্ত আরও স্টোরেজ পেতে ফোনটি ইক্যুইপ করা রয়েছে একটি মাইক্রোএসডি কার্ড স্লটের সঙ্গে। রয়েছে শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি, যা 10W চার্জিং সাপোর্ট করবে মাইক্রোইউএসবি 2.0 এর সাহায্যে।
এন্ট্রি-লেভেলের এই ফোনে Android 12 (Go edition) অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল সিম, 4G VoLTE, ডুয়াল-ব্যান্ড Wi-Fi, ব্লুটুথ 5.0, GPS এবং 3.5mm অডিও জ্যাক। তবে কোনও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়নি ফোনটিতে। ডিভাইসটির আয়তন 163.99 x 75.63 x 8.49mm এবং ওজন মাত্র 186 গ্রাম।