Vivo Y55 5G: গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে দেখা গিয়েছে এই ফোন, থাকতে পারে MediaTek Dimensity ৭০০ প্রসেসর এবং ৮ জিবি র‍্যাম

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Dec 02, 2021 | 11:43 PM

চিনের একটি টেলিকম লিস্টিংয়ে ভিভো ওয়াই৫৫এস ফোনও দেখা গিয়েছে। দ্রুত চিনে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে চিনে।

Vivo Y55 5G: গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে দেখা গিয়েছে এই ফোন, থাকতে পারে MediaTek Dimensity ৭০০ প্রসেসর এবং ৮ জিবি র‍্যাম
ছবি প্রতীকী।

Follow Us

ভিভো ওয়াই সিরিজের স্মার্টফোন ভিভো ওয়াই৫৫ ৫জি- র নাম দেখা গিয়েছে বেঞ্চমার্কিং ওয়েবসাইট গিকবেঞ্চে। কেমন হতে চলেছে চিচোর এই আসন্ন ফোন, তার সম্পর্কে ধারণাও পাওয়া গিয়েছে। শোনা যাচ্ছে ভিভো ওয়াই৫৫ ৫জি ফোনে MediaTek Dimensity ৭০০ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে যুক্ত থাকবে ৮ জিবি র‍্যাম। ভিভোর ওয়াই সিরিজের আরও একটি ফোন ভিভো ওয়াই৫৫এস- ও লঞ্চ হতে চলেছে চিনে। খুব তাড়াতাড়িই হয়তো চিনে লঞ্চ হবে এই ফোন। সেখানে ভিভো ওয়াই৫৫ ৫জি ফোনের মতোই চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে। আর থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং একটি ৬০০০mAh ব্যাটারি।

MySmartPrice- এই সংবাদসংস্থা সর্বপ্রথম বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চে ভিভো ওয়াই৫৫ ৫জি ফোনের উপস্থিতি লক্ষ্য করেছিল। সেখানে বলা হয়েছিল যে, ভিভো ওয়াই৫৫এস ফোনের সঙ্গে আর একটি ফোন নিয়েও কাজকর্ম করছে চিনের সংস্থা ভিভো। অন্যদিকে জানা গিয়েছে, গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে ভিভো ওয়াই৫৫ ৫জি ফোনে মডেল নম্বর দেওয়া হয়েছে ভিভো ভি২১২৭। এই ফোনে র‍্যাম এক্সপ্যান্ড করার অর্থাৎ বাড়ানোর ফিচার থাকতে পারে। একে বলে ভার্চুয়াল র‍্যাম। ফোনে ইনবিল্ট স্টোরেজের যে অংশ ব্যবহার হয়নি, সেটা র‍্যাম হিসেবে ব্যবহার করা হয়। এর ফলে ফোন দ্রুত গতিতে এবং সহজ, সাবলীল ভাবে কাজ করতে পারে। অ্যানড্রয়েড ১২ এবং FunTouchOS- এর সাহায্যে পরিচালিত হতে পারে এই ফোন।

অন্যদিকে, চিনের একটি টেলিকম লিস্টিংয়ে ভিভো ওয়াই৫৫এস ফোনও দেখা গিয়েছে। দ্রুত চিনে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে চিনে। এখানেও MediaTek Dimensity ৭০০ প্রসেসর থাকতে পারে। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে পারে এই ফোন। এখানে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রেয়ার ক্যামেরা এবং একটি ৬০০০mAh ব্যাটারি। এই ফোনের দাম হতে পারে CNY ১৮৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ২২,২০০ টাকা। আগামী ৪ ডিসেম্বর লঞ্চ হতে পারে এই ফোন।

আরও পড়ুন- OnePlus 10 Series Smartphone: ওয়ানপ্লাস ১০ এবং ওয়ানপ্লাস ১০ প্রো ফোনে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর

আরও পড়ুন- Redmi: ভারতে রেডমি ১০ (২০২২) ফোনের সঙ্গে লঞ্চ হতে পারে রেডমি নোট ১০ প্রাইম (২০২২) ফোন

আরও পড়ুন- Samsung Galaxy A33: নতুন বছরে একাধিক স্যামসাং গ্যালাক্সি ফোনে থাকবে ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য IP67 রেটিং

Next Article
OnePlus 10 Series Smartphone: ওয়ানপ্লাস ১০ এবং ওয়ানপ্লাস ১০ প্রো ফোনে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর
Hacking Prevention: আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন কীভাবে? হ্যাক হয়ে থাকলে তারপর কী করণীয়? সবিস্তারে জেনে নিন…