Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লাখ-লাখ 4G মডেল বিক্রির পর Vivo Y35 5G-র আগমন, একাধিক জরুরি ফিচার মাত্র 14,000 টাকায়

Vivo Y35 5G স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য রয়েছে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 700 প্রসেসর। তবে তার 4G কাউন্টারপার্টটিতে ছিল কোয়ালকমের স্ন্যাপড্রাগন 680 প্রসেসর। Vivo Y35 5G-র দাম, ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নিন।

লাখ-লাখ 4G মডেল বিক্রির পর Vivo Y35 5G-র আগমন, একাধিক জরুরি ফিচার মাত্র 14,000 টাকায়
4G-র পর এবার Vivo Y35-এর 5G ভার্সন লঞ্চ হল।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 14, 2022 | 2:45 PM

Vivo Y35 লঞ্চ হয়েছিল আগেই। তবে তার 4G ভার্সন হাজির হয়েছিল। এবার সেই জনপ্রিয় বাজেট হ্যান্ডসেটের একটি 5G ভার্সন লঞ্চ হল। লেটেস্ট Vivo Y35 5G স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য রয়েছে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 700 প্রসেসর। তবে তার 4G কাউন্টারপার্টটিতে ছিল কোয়ালকমের স্ন্যাপড্রাগন 680 প্রসেসর। Vivo Y35 5G-র দাম, ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নিন।

Vivo Y35 5G: স্পেসিফিকেশন, ফিচার

Vivo Y35 5G ফোনে রয়েছে একটি 6.51 ইঞ্চির LCD ওয়াটারড্রপ নচ, যা তার 4G মডেলেও ছিল। তবে নতুন ফোনের স্ক্রিনটি 60Hz রিফ্রেশ রেট এবং HD+ স্ক্রিন রেজ়োলিউশন সাপোর্ট করে।

Vivo Y35 5G হ্যান্ডসেটটি সফটওয়্যারের দিক থেকে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম ভিত্তিক OriginOS Ocean দ্বারা চালিত হবে।

Vivo Y35 5G ফোনে রয়েছে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে থাকছে 13MP সেন্সর, সেকেন্ডারি হিসেবে একটি 2MP ম্যাক্রো ক্যাম দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই স্মার্টফোনে রয়েছে একটি 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে Vivo Y35 5G ফোনটিতে। 4G মডেলটিতেও এই একই ব্যাটারি দেওয়া হয়েছিল। তবে Vivo Y35-এর 4G ভার্সনে যেখানে 44W চার্জার দেওয়া হয়েছিল, ঠিক সেখানেই 5G মডেলটি 15W চার্জিং সাপোর্ট করবে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রিডার, একটি 3.5mm হেডফোন জ্যাক এবং USB-C চার্জিং পোর্ট।

Vivo Y35 5G: দাম

আপাতত এই ফোনটি নিয়ে আসা হয়েছে কেবল মাত্র চিনের মার্কেটের জন্য। সে দেশে Vivo Y35 5G ফোনটি পাওয়া যাবে মোট তিনটি কালার অপশনে— ব্ল্যাক, গোল্ড এবং ব্লু। মোট তিনটি স্টোরেজ অপশনে এই ফোন ক্রয় করতে পারবেন কাস্টমাররা— 4GB RAM + 128GB স্টোরেজ, 6GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 128GB স্টোরেজ। সেই তিনটি মডেলে দাম যথাক্রমে CNY 1199 (ভারতীয় মুদ্রায় 14,209 টাকা), CNY 1399 (ভারতীয় মুদ্রায় প্রায় 16,579 টাকা) CNY 1499 (ভারতীয় মুদ্রায় প্রায় 17,764 টাকা)। চিনে ভিভো-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন ক্রয় করতে পারবেন কাস্টমাররা। তবে ভারতে ফোনটি কবে নাগাদ আসতে পারে, সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, Vivo Y35 4G হ্যান্ডসেটের দাম ভারতে 18,499 টাকা।