Samsung Galaxy S22 Series: কবে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সির নতুন স্মার্টফোন সিরিজ?

স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজে ভ্যানিলা গ্যালাক্সি এস২২, গ্যালাক্সি এস২২+ এবং গ্যালাক্সি এস২২ আলট্রা--- এই তিনটি ফোন থাকতে পারে।

Samsung Galaxy S22 Series: কবে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সির নতুন স্মার্টফোন সিরিজ?
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছর ১৪ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২১ সিরিজ।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 06, 2021 | 7:05 AM

স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজ লঞ্চ হতে পারে আগামী বছর অর্থাৎ ২০২২ সালে। তবে নির্দিষ্ট কোনও মাস বা তারিখ এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজে থাকতে পারে দু’টি মডেল। একটি স্যামসাং গ্যালাক্সি এস২২+ এবং অন্যটি স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা। অনলাইনে এখনও পর্যন্ত এই তথ্যই প্রকাশ হয়েছে। যদিও এই প্রসঙ্গে স্যামসাং কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে এখনও কিছুই ঘোষণা করেননি। অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের এই দুই ফোনের সম্ভাব্য ব্যাটারি ক্যাপাসিটি বা ক্ষমতা সম্পর্কেও বিভিন্ন সাইটে নানা রকমের তথ্য ঘুরছে। চিনের 3C certification site- এ স্যামসাং গ্যালাক্সি এস২২+ এবং স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা— এই দুই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে তথ্য প্রকাশ হয়েছে।

শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এস২২+ মডেলে থাকতে পাত্র ৪৫০০mAh ব্যাটারি। এই ফোনের সম্ভাব্য ব্যাটারির মডেল নম্বর EB-BS906ABY। এই ব্যাটারিতে সর্বোচ্চ ভোল্টেজ থাকতে পাত্র ৪.৪৫V। অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা ফোনে থাকতে পারে ৫০০০mAh ব্যাটারি। এই ফোনের ব্যাটারির সম্ভাব্য মডেল নম্বার EB-BS908ABY। এখানে সর্বোচ্চ ভোল্টেজ হতে পারে ৪.৪৫V। অন্যান্য অনেক সূত্রে আবার শোনা যাচ্ছে যে স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজে থাকতে পারে একটি ভ্যানিলা মডেল। অর্থাৎ গ্যালাক্সি এস২২ মডেল থাকার সম্ভাবনা রয়েছে এই স্মার্টফোনের সিরিজে। এর আগে শোনা গিয়েছিল স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের ফোনগুলিতে থাকতে পারে ৬৫W ফাস্ট চার্জিং সাপোর্ট। তবে ফোনের বাক্সে ৬৫W ফাস্ট চার্জার থাকার সম্ভাবনা নেই বলেই শোনা গিয়েছে। ক্রেতাদের হয়তো আলাদা করে এই চার্জার কিনতে হতে পারে।

SamMobile- এর রিপোর্ট অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের ভ্যানিলা গ্যালাক্সি এস২২ ফোনের মডেল নম্বর হতে পারে SM-S901x। গ্যালাক্সি এস২২+ ফোনের মডেল নম্বর হতে পারে SM-S906x। আর গ্যালাক্সি এস২২ আলট্রা ফোনের মডেল নম্বর হতে পারে SM-S908x। স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের তিনটি ফোনেই ৫জি পরিষেবা থাকবে বলে শোনা যাচ্ছে। চলতি বছর ১৪ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২১ সিরিজ। সূত্রের খবর, হয়তো ২০২২ সালের ১৪ জানুয়ারি স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজ লঞ্চ হতে পারে।

শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রা ফোনের মতো গ্যালাক্সি এস২২ আলট্রা মডেলেও ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে (a refined version)। গত এপ্রিল মাসে শোনা গিয়েছিল যে Olympus- এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং। সেই সময় এও শোনা গিয়েছিল যে স্যামসাং গ্যালাক্সির আসন্ন স্মার্টফোন সিরিজের জন্য ক্যামেরা নির্মাণ করবে Olympus। অনুমান হয়তো গ্যালাক্সি এস২২ সিরিজের ক্যামেরা নির্মাণে স্যামসাং কর্তৃপক্ষকে সাহায্য করবে ওই সংস্থা। যদিও স্যামসাং সংস্থার তরফে তাদের গ্যালাক্সি এস২২ সিরিজ প্রসঙ্গে এখনও কোনও তথ্যই প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন- TENAA Listing: এই ওয়েবসাইটে প্রকাশ হয়েছে ভিভো এক্স৭০ এবং ভিভো এক্স৭০ প্রো+ ফোনের সম্ভাব্য ফিচার